ETV Bharat / sports

IND vs NZ 3rd T20I : 'পয়া' ইডেনে পথ দেখালেন রোহিতই, হোয়াইটওয়াশের লক্ষ্যে কিউয়িদের বড় রানের টার্গেট - হোয়াইটওয়াশের লক্ষ্যে কিউয়িদের বড় রানের টার্গেট

পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে জাতীয় দলের দায়িত্ব গ্রহণের পর ইডেনে এটাই প্রথম ম্য়াচ ছিল রোহিত শর্মার ৷ অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচে ব্য়াট হাতে মুম্বইরকরকে খালি হাতে ফেরাল না ক্রিকেটের নন্দনকানন ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-20 ম্য়াচে অধিনায়কের অর্ধশতরানে ভর করেই কিউয়িদের বড় রানের লক্ষ্য়মাত্রা দিল টিম ইন্ডিয়া ৷

IND v NZ 3rd T20I
'পয়া' ইডেনে পথ দেখালেন রোহিতই
author img

By

Published : Nov 21, 2021, 8:51 PM IST

Updated : Nov 21, 2021, 10:38 PM IST

কলকাতা, 21 নভেম্বর : পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে জাতীয় দলের দায়িত্ব গ্রহণের পর ইডেনে এটাই প্রথম ম্যাচ রোহিত শর্মার ৷ অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচেও ব্য়াট হাতে মুম্বইরকরকে খালি হাতে ফেরাল না ক্রিকেটের নন্দনকানন ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-20 ম্য়াচে অধিনায়কের অর্ধশতরানে ভর করেই কিউয়িদের বড় রানের লক্ষ্য়মাত্রা দিল টিম ইন্ডিয়া ৷ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে গাপটিলদের করতে হবে 185 রান ৷

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় বেল বাজিয়ে এদিন প্রথমবার ঘরের মাঠে কোনও আন্তর্জাতিক ম্য়াচের শুভ সূচনা করলেন ৷ ম্যাচ দেখতে এদিন ইডেনে হাজির রাজ্যপাল জগদীপ ধনকড়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, মহানাগরিক ফিরহাদ হাকিম। সবমিলিয়ে বলা যায় স্বাভাবিক ছন্দে ফিরল ইডেন ৷ তার আগে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে টসে জয়ের হ্য়াটট্রিক সেরে নিয়েছেন রোহিত ৷ তবে জয়পুর, রাঁচির মত এদিন রান তাড়া করার পথে হাঁটেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক ৷ শীতের শুরুতে কলকাতায় শিশিরের যথেষ্ট দাপট জেনেও প্রথমে ব্য়াটিংয়ের ঝুঁকি নেন রোহিত ৷ লক্ষ্য় ছিল বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপিয়ে দেওয়া ৷

বোল্টকে শুরুতেই জোড়া বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরু করেন অধিনায়ক ৷ রাহুলের পরিবর্তে একাদশে আসা ইশান কিষানের সঙ্গে ওপেনিং জুটিতে তোলেন 69 রান ৷ 21 বলে 29 রান করে রোহিতের ফ্র্য়াঞ্চাইজি সতীর্থ আউট হলেও রোহিত বড় রানের ভিত গড়তে লক্ষ্য়ে অবিচল ছিলেন ৷ সূর্যকুমার, পন্থের সঙ্গ না পেলেও ইডেনে এদিন 26তম টি-20 হাফসেঞ্চুরিটি (সেঞ্চুরি ধরে 30) পেয়ে যান রোহিত ৷ যদিও 56 রানের বেশি স্থায়ী হয়নি অধিনায়কের ইনিংস ৷ 31 বলে ভারত অধিনায়কের ইনিংসে ছিল 5টি চার, 3টি ছয় ৷ এরপর শ্রেয়স আইয়ারের 25, ভেঙ্কটেশ আইয়ারের 20 রান ভারতের ইনিংস এগিয়ে নিয়ে গেলেও কারও ইনিংসই দীর্ঘস্থায়ী হয়নি ৷

আরও পড়ুন : Sourav Ganguly Rings Eden Bell : ইডেনে প্রথমবার বেল বাজিয়ে ম্য়াচের সূচনা করলেন মহারাজ

