মুম্বই, 10 অগস্ট: ঘরের মাঠে বিশ্বকাপ শুরু হতে আর দু'মাসও বাকি নেই ৷ এমতাবস্থায় তাঁর দলে খামতির জায়গা খুঁজে বের করে উদ্বেগ প্রকাশ করলেন ভারত অধিনায়ক রোহিত গুরুনাথ শর্মা ৷ যুবরাজ সিং অবসর গ্রহণের পর থেকে দলের ব্যাটিং অর্ডারে চার নম্বরে থিতু হতে পারেননি কোনও ব্যাটার ৷ 2019 বিশ্বকাপের মত আসন্ন 2023 বিশ্বকাপেও তাই দলের মাথাব্যথার কারণ ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গাটা ৷ বৃহস্পতিবার এমনটাই জানালেন মুম্বইকর ৷
শ্রেয়স অধিনায়ক ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গাটা পাকাপাকি করতে চাইলেও বিশ্বকাপের দু'মাসেরও কম সময় আগে চিন্তা তাঁর চোট ৷ শীঘ্রই প্রত্যাবর্তন করবেন নাইট অধিনায়ক, তবে দীর্ঘ সময় ধরে চোটের কবলে থাকা দিল্লি ব্যাটার অক্টোবরে বিশ্বকাপের মতো মহামঞ্চে কতটা সফল হতে পারবেন, তা নিয়ে দুশ্চিন্তা রয়েই যাচ্ছে ৷ এমনকী তাঁর বিশ্বকাপের দলে থাকা নিয়েও রয়েছে অনিশ্চয়তা ৷ এদিন লা লিগার একটি ইভেন্টে এসে উদ্বিগ্ন ভারত অধিনায়ক বলেন, "আমাদের দলে চার নম্বর জায়গা নিয়ে সমস্যাটা দীর্ঘদিনের ৷ যুবির পর কেউই ওই পজিশনে থিতু হতে পারেনি ৷"
রোহিত আরও বলেন, "বেশ কিছু সময় ধরে চার নম্বরে ব্যাট করে শ্রেয়স নিজেকে প্রমাণ করেছে ৷ ওর পরিসংখ্যানও যথেষ্ট ঈর্ষনীয় ৷ কিন্তু চোটটা বিপদ ডেকে আনল ৷ লম্বা সময় ধরে ও মাঠের বাইরে ৷ সত্যি বলতে গত চার-পাঁচ বছর ধরে ঠিক এটাই হয়ে যাচ্ছে ৷ যখনই কেউ ওই পজিশনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে তখনই চোট পেয়ে বসছে ৷" শ্রেয়সের পাশাপাশি বিশ্বকাপে স্টাম্পার-ব্যাটারের জায়গা নিয়েও চিন্তা নেহাত কম নয় ৷ সে তালিকায় থাকা কান্নুর লোকেশ রাহুলও চোটের আওতায় ৷ তবে সেও রিহ্যাব সারিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ৷
আরও পড়ুন: বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করল আইসিসি, কবে ভারত-পাকিস্তান ম্যাচ দেখে নিন
ভারত অধিনায়ক তাই জানাচ্ছেন শ্রেয়স এবং রাহুলের জন্য দল অপেক্ষা করবে ৷ রোহিত বলেন, "দলে কেউই অটোমেটিক চয়েস নয় ৷ এমনকী আমিও না ৷ আমরা কাউকে বলতে পারি না তুমি সকলের ঊর্ধ্বে ৷" এমতাবস্থায় ক্যারিবিয়ান সফর এবং আসন্ন এশিয়া কাপ দলের জন্য সহায়ক হবে বলে মত 'হিটম্যান'-এর ৷ তাঁর কথায়, "আমরা বিশ্বকাপ জিততে মুখিয়ে রয়েছি ৷ কিন্তু তার আগে কতগুলো প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে ৷ সামনে এশিয়া কাপ, সেখানে চাপের মুখে কয়েকজনের ব্যাটিংয়ের দিকে আমাদের নজর থাকবে ৷"