ETV Bharat / sports

Road Safety World Series 2022: প্রোটিয়াদের বিরুদ্ধে 61 রানে জয় সচিনের ইন্ডিয়া লেজেন্ডসের - Jonty Rhodes

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের (Road Safety World Series 2022) প্রথম ম্যাচে বড় জয় ভারতীয় লেজেন্ডদের (India Legends) ৷ 61 রান দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস (South Africa Legends) দলকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ভারতীয় দল ৷

Road Safety World Series 2022 India Legends Win by 61 Runs Against South Africa Legends
Road Safety World Series 2022 India Legends Win by 61 Runs Against South Africa Legends
author img

By

Published : Sep 11, 2022, 10:54 AM IST

কানপুর, 11 সেপ্টেম্বর: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের (Road Safety World Series 2022) প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের (South Africa Legends) বিরুদ্ধে বড় জয় ইন্ডিয়া লেজেন্ডসের (India Legends) ৷ আর এই ম্যাচেই ফের একবার ব্যাট হাতে 22 গজে নামলেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর ৷ 61 রানে জন্টি রোডসের দক্ষিণ আফ্রিকাকে হারাল সচিন তেন্ডুলকরের ভারত (India Legends Win by 61 Runs) ৷ ম্যাচের সেরা হয়েছেন, স্টুয়ার্ট বিনি (42 বলে অপরাজিত 82 রান) ৷

এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়া লেজেন্ডসের অধিনায়ক সচিন তেন্ডুলকর ৷ যে সিদ্ধান্ত একশো শতাংশ কাজে লাগান ভারতীয় লেজেন্ডরা ৷ নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 217 রানের বিশাল রান করে ভারত ৷ জবাবে 9 উইকেট হারিয়ে মাত্র 156 রান করে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস ৷

এ দিন মাস্টার ব্লাস্টারের সঙ্গে ওপেন করতে নামেন নমন ওঝা ৷ দু’জনে মিলে প্রথম উইকেটে 46 রানের পার্টনারশিপ করেন ৷ পাওয়ার প্লে’র শেষ ওভারে আউট হওয়ার আগে সচিন 15 বলে 16 রান করেন ৷ যেখানে 2টি বাউন্ডারি মারেন সচিন ৷ তবে, 3 নম্বরে ব্যাট করতে নামা সুরেশ রায়না আক্রমণাত্মক ইনিংস খেলেন ৷ তিনি 22 বলে 33 রান করেছেন ৷ নমন ওঝা 18 বলে 22 রান করেন ৷ শনিবার রাতে কানপুরের গ্রিন পার্কে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকান লেজেন্ডদের নাজেহাল করে দেন স্টুয়ার্ট বিনি ৷ তিনি 42 বলে 82 রানের অপরাজিত ইনিংস খেলেন ৷ তবে, এ দিন তেমন প্রভাব ফেলতে পারেননি যুবরাজ সিং (6 রান) ৷ শেষে 15 বলে বিধ্বংসী 33 রানের ইনিংস খেলেন ইউসুফ পাঠান ৷

আরও পড়ুন: ‘আমার থেকেও বেশি স্কিলফুল’, বিরাটের আরও বড় ইনিংসের আশায় সৌরভ

বল হাতে শুরু থেকেই দাপট দেখান ভারতীয় লেজেন্ডরা ৷ বিশেষত, স্পিনাররা 6 উইকেট তোলেন ৷ রাহুল শর্মা 3 উইকেট নিয়েছেন ৷ 2 উইকেট নিয়েছেন প্রজ্ঞান ওঝা ও 1টি উইকেট নেন যুবরাজ সিং ৷ অন্যদিকে, মুনাফ প্যাটেল 2 উইকেট এবং ইরফান পাঠান 1 উইকেট নেন ৷ ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকানরা সেভাবে প্রভাব ফেলতে পারেননি ৷

