ETV Bharat / sports

রাহুল দ্রাবিড়ের কোচিং অভিজ্ঞতা অসাধারণ : পৃথ্বী শ

author img

By

Published : Jul 5, 2021, 3:32 PM IST

শ্রীলঙ্কা সফরে ভারতী দলের কোচের দায়িত্বে রয়েছেন রাহুল দ্রাবিড় ৷ আর তাঁর কোচিং পদ্ধতির প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ওপেনার পৃথ্বী শ ৷ এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের প্রশংসা করতে দেখা গেল তাঁকে ৷ যেখানে দ্রাবিড়ের কোচিংকে অসাধারণ বলে উল্লেখ করেছেন পৃথ্বী ৷

rahul-dravids-coaching-experience-just-amazing-prithvi-shaw
রাহুল দ্রাবিড়ের কোচিং সম্পর্কে অভিজ্ঞতা অসাধারণ : পৃথ্বী শ

নয়াদিল্লি, 5 জুলাই : রাহুল দ্রাবিড়ের কোচিং অভিজ্ঞতা অসাধারণ বলে মনে করেন ভারতীয় ওপেনার পৃথ্বী শ ৷ আর খেলার পরিস্থিতি সম্পর্কে তাঁর জ্ঞান সবকিছুর উর্ধ্বে বলে জানিয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা পৃথ্বী ৷ প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফরের রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচের দায়িত্বে রয়েছেন ৷ যেখানে তিনটি একদিনের আন্তর্জাতিক এবং 3টি টি-20 ম্য়াচ খেলবে ভারত ৷ আগামী 13 জুলাই থেকে সেই সিরিজ শুরু হতে চলেছে ৷ 21 জুলাই থেকে শুরু হবে টি-20 সিরিজ ৷

শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন পৃথ্বী শ ৷ এর আগে অনুর্ধ্ব উনিশ এবং পরবর্তী সময়ে ভারতীয় এ দলের হয়ে দ্রাবিড়ের কোচিংয়ে খেলেছেন পৃথ্বী ৷ সেই অভিজ্ঞতা নিয়ে এক সংবাদপত্রকে পৃথ্বী শ বলেছেন, ‘‘রাহুল স্যারের তত্ত্বাবধানে খেলার একটা আলাদাই মজা রয়েছে ৷ তিনি আমাদের অনুর্ধ্ব উনিশ দলের কোচ ছিলেন ৷ তিনি যেভাবে কথা বলেন, যেভাবে তিনি তাঁর কোচিংয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন, তা এক কথায় অসাধারণ ৷ তিনি যখনই খেলা নিয়ে কথা বলেন, তখন বোঝা যায় তিনি কতটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ৷ তিনি ক্রিকেট সম্পর্কে সব জানেন ৷ আর তিনি যখন ম্যাচের পরিবেশ এবং সেখানে মানিয়ে নেওয়া নিয়ে বলেন, সেটা এক কথায় সবকিছুর উর্ধ্বে ৷’’

পাশাপাশি রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ড্রেসিংরুমে শিষ্টাচার সবচেয়ে বড় বিষয় বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন পৃথ্বী শ ৷ তিনি বলেন, ‘‘যখন রাহুল স্যার থাকবেন, তখন আপনার থেকে ড্রেসিংরুমে শিষ্টাচার আশা করা হবে ৷ আমি রাহুল স্যারের সঙ্গে প্র্যাকটিস সেশনে যোগ দিতে মুখিয়ে রয়েছি ৷ কারণ তাঁর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে আমার ভাল লাগে ৷ এই সফরে আমি সেই সুযোগটাকে লুফে নিতে চাই ৷ আমি ভারতীয় দলে ফিরে যেতে মরিয়া হয়ে রয়েছি ৷ আমি সবসময় আমার থেকে দলকে আগে রাখি ৷ আর সেটা শুধু ভারত নয় ৷ রঞ্জি ট্রফি দল হোক বা ক্লাব ক্রিকেট সর্বত্র সমান ৷ আমি নিজের সেরাটা সবসময় দিতে চাই৷ ’’

