ETV Bharat / sports

ICC World Cup 2023: অধিনায়ক হিসেবে 100তম আন্তর্জাতিক ম্যাচ রোহিতের, 'হিটম্যান'কে নিয়ে বাড়ছে প্রত্যাশা - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

100th International Match for Captain Rohit Sharma: আজ লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত ৷ এটি অধিনায়ক হিসেবে রোহিত শর্মার 100তম আন্তর্জাতিক ম্যাচ ৷ ফলে এই বিশেষ মাইলফলক ছোঁয়ার দিনটিকে ব্যাট হাতেও বিশেষ করে তুলতে চান রোহিত ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 12:59 PM IST

লখনউ, 29 অক্টোবর: লখনউয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ভারত ৷ অধিনায়ক হিসেবে এদিন একটি বিশেষ মাইলফলক ছুঁয়ে ফেলবেন 'হিটম্যান' ৷ 100তম ম্যাচে ভারতের জার্সিতে নেতৃত্ব দিচ্ছেন রোহিত ৷ স্বভাবতই সেই দিনটিকে স্মরণীয় করে রাখাই লক্ষ্য রোহিতের ৷ তাঁর ব্যাট থেকে রান আসার পাশাপাশি ভারত এই ম্যাচ জিতলে ম্যাচটি প্রকৃত অর্থেই স্মরণীয় হয়ে থেকে যাবে ৷ উল্লেখ্য, 2020 সালের টি-20 বিশ্বকাপের পর বিরাট কোহলি ধীরে ধীরে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে আসেন ৷ সে সময় থেকেই রোহিত ভারতের পূর্ণসময়ের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আজ লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে যখন রোহিত টস করতে যাবেন, সেটি হবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে 100তম টস ৷ রোহিত এখনও পর্যন্ত যে 99টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে 39টি ওয়ান-ডে, 51টি টি-20 আন্তর্জাতিক এবং 9টি টেস্ট ম্যাচ রয়েছে ৷ 39 ওয়ান-ডে ম্যাচে রোহিত সাফল্যের হার 76.31 শতাংশ ৷ সেখানে টি-20তে 76.47 শতাংশ এবং টেস্ট ক্রিকেটে 71.42 শতাংশ ৷

রোহিতের এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি হাফ-সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি রয়েছে ৷ পাকিস্তানের বিরুদ্ধে 86 রান এবং আফগানিস্তানের বিরুদ্ধে 131 রানের ইনিংস খেলেছিলেন তিনি ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্যতে ফিরে যান তিনি ৷ এরপর বাংলাদেশের বিরুদ্ধে 48 রান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 46 রান করেছিলেন ৷

আরও পড়ুন: শীতের শুরুতে অজি-কিউয়িদের ‘ব্যাটিং-যুদ্ধ’ উত্তাপ বাড়াল ধরমশালার

এই 99টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে 73টি ম্যাচে জয় এসেছে ভারতের ৷ চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে উঠে এসেছে ভারত ৷ রোহিতের নেতৃত্বে 5 ম্যাচের পাঁচটিতে জিতেছে মেন ইন ব্লু ৷ আশা করা হচ্ছে, টুর্নামেন্টের নকআউট পর্বের দৌড় থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত দাপটের সঙ্গেই জিতবে ৷ রোহিত শর্মার এই মুহূর্তে ওয়ান-ডে ক্রিকেটে 31টি সেঞ্চুরি রয়েছে ৷ আর তাঁর এই বিশেষ দিনে শতরানের সংখ্যাটা 32 হবে- সেটাই আশা করছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা ৷ আর তাহলে পরপর 6 নম্বর ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে সবার উপরে উঠে যাবে ভারত ৷

লখনউ, 29 অক্টোবর: লখনউয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ভারত ৷ অধিনায়ক হিসেবে এদিন একটি বিশেষ মাইলফলক ছুঁয়ে ফেলবেন 'হিটম্যান' ৷ 100তম ম্যাচে ভারতের জার্সিতে নেতৃত্ব দিচ্ছেন রোহিত ৷ স্বভাবতই সেই দিনটিকে স্মরণীয় করে রাখাই লক্ষ্য রোহিতের ৷ তাঁর ব্যাট থেকে রান আসার পাশাপাশি ভারত এই ম্যাচ জিতলে ম্যাচটি প্রকৃত অর্থেই স্মরণীয় হয়ে থেকে যাবে ৷ উল্লেখ্য, 2020 সালের টি-20 বিশ্বকাপের পর বিরাট কোহলি ধীরে ধীরে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে আসেন ৷ সে সময় থেকেই রোহিত ভারতের পূর্ণসময়ের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আজ লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে যখন রোহিত টস করতে যাবেন, সেটি হবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে 100তম টস ৷ রোহিত এখনও পর্যন্ত যে 99টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে 39টি ওয়ান-ডে, 51টি টি-20 আন্তর্জাতিক এবং 9টি টেস্ট ম্যাচ রয়েছে ৷ 39 ওয়ান-ডে ম্যাচে রোহিত সাফল্যের হার 76.31 শতাংশ ৷ সেখানে টি-20তে 76.47 শতাংশ এবং টেস্ট ক্রিকেটে 71.42 শতাংশ ৷

রোহিতের এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি হাফ-সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি রয়েছে ৷ পাকিস্তানের বিরুদ্ধে 86 রান এবং আফগানিস্তানের বিরুদ্ধে 131 রানের ইনিংস খেলেছিলেন তিনি ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্যতে ফিরে যান তিনি ৷ এরপর বাংলাদেশের বিরুদ্ধে 48 রান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 46 রান করেছিলেন ৷

আরও পড়ুন: শীতের শুরুতে অজি-কিউয়িদের ‘ব্যাটিং-যুদ্ধ’ উত্তাপ বাড়াল ধরমশালার

এই 99টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে 73টি ম্যাচে জয় এসেছে ভারতের ৷ চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে উঠে এসেছে ভারত ৷ রোহিতের নেতৃত্বে 5 ম্যাচের পাঁচটিতে জিতেছে মেন ইন ব্লু ৷ আশা করা হচ্ছে, টুর্নামেন্টের নকআউট পর্বের দৌড় থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত দাপটের সঙ্গেই জিতবে ৷ রোহিত শর্মার এই মুহূর্তে ওয়ান-ডে ক্রিকেটে 31টি সেঞ্চুরি রয়েছে ৷ আর তাঁর এই বিশেষ দিনে শতরানের সংখ্যাটা 32 হবে- সেটাই আশা করছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা ৷ আর তাহলে পরপর 6 নম্বর ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে সবার উপরে উঠে যাবে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.