ETV Bharat / sports

ICC World Cup 2023: অশ্বিন বনাম সুন্দর, অক্ষর ফিট না-হলে কার কপালে বিশ্বকাপের শিকে ছিঁড়বে ? - আইসিসি বিশ্বকাপ

Ravichandran Ashwin vs Washington Sundar: অক্ষর প্যাটেল রাজকোট ম্যাচের আগে ফিট না হলে, কার ভাগ্যে রয়েছে বিশ্বকাপের 15 জনের দলে প্রবেশ করার সুযোগ ? রবিচন্দ্রন অশ্বিন, না ওয়াশিংটন সুন্দর ? ভারতীয় ক্রিকেটের অলিন্দে এটাই বড় প্রশ্ন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 7:53 PM IST

Updated : Sep 20, 2023, 10:59 PM IST

মোহালি, 20 সেপ্টেম্বর: শেষ মুহূর্তে ভারতীয় দলের বিশ্বকাপ ট্রায়ালের জন্য ডাক পেলেন রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর ৷ কারণ, রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান-ডে ম্যাচের আগে অক্ষর প্যাটেল ফিট না-হলে, দুই অফস্পিনারের মধ্যে একজনকে 15 জনের দলে নেওয়া হবে ৷ সেখানে যার পারফরম্যান্স ভালো হবে, তিনি সুযোগ পাবেন ৷ হিসেব অন্তত সেটাই বলছে ৷

কিন্তু প্রশ্ন হল, দু’জনের যে কোনও একজন ভালো পারফর্ম করলেন এবং অক্ষরও সুস্থ হয়ে উঠলেন ৷ সেক্ষেত্রে কী হবে ? এ নিয়ে সংবাদসংস্থা পিটিআই, ভারতের প্রাক্তন নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ, প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং এবং নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন জাতীয় নির্বাচকের সঙ্গে কথা বলে ৷ সকলের মতেই অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সামনে কঠিন পরীক্ষা হতে চলেছে ৷

এ বিষয়ে এমসকে প্রসাদ বলেন, ‘‘আমি মনে করি অশ্বিন সামান্য হলেও এগিয়ে রয়েছে ৷ কারণ, তাঁর মাপের অফস্পিনার খুব সহজে ভারতীয় দলে সুযোগ পাবেন ৷ আর আমি এটা সবসময় বিশ্বাস করি যে, ও ভারতীয় দলের বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকার যোগ্য ৷’’ তবে, অক্ষর রাজকোট ম্যাচের আগে ফিট হলে তাঁকেই দলে নেওয়ার পক্ষপাতী প্রসাদ ৷ কারণ, অক্ষরই নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ছিল ৷

আরও পড়ুন: প্রীতমের সুরে কোমর দোলালেন রণবীর, মুক্তি পেল বিশ্বকাপের অ্যান্থম ‘দিল জশন বোলে’

তবে, আরও একটি দিক তুলে ধরেছেন প্রাক্তন জাতীয় নির্বাচক ৷ তাঁর কথায়, ‘‘ভারতীয় দল যদি ব্যাটিং ও বোলিংয়ে 50-50 পারফরম্যান্স চায়, তাহলে অশ্বিনের আগে ওয়াশিংটন সুন্দর সুযোগ পাবেন ৷’’ কারণ বাঁ-হাতি ব্যাটার হিসেবে অশ্বিনের থেকে ওয়াশিংটনকে এগিয়ে রাখছেন এমএসকে প্রসাদ ৷

আবার অন্যরকম ভাবনা প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের ৷ টার্বুনেটর মনে করেন, ‘‘ওয়াশিংটন সুন্দরকে এশিয়া কাপে শেষ মুহূর্তে ডেকে প্রথম একাদশে রাখা হয়েছিল ৷ সেক্ষেত্রে আমি ওয়াশির পক্ষেই যাব ৷ আর ও পাওয়ার প্লে-তে খুব ভালো বল করতে পারে ৷ একইসঙ্গে ও খুব ভালো ফিল্ডার এবং লোয়ার-অর্ডারে ভালো ব্যাটও করতে পারে ৷’’