শেষদিকে দীপক চাহারের 8 বলে 21 রান ভারকে 184 রানে পৌঁছতে সাহায্য় করে ৷ 11 বলে 18 রান করে যান হর্ষল প্য়াটেল ৷ এখন দেখার বোর্ড প্রেসিডেন্টের শহরে ভারতীয় দলের শেষটা সুখের হয় কি না ৷ কিউয়ি শিবিরে বল হাতে সবচেয়ে সফল বাঁ-হাতি স্পিনার স্য়ান্টনার 4 ওভারে 27 রানে নেন 3 উইকেট ৷

কলকাতা, 21 নভেম্বর : পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে জাতীয় দলের দায়িত্ব গ্রহণের পর ইডেনে এটাই প্রথম ম্যাচ রোহিত শর্মার ৷ অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচেও ব্য়াট হাতে মুম্বইরকরকে খালি হাতে ফেরাল না ক্রিকেটের নন্দনকানন ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-20 ম্য়াচে অধিনায়কের অর্ধশতরানে ভর করেই কিউয়িদের বড় রানের লক্ষ্য়মাত্রা দিল টিম ইন্ডিয়া ৷ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে গাপটিলদের করতে হবে 185 রান ৷

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় বেল বাজিয়ে এদিন প্রথমবার ঘরের মাঠে কোনও আন্তর্জাতিক ম্য়াচের শুভ সূচনা করলেন ৷ ম্যাচ দেখতে এদিন ইডেনে হাজির রাজ্যপাল জগদীপ ধনকড়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, মহানাগরিক ফিরহাদ হাকিম। সবমিলিয়ে বলা যায় স্বাভাবিক ছন্দে ফিরল ইডেন ৷ তার আগে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে টসে জয়ের হ্য়াটট্রিক সেরে নিয়েছেন রোহিত ৷ তবে জয়পুর, রাঁচির মত এদিন রান তাড়া করার পথে হাঁটেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক ৷ শীতের শুরুতে কলকাতায় শিশিরের যথেষ্ট দাপট জেনেও প্রথমে ব্য়াটিংয়ের ঝুঁকি নেন রোহিত ৷ লক্ষ্য় ছিল বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপিয়ে দেওয়া ৷

বোল্টকে শুরুতেই জোড়া বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরু করেন অধিনায়ক ৷ রাহুলের পরিবর্তে একাদশে আসা ইশান কিষানের সঙ্গে ওপেনিং জুটিতে তোলেন 69 রান ৷ 21 বলে 29 রান করে রোহিতের ফ্র্য়াঞ্চাইজি সতীর্থ আউট হলেও রোহিত বড় রানের ভিত গড়তে লক্ষ্য়ে অবিচল ছিলেন ৷ সূর্যকুমার, পন্থের সঙ্গ না পেলেও ইডেনে এদিন 26তম টি-20 হাফসেঞ্চুরিটি (সেঞ্চুরি ধরে 30) পেয়ে যান রোহিত ৷ যদিও 56 রানের বেশি স্থায়ী হয়নি অধিনায়কের ইনিংস ৷ 31 বলে ভারত অধিনায়কের ইনিংসে ছিল 5টি চার, 3টি ছয় ৷ এরপর শ্রেয়স আইয়ারের 25, ভেঙ্কটেশ আইয়ারের 20 রান ভারতের ইনিংস এগিয়ে নিয়ে গেলেও কারও ইনিংসই দীর্ঘস্থায়ী হয়নি ৷

আরও পড়ুন : Sourav Ganguly Rings Eden Bell : ইডেনে প্রথমবার বেল বাজিয়ে ম্য়াচের সূচনা করলেন মহারাজ

শেষদিকে দীপক চাহারের 8 বলে 21 রান ভারকে 184 রানে পৌঁছতে সাহায্য় করে ৷ 11 বলে 18 রান করে যান হর্ষল প্য়াটেল ৷ এখন দেখার বোর্ড প্রেসিডেন্টের শহরে ভারতীয় দলের শেষটা সুখের হয় কি না ৷ কিউয়ি শিবিরে বল হাতে সবচেয়ে সফল বাঁ-হাতি স্পিনার স্য়ান্টনার 4 ওভারে 27 রানে নেন 3 উইকেট ৷

Last Updated : Nov 21, 2021, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.