ETV Bharat / sports

Rohit Sharma: ওয়ান ডে ক্রিকেটে 10 হাজারের এলিট ক্লাবে রোহিত - রোহতি শর্মা

Rohit Sharma 2nd Fastest Batter to Reach 10 Thousand ODI Runs: দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে 10 হাজার রানের গণ্ডি পেরোলেন রোহিত শর্মা ৷ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি ৷

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 6:55 PM IST

কলম্বো, 12 সেপ্টেম্বর: ষষ্ঠ ভারতীয় হিসেবে ওয়ান ডে ক্রিকেটে 10 হাজার রানের মাইলফলক পার করলেন রোহতি শর্মা ৷ মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই কীর্তি গড়লেন তিনি ৷ প্রেমদাসার মন্থর পিচে 48 বলে 53 রানের ইনিংস খেলেন রোহিত ৷ তিনি ইনিংসে 7টি বাউন্ডারি এবং 2টি ওভার-বাইন্ডারি মারেন ৷ ভারত দ্বিতীয় ইনিংসে 47 ওভারে 9 উইকেট হারিয়ে 197 রান করেছে ৷

এ দিন শ্রীলঙ্কার কাসুন রাজিথাকে লং-অফের উপর দিয়ে একটি ছয় মেরে 10 হাজার রানের মাইলফলক পার করেন রোহিত ৷ ভারত অধিনায়ক দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ 241 ইনিংসে 10 হাজার রানের গণ্ডি পেরিয়েছেন রোহিত ৷ এই তালিকায় বিরাট কোহলি সবার আগে রয়েছেন ৷ বিরাট 205 ইনিংসে ওয়ান-ডে ক্রিকেটে 10 হাজার রানের গণ্ডি পেরিয়েছেন ৷

আরও পড়ুন: রোহিত-রাহুল-ঈশানদের লড়াই, কলম্বোর মন্থর পিচে শ্রীলঙ্কান স্পিনারদের দাপট

ওয়ান ডে ক্রিকেটে 10 হাজার বা তার বেশি রান করার নিরিখে ভারতীয়দের মধ্যে সবার আগে রয়েছেন গ্রেট লিটল মাস্টার সচিন তেন্ডুলকর ৷ তিনি 18 হাজার 426 রান করেছেন ৷ এর পরেই আছেন বিরাট কোহলি 13 হাজার 24 রান ৷ তিন নম্বরে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় 11 হাজার 363 রান ৷ আরেক প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড় 10 হাজার 889 রান এবং বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি 10 হাজার 773 রান ৷

আরও পড়ুন: ওয়ান-ডে'তে সাফল্যের সরণিতে প্রত্যাবর্তন, নেপথ্য কারণ জানালেন কুলদীপ

ভারতের বাইরে আন্তর্জাতিক স্তরে 10 হাজারের মাইলফলক ছুঁয়েছেন এমন ব্যাটাররা হলেন, সনৎ জয়সূর্য, কুমার সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, ইনজামামুল হক, জ্যাক কালিস, রিকি পন্টিং, ক্রিস গেইল এবং ব্রায়ান লারা ৷

কলম্বো, 12 সেপ্টেম্বর: ষষ্ঠ ভারতীয় হিসেবে ওয়ান ডে ক্রিকেটে 10 হাজার রানের মাইলফলক পার করলেন রোহতি শর্মা ৷ মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই কীর্তি গড়লেন তিনি ৷ প্রেমদাসার মন্থর পিচে 48 বলে 53 রানের ইনিংস খেলেন রোহিত ৷ তিনি ইনিংসে 7টি বাউন্ডারি এবং 2টি ওভার-বাইন্ডারি মারেন ৷ ভারত দ্বিতীয় ইনিংসে 47 ওভারে 9 উইকেট হারিয়ে 197 রান করেছে ৷

এ দিন শ্রীলঙ্কার কাসুন রাজিথাকে লং-অফের উপর দিয়ে একটি ছয় মেরে 10 হাজার রানের মাইলফলক পার করেন রোহিত ৷ ভারত অধিনায়ক দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ 241 ইনিংসে 10 হাজার রানের গণ্ডি পেরিয়েছেন রোহিত ৷ এই তালিকায় বিরাট কোহলি সবার আগে রয়েছেন ৷ বিরাট 205 ইনিংসে ওয়ান-ডে ক্রিকেটে 10 হাজার রানের গণ্ডি পেরিয়েছেন ৷

আরও পড়ুন: রোহিত-রাহুল-ঈশানদের লড়াই, কলম্বোর মন্থর পিচে শ্রীলঙ্কান স্পিনারদের দাপট

ওয়ান ডে ক্রিকেটে 10 হাজার বা তার বেশি রান করার নিরিখে ভারতীয়দের মধ্যে সবার আগে রয়েছেন গ্রেট লিটল মাস্টার সচিন তেন্ডুলকর ৷ তিনি 18 হাজার 426 রান করেছেন ৷ এর পরেই আছেন বিরাট কোহলি 13 হাজার 24 রান ৷ তিন নম্বরে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় 11 হাজার 363 রান ৷ আরেক প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড় 10 হাজার 889 রান এবং বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি 10 হাজার 773 রান ৷

আরও পড়ুন: ওয়ান-ডে'তে সাফল্যের সরণিতে প্রত্যাবর্তন, নেপথ্য কারণ জানালেন কুলদীপ

ভারতের বাইরে আন্তর্জাতিক স্তরে 10 হাজারের মাইলফলক ছুঁয়েছেন এমন ব্যাটাররা হলেন, সনৎ জয়সূর্য, কুমার সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, ইনজামামুল হক, জ্যাক কালিস, রিকি পন্টিং, ক্রিস গেইল এবং ব্রায়ান লারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.