আরও পড়ুন: ভারতের বিশ্বকাপের জার্সি উন্মোচন, টিম অ্যান্থম ‘তিন কা ড্রিম’

নামপ্রকাশে অনিচ্ছুক প্রাক্তন জাতীয় নির্বাচকের কথায়, অক্ষর প্যাটেল ফিট হলেও, জাতীয় দলে ফেরার যোগ্যতা তাঁর নেই ৷ কারণ, শ্রীলঙ্কার মাঠে টার্নিং ট্র্যাকে উইকেট নিতে ব্যর্থ তিনি ৷ তাঁর মতে, ‘‘অক্ষরের চোট বিশ্বকাপের আগে ভারতীয় দলের ক্ষেত্রে মন্দের ভালো বলে আমি মনে করি ৷ আর ডান-হাতি অফস্পিনার দলে রাখা আমি সবসময় সমর্থন করে এসেছি ৷’’

আরও পড়ুন: ফিট না-হলে অক্ষরের বদলি হতে পারেন অশ্বিন, বিশ্বকাপের আগে ‘হাসপাতাল’ বাকি দলগুলিও

শ্রীলঙ্কার পিচে দু’টো গুরুত্বপূর্ণ ইনিংস থাকা সত্ত্বেও অক্ষর প্যাটেলকে তাঁকে সমর্থন করছেন না প্রাক্তন ওই নির্বাচক ৷ তিনি বলেন, ‘‘ওই রকম টার্নিং উইকেটে চরিথ আসালঙ্কা উইকেট নিয়ে যাচ্ছেন ৷ আর তোমার অধিকাংশ বল টার্ন পর্যন্ত করছে না ৷ এটা সবচেয়ে বড় সমস্যা ৷’’ সেখানে রবীন্দ্র জাদেজা অনেক বেশি কার্যকর বলে মনে করেন তিনি ৷ কিন্তু, ভারতীয় দলে জাদেজা এবং অশ্বিন দুই ফিংগার স্পিনার খেলানো ঠিক হবে কি না, সেই কঠিন সিদ্ধান্তটাই অজিত আগরকর, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে নিতে হবে বলে জানাচ্ছেন এই বিশেষজ্ঞরা ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

মোহালি, 20 সেপ্টেম্বর: শেষ মুহূর্তে ভারতীয় দলের বিশ্বকাপ ট্রায়ালের জন্য ডাক পেলেন রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর ৷ কারণ, রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান-ডে ম্যাচের আগে অক্ষর প্যাটেল ফিট না-হলে, দুই অফস্পিনারের মধ্যে একজনকে 15 জনের দলে নেওয়া হবে ৷ সেখানে যার পারফরম্যান্স ভালো হবে, তিনি সুযোগ পাবেন ৷ হিসেব অন্তত সেটাই বলছে ৷

কিন্তু প্রশ্ন হল, দু’জনের যে কোনও একজন ভালো পারফর্ম করলেন এবং অক্ষরও সুস্থ হয়ে উঠলেন ৷ সেক্ষেত্রে কী হবে ? এ নিয়ে সংবাদসংস্থা পিটিআই, ভারতের প্রাক্তন নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ, প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং এবং নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন জাতীয় নির্বাচকের সঙ্গে কথা বলে ৷ সকলের মতেই অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সামনে কঠিন পরীক্ষা হতে চলেছে ৷

এ বিষয়ে এমসকে প্রসাদ বলেন, ‘‘আমি মনে করি অশ্বিন সামান্য হলেও এগিয়ে রয়েছে ৷ কারণ, তাঁর মাপের অফস্পিনার খুব সহজে ভারতীয় দলে সুযোগ পাবেন ৷ আর আমি এটা সবসময় বিশ্বাস করি যে, ও ভারতীয় দলের বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকার যোগ্য ৷’’ তবে, অক্ষর রাজকোট ম্যাচের আগে ফিট হলে তাঁকেই দলে নেওয়ার পক্ষপাতী প্রসাদ ৷ কারণ, অক্ষরই নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ছিল ৷