তবে, দুই ওপেনার অ্যান্ড্রু পুট্টিক (23) এবং ভ্যান উইক (26) শুরুতে রান তোলার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, মাঝের ওভারে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যান দক্ষিণ আফ্রিকান লেজেন্ডরা ৷ তবে, 6 নম্বরে ব্যাট করতে নামা জন্টি রোডস এ দিন দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছেন দর্শকদের ৷ 27 বলে 38 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি ৷

কানপুর, 11 সেপ্টেম্বর: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের (Road Safety World Series 2022) প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের (South Africa Legends) বিরুদ্ধে বড় জয় ইন্ডিয়া লেজেন্ডসের (India Legends) ৷ আর এই ম্যাচেই ফের একবার ব্যাট হাতে 22 গজে নামলেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর ৷ 61 রানে জন্টি রোডসের দক্ষিণ আফ্রিকাকে হারাল সচিন তেন্ডুলকরের ভারত (India Legends Win by 61 Runs) ৷ ম্যাচের সেরা হয়েছেন, স্টুয়ার্ট বিনি (42 বলে অপরাজিত 82 রান) ৷

এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়া লেজেন্ডসের অধিনায়ক সচিন তেন্ডুলকর ৷ যে সিদ্ধান্ত একশো শতাংশ কাজে লাগান ভারতীয় লেজেন্ডরা ৷ নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 217 রানের বিশাল রান করে ভারত ৷ জবাবে 9 উইকেট হারিয়ে মাত্র 156 রান করে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস ৷

এ দিন মাস্টার ব্লাস্টারের সঙ্গে ওপেন করতে নামেন নমন ওঝা ৷ দু’জনে মিলে প্রথম উইকেটে 46 রানের পার্টনারশিপ করেন ৷ পাওয়ার প্লে’র শেষ ওভারে আউট হওয়ার আগে সচিন 15 বলে 16 রান করেন ৷ যেখানে 2টি বাউন্ডারি মারেন সচিন ৷ তবে, 3 নম্বরে ব্যাট করতে নামা সুরেশ রায়না আক্রমণাত্মক ইনিংস খেলেন ৷ তিনি 22 বলে 33 রান করেছেন ৷ নমন ওঝা 18 বলে 22 রান করেন ৷ শনিবার রাতে কানপুরের গ্রিন পার্কে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকান লেজেন্ডদের নাজেহাল করে দেন স্টুয়ার্ট বিনি ৷ তিনি 42 বলে 82 রানের অপরাজিত ইনিংস খেলেন ৷ তবে, এ দিন তেমন প্রভাব ফেলতে পারেননি যুবরাজ সিং (6 রান) ৷ শেষে 15 বলে বিধ্বংসী 33 রানের ইনিংস খেলেন ইউসুফ পাঠান ৷

আরও পড়ুন: ‘আমার থেকেও বেশি স্কিলফুল’, বিরাটের আরও বড় ইনিংসের আশায় সৌরভ

বল হাতে শুরু থেকেই দাপট দেখান ভারতীয় লেজেন্ডরা ৷ বিশেষত, স্পিনাররা 6 উইকেট তোলেন ৷ রাহুল শর্মা 3 উইকেট নিয়েছেন ৷ 2 উইকেট নিয়েছেন প্রজ্ঞান ওঝা ও 1টি উইকেট নেন যুবরাজ সিং ৷ অন্যদিকে, মুনাফ প্যাটেল 2 উইকেট এবং ইরফান পাঠান 1 উইকেট নেন ৷ ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকানরা সেভাবে প্রভাব ফেলতে পারেননি ৷

তবে, দুই ওপেনার অ্যান্ড্রু পুট্টিক (23) এবং ভ্যান উইক (26) শুরুতে রান তোলার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, মাঝের ওভারে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যান দক্ষিণ আফ্রিকান লেজেন্ডরা ৷ তবে, 6 নম্বরে ব্যাট করতে নামা জন্টি রোডস এ দিন দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছেন দর্শকদের ৷ 27 বলে 38 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.