কলকাতা, 19 ফেব্রুয়ারি: অভিজ্ঞতা যে গুরুত্বপূর্ণ সময়ে কাজে লাগে তা ফের মনে করিয়ে দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma On Bhubi)। তিন ম্যাচের টি-20 সিরিজে ভারত দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের 8 রানে পরাজিত করে সিরিজ চ্যাম্পিয়ন হয়েছে । 19তম ওভারে দলের অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমার মাত্র 4 রান দেন । দলের সিনিয়র পেসারের এই পারফরম্যান্স দেখে খুশি অধিনায়ক নিজেই।
রোহিত শর্মা বলছেন,"ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটারদের সামনে বল করতে যাওয়া সবসময়ই চ্যালেঞ্জিং। শেষে একটি রোমাঞ্চকর পরিসমাপ্তিও হয়েছে। প্রথম থেকেই জানতাম এই রান তোলা সহজ হবে না। কিন্তু পরিকল্পনা মত সবকিছু করতে পেরে আমি গর্বিত। ভুবনেশ্বর যখন বল করছিল তখন অবস্থা কঠিন ছিল। এখানেই অভিজ্ঞতা কাজে লেগেছে। ভুবি এই কাজটা বহু বছর ধরে করে আসছে এবং ওঁর উপর আমাদের ভরসা রয়েছে।"
আরও পড়ুন: ম্লান পুরান-পাওয়েলের ধামাকা ব্যাটিং, টি-20 সিরিজ জয় রোহিতদের
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে ভারত 5 উইকেটে 186 রান তোলে । যেভাবে বিরাট শুরু করেছিল তাতে দলকে জেতানোর দায়িত্ব আমার উপর থেকে সরে গিয়েছিল । খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে বিরাট । একইসঙ্গে ঋষভ পন্থ ও ভেঙ্কটেশ আইয়ারের কথা বলতেই হবে । ওরা দু'জনেই দারুণভাবে ইনিংস শেষ করেছে । আইয়ারের ইনিংসের পরিণত বোধ দেখে খুশি হয়েছি । ওকে দেখে আত্মবিশ্বাসী মনে হয়েছিল । শেষের দিকে এক ওভার বল করতে চেয়েছিল ।" তবে, দলের ফিল্ডিং নিয়ে অখুশি তিনি । ক্যাচ হাতছাড়া না হলে ভাল হত বলে মনে করেন হিটম্যান । তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় রোহিত শর্মা এবং তাঁর দল ।