কানপুর, 11 সেপ্টেম্বর: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের (Road Safety World Series 2022) প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের (South Africa Legends) বিরুদ্ধে বড় জয় ইন্ডিয়া লেজেন্ডসের (India Legends) ৷ আর এই ম্যাচেই ফের একবার ব্যাট হাতে 22 গজে নামলেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর ৷ 61 রানে জন্টি রোডসের দক্ষিণ আফ্রিকাকে হারাল সচিন তেন্ডুলকরের ভারত (India Legends Win by 61 Runs) ৷ ম্যাচের সেরা হয়েছেন, স্টুয়ার্ট বিনি (42 বলে অপরাজিত 82 রান) ৷
এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়া লেজেন্ডসের অধিনায়ক সচিন তেন্ডুলকর ৷ যে সিদ্ধান্ত একশো শতাংশ কাজে লাগান ভারতীয় লেজেন্ডরা ৷ নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 217 রানের বিশাল রান করে ভারত ৷ জবাবে 9 উইকেট হারিয়ে মাত্র 156 রান করে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস ৷
-
India Legends won the toss and elected to bat against South Africa Legends.
— CricTracker (@Cricketracker) September 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here are the playing XIs of both the teams.
#INDLvSAL #RoadSafetyWorldSeries #CricketTwitter pic.twitter.com/CJ7JlQgRv3
">India Legends won the toss and elected to bat against South Africa Legends.
— CricTracker (@Cricketracker) September 10, 2022
Here are the playing XIs of both the teams.
#INDLvSAL #RoadSafetyWorldSeries #CricketTwitter pic.twitter.com/CJ7JlQgRv3India Legends won the toss and elected to bat against South Africa Legends.
— CricTracker (@Cricketracker) September 10, 2022
Here are the playing XIs of both the teams.
#INDLvSAL #RoadSafetyWorldSeries #CricketTwitter pic.twitter.com/CJ7JlQgRv3
এ দিন মাস্টার ব্লাস্টারের সঙ্গে ওপেন করতে নামেন নমন ওঝা ৷ দু’জনে মিলে প্রথম উইকেটে 46 রানের পার্টনারশিপ করেন ৷ পাওয়ার প্লে’র শেষ ওভারে আউট হওয়ার আগে সচিন 15 বলে 16 রান করেন ৷ যেখানে 2টি বাউন্ডারি মারেন সচিন ৷ তবে, 3 নম্বরে ব্যাট করতে নামা সুরেশ রায়না আক্রমণাত্মক ইনিংস খেলেন ৷ তিনি 22 বলে 33 রান করেছেন ৷ নমন ওঝা 18 বলে 22 রান করেন ৷ শনিবার রাতে কানপুরের গ্রিন পার্কে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকান লেজেন্ডদের নাজেহাল করে দেন স্টুয়ার্ট বিনি ৷ তিনি 42 বলে 82 রানের অপরাজিত ইনিংস খেলেন ৷ তবে, এ দিন তেমন প্রভাব ফেলতে পারেননি যুবরাজ সিং (6 রান) ৷ শেষে 15 বলে বিধ্বংসী 33 রানের ইনিংস খেলেন ইউসুফ পাঠান ৷
-
Brilliant partnership comes to an end as local hero Suresh Raina departs for 33(22)! India Legends in a strong position at 116-3! #YehJunghaiLegendary #RoadSafetyWorldSeries #RSWS #INDLvSAL pic.twitter.com/3csxKcYiWe
— Road Safety World Series (@RSWorldSeries) September 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Brilliant partnership comes to an end as local hero Suresh Raina departs for 33(22)! India Legends in a strong position at 116-3! #YehJunghaiLegendary #RoadSafetyWorldSeries #RSWS #INDLvSAL pic.twitter.com/3csxKcYiWe
— Road Safety World Series (@RSWorldSeries) September 10, 2022Brilliant partnership comes to an end as local hero Suresh Raina departs for 33(22)! India Legends in a strong position at 116-3! #YehJunghaiLegendary #RoadSafetyWorldSeries #RSWS #INDLvSAL pic.twitter.com/3csxKcYiWe
— Road Safety World Series (@RSWorldSeries) September 10, 2022
আরও পড়ুন: ‘আমার থেকেও বেশি স্কিলফুল’, বিরাটের আরও বড় ইনিংসের আশায় সৌরভ
বল হাতে শুরু থেকেই দাপট দেখান ভারতীয় লেজেন্ডরা ৷ বিশেষত, স্পিনাররা 6 উইকেট তোলেন ৷ রাহুল শর্মা 3 উইকেট নিয়েছেন ৷ 2 উইকেট নিয়েছেন প্রজ্ঞান ওঝা ও 1টি উইকেট নেন যুবরাজ সিং ৷ অন্যদিকে, মুনাফ প্যাটেল 2 উইকেট এবং ইরফান পাঠান 1 উইকেট নেন ৷ ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকানরা সেভাবে প্রভাব ফেলতে পারেননি ৷
-
.@ImRahulSharma3 removes Morne van Wyk on 26(24).
— CricTracker (@Cricketracker) September 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
📸: Voot#RahulSharma #SachinTendulkar #SureshRaina #INDLvSAL #RoadSafetyWorldSeries #Cricket #CricTracker pic.twitter.com/rjVYBcj4gQ
">.@ImRahulSharma3 removes Morne van Wyk on 26(24).
— CricTracker (@Cricketracker) September 10, 2022
📸: Voot#RahulSharma #SachinTendulkar #SureshRaina #INDLvSAL #RoadSafetyWorldSeries #Cricket #CricTracker pic.twitter.com/rjVYBcj4gQ.@ImRahulSharma3 removes Morne van Wyk on 26(24).
— CricTracker (@Cricketracker) September 10, 2022
📸: Voot#RahulSharma #SachinTendulkar #SureshRaina #INDLvSAL #RoadSafetyWorldSeries #Cricket #CricTracker pic.twitter.com/rjVYBcj4gQ
তবে, দুই ওপেনার অ্যান্ড্রু পুট্টিক (23) এবং ভ্যান উইক (26) শুরুতে রান তোলার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, মাঝের ওভারে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যান দক্ষিণ আফ্রিকান লেজেন্ডরা ৷ তবে, 6 নম্বরে ব্যাট করতে নামা জন্টি রোডস এ দিন দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছেন দর্শকদের ৷ 27 বলে 38 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি ৷