ETV Bharat / sports

Sourav on ICC CWC 2023: বিশ্বকাপ জিততে রোহিত ও রাহুলে বিশ্বাস রাখছেন সৌরভ - Sourav Ganguly

রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার উপর বিশ্বাস রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর বিশ্বাস এই দু’জনের জুটি ভারতকে বিশ্বকাপ জেতাতে পারে ৷ একটি স্পোর্টস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

Sourav on ICC CWC 2023 ETV BHARAT
Sourav on ICC CWC 2023
author img

By

Published : Jul 8, 2023, 8:00 PM IST

নয়াদিল্লি, 8 জুলাই: রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় বিশ্বকাপ ফের দেশে ফিরিয়ে আনতে পারেন ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ একমাত্র তাঁরাই পারবেন ভারতকে ফের আইসিসি ট্রফি ফিরিয়ে আনতে পারেন বলে জানিয়েছেন তিনি ৷ সংবাদ সংস্থা এএনআই একটি স্পোর্টস পোর্টালে দেওয়া সাক্ষৎকারে একথা জানিয়েছেন সৌরভ ৷ তবে, ঘরের মাঠে খেলার চাপ অবশ্যই থাকবে বলে মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

সৌরভ ওই সাক্ষাৎকারে জানান, ক্রিকেট মাঠে চাপ সবসময় থাকবে ৷ এমনকি তাঁরা যখন আগে খেলতেন, তখনও কোটি কোটি সমর্থকের প্রত্যাশার চাপ থাকে ৷ তবে, রোহিত শর্মার মতো ক্রিকেটারের বিশ্বকাপের মঞ্চে বড় ইনিংস খেলার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সৌরভ ৷ তিনি বলেন, ‘‘শেষ ওডিআই বিশ্বকাপে রোহিত পাঁচটি সেঞ্চুরি করেছিলেন ৷ আমি নিশ্চিত সেই সময়ও ওর উপর অনেক চাপ ছিল ৷ কিন্তু, চাপ থাকাটা কোনও সমস্যাই নয় ৷ আমি নিশ্চিত তাঁরা এই চাপ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করে নেবে ৷’’

রোহিতের উপর যেমন অধিনায়ক হিসেবে চাপ থাকবে ৷ তেমনি কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের উপরেও চাপ থাকবে বলে মনে করেন সৌরভ ৷ তবে, রাহুল কীভাবে সেই চাপ থেকে নিজেকে বের করে আনবেন, সেটা তাঁকেই ঠিক করতে হবে বলে জানান সৌরভ ৷ তিনি বলেন, ‘‘রাহুল নিজে যখন ক্রিকেট খেলতেন, তখন তাঁর উপরে পারফর্ম্যান্সের চাপ থাকত ৷ আর আজ তিনি হেড কোচ ৷ এখানে তাঁর কাছে পারফর্ম্যান্স বের করে আনার চাপ থাকবে ৷ আর এই চাপ কখনও যাওয়ার নয় ৷ তবে, আমি মনে করি না পারফর্ম্যান্সের চাপ কোনও ইস্যু হতে পারে ৷’’

আরও পড়ুন: জন্মদিনে সৌরভের নেতৃত্বে 'মাস্টার ক্লাস'

আর রোহিত শর্মা ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখেন বলে বিশ্বাস করেন সৌরভ ৷ তাঁর কথায়, রোহিত যদি 5টি আইপিএল জিততে পারেন, তাহলে বিশ্বকাপও জেতা সম্ভব ৷ কারণ, আইপিএল জেতা কখনই সহজ নয় ৷ উল্লেখ্য, 2018 সালের রোহিতের নেতৃত্বে ভারত এশিয়া কাপও জিতেছিল ৷ অক্টোবরের 8 তারিখ চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৷

নয়াদিল্লি, 8 জুলাই: রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় বিশ্বকাপ ফের দেশে ফিরিয়ে আনতে পারেন ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ একমাত্র তাঁরাই পারবেন ভারতকে ফের আইসিসি ট্রফি ফিরিয়ে আনতে পারেন বলে জানিয়েছেন তিনি ৷ সংবাদ সংস্থা এএনআই একটি স্পোর্টস পোর্টালে দেওয়া সাক্ষৎকারে একথা জানিয়েছেন সৌরভ ৷ তবে, ঘরের মাঠে খেলার চাপ অবশ্যই থাকবে বলে মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

সৌরভ ওই সাক্ষাৎকারে জানান, ক্রিকেট মাঠে চাপ সবসময় থাকবে ৷ এমনকি তাঁরা যখন আগে খেলতেন, তখনও কোটি কোটি সমর্থকের প্রত্যাশার চাপ থাকে ৷ তবে, রোহিত শর্মার মতো ক্রিকেটারের বিশ্বকাপের মঞ্চে বড় ইনিংস খেলার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সৌরভ ৷ তিনি বলেন, ‘‘শেষ ওডিআই বিশ্বকাপে রোহিত পাঁচটি সেঞ্চুরি করেছিলেন ৷ আমি নিশ্চিত সেই সময়ও ওর উপর অনেক চাপ ছিল ৷ কিন্তু, চাপ থাকাটা কোনও সমস্যাই নয় ৷ আমি নিশ্চিত তাঁরা এই চাপ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করে নেবে ৷’’

রোহিতের উপর যেমন অধিনায়ক হিসেবে চাপ থাকবে ৷ তেমনি কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের উপরেও চাপ থাকবে বলে মনে করেন সৌরভ ৷ তবে, রাহুল কীভাবে সেই চাপ থেকে নিজেকে বের করে আনবেন, সেটা তাঁকেই ঠিক করতে হবে বলে জানান সৌরভ ৷ তিনি বলেন, ‘‘রাহুল নিজে যখন ক্রিকেট খেলতেন, তখন তাঁর উপরে পারফর্ম্যান্সের চাপ থাকত ৷ আর আজ তিনি হেড কোচ ৷ এখানে তাঁর কাছে পারফর্ম্যান্স বের করে আনার চাপ থাকবে ৷ আর এই চাপ কখনও যাওয়ার নয় ৷ তবে, আমি মনে করি না পারফর্ম্যান্সের চাপ কোনও ইস্যু হতে পারে ৷’’

আরও পড়ুন: জন্মদিনে সৌরভের নেতৃত্বে 'মাস্টার ক্লাস'

আর রোহিত শর্মা ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখেন বলে বিশ্বাস করেন সৌরভ ৷ তাঁর কথায়, রোহিত যদি 5টি আইপিএল জিততে পারেন, তাহলে বিশ্বকাপও জেতা সম্ভব ৷ কারণ, আইপিএল জেতা কখনই সহজ নয় ৷ উল্লেখ্য, 2018 সালের রোহিতের নেতৃত্বে ভারত এশিয়া কাপও জিতেছিল ৷ অক্টোবরের 8 তারিখ চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.