আরও পড়ুন: প্রীতমের সুরে কোমর দোলালেন রণবীর, মুক্তি পেল বিশ্বকাপের অ্যান্থম ‘দিল জশন বোলে’

তবে, আরও একটি দিক তুলে ধরেছেন প্রাক্তন জাতীয় নির্বাচক ৷ তাঁর কথায়, ‘‘ভারতীয় দল যদি ব্যাটিং ও বোলিংয়ে 50-50 পারফরম্যান্স চায়, তাহলে অশ্বিনের আগে ওয়াশিংটন সুন্দর সুযোগ পাবেন ৷’’ কারণ বাঁ-হাতি ব্যাটার হিসেবে অশ্বিনের থেকে ওয়াশিংটনকে এগিয়ে রাখছেন এমএসকে প্রসাদ ৷

আবার অন্যরকম ভাবনা প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের ৷ টার্বুনেটর মনে করেন, ‘‘ওয়াশিংটন সুন্দরকে এশিয়া কাপে শেষ মুহূর্তে ডেকে প্রথম একাদশে রাখা হয়েছিল ৷ সেক্ষেত্রে আমি ওয়াশির পক্ষেই যাব ৷ আর ও পাওয়ার প্লে-তে খুব ভালো বল করতে পারে ৷ একইসঙ্গে ও খুব ভালো ফিল্ডার এবং লোয়ার-অর্ডারে ভালো ব্যাটও করতে পারে ৷’’

আরও পড়ুন: ভারতের বিশ্বকাপের জার্সি উন্মোচন, টিম অ্যান্থম ‘তিন কা ড্রিম’

নামপ্রকাশে অনিচ্ছুক প্রাক্তন জাতীয় নির্বাচকের কথায়, অক্ষর প্যাটেল ফিট হলেও, জাতীয় দলে ফেরার যোগ্যতা তাঁর নেই ৷ কারণ, শ্রীলঙ্কার মাঠে টার্নিং ট্র্যাকে উইকেট নিতে ব্যর্থ তিনি ৷ তাঁর মতে, ‘‘অক্ষরের চোট বিশ্বকাপের আগে ভারতীয় দলের ক্ষেত্রে মন্দের ভালো বলে আমি মনে করি ৷ আর ডান-হাতি অফস্পিনার দলে রাখা আমি সবসময় সমর্থন করে এসেছি ৷’’

আরও পড়ুন: ফিট না-হলে অক্ষরের বদলি হতে পারেন অশ্বিন, বিশ্বকাপের আগে ‘হাসপাতাল’ বাকি দলগুলিও

শ্রীলঙ্কার পিচে দু’টো গুরুত্বপূর্ণ ইনিংস থাকা সত্ত্বেও অক্ষর প্যাটেলকে তাঁকে সমর্থন করছেন না প্রাক্তন ওই নির্বাচক ৷ তিনি বলেন, ‘‘ওই রকম টার্নিং উইকেটে চরিথ আসালঙ্কা উইকেট নিয়ে যাচ্ছেন ৷ আর তোমার অধিকাংশ বল টার্ন পর্যন্ত করছে না ৷ এটা সবচেয়ে বড় সমস্যা ৷’’ সেখানে রবীন্দ্র জাদেজা অনেক বেশি কার্যকর বলে মনে করেন তিনি ৷ কিন্তু, ভারতীয় দলে জাদেজা এবং অশ্বিন দুই ফিংগার স্পিনার খেলানো ঠিক হবে কি না, সেই কঠিন সিদ্ধান্তটাই অজিত আগরকর, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে নিতে হবে বলে জানাচ্ছেন এই বিশেষজ্ঞরা ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

Last Updated : Sep 20, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.