আরও পড়ুন : হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ফিরলেন আজহার

প্রসঙ্গত, বর্তমানে একটা জল্পনা তৈরি হয়েছে যে, পৃথ্বী শ’কে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড পাঠানো হতে পারে ৷ যেখানে বিরাট কোহলির নেতৃত্বে ভারতের সিনিয়র দল টেস্ট সিরিজ খেলার জন্য তাঁবু খাটিয়েছে ৷ ভারতীয় ওপেনার শুভমান গিল চোট পাওয়ায়, তাঁর পরিবর্ত হিসেবে পৃথ্বীকে সেখানে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, ইংল্যান্ডে শুভমান গিলের পায়ের চোটের চিকিৎসা চলছে ৷

নয়াদিল্লি, 5 জুলাই : রাহুল দ্রাবিড়ের কোচিং অভিজ্ঞতা অসাধারণ বলে মনে করেন ভারতীয় ওপেনার পৃথ্বী শ ৷ আর খেলার পরিস্থিতি সম্পর্কে তাঁর জ্ঞান সবকিছুর উর্ধ্বে বলে জানিয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা পৃথ্বী ৷ প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফরের রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচের দায়িত্বে রয়েছেন ৷ যেখানে তিনটি একদিনের আন্তর্জাতিক এবং 3টি টি-20 ম্য়াচ খেলবে ভারত ৷ আগামী 13 জুলাই থেকে সেই সিরিজ শুরু হতে চলেছে ৷ 21 জুলাই থেকে শুরু হবে টি-20 সিরিজ ৷

শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন পৃথ্বী শ ৷ এর আগে অনুর্ধ্ব উনিশ এবং পরবর্তী সময়ে ভারতীয় এ দলের হয়ে দ্রাবিড়ের কোচিংয়ে খেলেছেন পৃথ্বী ৷ সেই অভিজ্ঞতা নিয়ে এক সংবাদপত্রকে পৃথ্বী শ বলেছেন, ‘‘রাহুল স্যারের তত্ত্বাবধানে খেলার একটা আলাদাই মজা রয়েছে ৷ তিনি আমাদের অনুর্ধ্ব উনিশ দলের কোচ ছিলেন ৷ তিনি যেভাবে কথা বলেন, যেভাবে তিনি তাঁর কোচিংয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন, তা এক কথায় অসাধারণ ৷ তিনি যখনই খেলা নিয়ে কথা বলেন, তখন বোঝা যায় তিনি কতটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ৷ তিনি ক্রিকেট সম্পর্কে সব জানেন ৷ আর তিনি যখন ম্যাচের পরিবেশ এবং সেখানে মানিয়ে নেওয়া নিয়ে বলেন, সেটা এক কথায় সবকিছুর উর্ধ্বে ৷’’

পাশাপাশি রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ড্রেসিংরুমে শিষ্টাচার সবচেয়ে বড় বিষয় বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন পৃথ্বী শ ৷ তিনি বলেন, ‘‘যখন রাহুল স্যার থাকবেন, তখন আপনার থেকে ড্রেসিংরুমে শিষ্টাচার আশা করা হবে ৷ আমি রাহুল স্যারের সঙ্গে প্র্যাকটিস সেশনে যোগ দিতে মুখিয়ে রয়েছি ৷ কারণ তাঁর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে আমার ভাল লাগে ৷ এই সফরে আমি সেই সুযোগটাকে লুফে নিতে চাই ৷ আমি ভারতীয় দলে ফিরে যেতে মরিয়া হয়ে রয়েছি ৷ আমি সবসময় আমার থেকে দলকে আগে রাখি ৷ আর সেটা শুধু ভারত নয় ৷ রঞ্জি ট্রফি দল হোক বা ক্লাব ক্রিকেট সর্বত্র সমান ৷ আমি নিজের সেরাটা সবসময় দিতে চাই৷ ’’

আরও পড়ুন : হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ফিরলেন আজহার

প্রসঙ্গত, বর্তমানে একটা জল্পনা তৈরি হয়েছে যে, পৃথ্বী শ’কে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড পাঠানো হতে পারে ৷ যেখানে বিরাট কোহলির নেতৃত্বে ভারতের সিনিয়র দল টেস্ট সিরিজ খেলার জন্য তাঁবু খাটিয়েছে ৷ ভারতীয় ওপেনার শুভমান গিল চোট পাওয়ায়, তাঁর পরিবর্ত হিসেবে পৃথ্বীকে সেখানে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, ইংল্যান্ডে শুভমান গিলের পায়ের চোটের চিকিৎসা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.