ETV Bharat / sports

Ravi Ashwins Record : গ্রিন পার্কে রেকর্ড, আক্রমকে টপকে গেলেন অশ্বিন - R Ashwin becomes Test cricket highest wicket taker in 2021

টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রহের নিরিখে কিংবদন্তি ওয়াসিম আক্রমকে (Wasim Akram) টপকে গেলেন অশ্বিন ৷ প্রাক্তন পাক পেসারের 414 টেস্ট উইকেটের নজির ভেঙে 415 উইকেটের মালিক হলেন অশ্বিন ৷ একই সঙ্গে চলতি বছের সর্বাধিক টেস্ট উইকেট ভারতীয় এই অফ-স্পিনারের ঝুলিতে (Test cricket highest wicket taker in 2021)৷

Ravi Ashwin creats record
চলতি ক্যালেন্ডার ইয়ারে টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন অশ্বিন
author img

By

Published : Nov 27, 2021, 7:30 PM IST

Updated : Nov 27, 2021, 8:52 PM IST

কানপুর, 27 নভেম্বর : অক্ষরের 5 উইকেট ঝুলিতে নেওয়ার দিনে শিখরে রবি অশ্বিন (Ravichandran Ashwin) ৷ লাল বলের ক্রিকেটে দক্ষিণী স্পিনারের স্বপ্নের দৌড় চলছেই ৷ পাক পেসার শাহিন আফ্রিদিকে ছাপিয়ে চলতি ক্যালেন্ডার বছরে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন তিনি (Ravi Ashwin becomes highest test wicket taker in 2021) ৷ 2021 সালে এখনও পর্যন্ত অশ্বিনের ঝুলিতে 41 উইকেট ৷

তৃতীয়দিন কানপুরের গ্রিন পার্কে কিউয়ি ওপেনার উইল ইয়ংকে ফেরাতেই শিখরে উত্তীর্ণ হন অশ্বিন ৷ ল্যাথাম-ইয়ং'য়ের 151 রানের ওপেনিং জুটি ভেঙে নজিরে নাম লেখান এই ফিঙ্গার স্পিনার ৷ পাশাপাশি টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রহের নিরিখে কিংবদন্তি ওয়াসিম আক্রমকে টপকে গেলেন অশ্বিন (Ravi Ashwin surpasses Wasim Akram career tally) ৷

প্রাক্তন পাক পেসারের 414 টেস্ট উইকেটের নজির ভেঙে 415 উইকেটের মালিক হলেন অশ্বিন ৷ তৃতীয় সেশনে কাইল জেমিসনের উইকেট নিয়ে আক্রমকে ছাপিয়ে যান তিনি ৷ তবে অশ্বিনকে ছাপিয়ে এদিন গ্রিন পার্কে নায়ক অক্ষর প্যাটেল ৷

আরও পড়ুন : IND vs NZ Kanpur Test : অক্ষরের ঘূর্ণিতে তিনশোর আগেই শেষ কিউয়িদের ইনিংস

বাঁ-হাতি স্পিনারের 5 উইকেটের ঘূর্ণিতে 296 রানে শেষ হল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৷ অশ্বিনের ঝুলিতে 3 উইকেট ৷ 49 রানে এগিয়ে থেকে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত 1 উইকেটে 14 ৷ এর রানে আউট শুভমন গিল ৷ আপাতত 63 রানে এগিয়ে রাহানের দল ৷

কানপুর, 27 নভেম্বর : অক্ষরের 5 উইকেট ঝুলিতে নেওয়ার দিনে শিখরে রবি অশ্বিন (Ravichandran Ashwin) ৷ লাল বলের ক্রিকেটে দক্ষিণী স্পিনারের স্বপ্নের দৌড় চলছেই ৷ পাক পেসার শাহিন আফ্রিদিকে ছাপিয়ে চলতি ক্যালেন্ডার বছরে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন তিনি (Ravi Ashwin becomes highest test wicket taker in 2021) ৷ 2021 সালে এখনও পর্যন্ত অশ্বিনের ঝুলিতে 41 উইকেট ৷

তৃতীয়দিন কানপুরের গ্রিন পার্কে কিউয়ি ওপেনার উইল ইয়ংকে ফেরাতেই শিখরে উত্তীর্ণ হন অশ্বিন ৷ ল্যাথাম-ইয়ং'য়ের 151 রানের ওপেনিং জুটি ভেঙে নজিরে নাম লেখান এই ফিঙ্গার স্পিনার ৷ পাশাপাশি টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রহের নিরিখে কিংবদন্তি ওয়াসিম আক্রমকে টপকে গেলেন অশ্বিন (Ravi Ashwin surpasses Wasim Akram career tally) ৷

প্রাক্তন পাক পেসারের 414 টেস্ট উইকেটের নজির ভেঙে 415 উইকেটের মালিক হলেন অশ্বিন ৷ তৃতীয় সেশনে কাইল জেমিসনের উইকেট নিয়ে আক্রমকে ছাপিয়ে যান তিনি ৷ তবে অশ্বিনকে ছাপিয়ে এদিন গ্রিন পার্কে নায়ক অক্ষর প্যাটেল ৷

আরও পড়ুন : IND vs NZ Kanpur Test : অক্ষরের ঘূর্ণিতে তিনশোর আগেই শেষ কিউয়িদের ইনিংস

বাঁ-হাতি স্পিনারের 5 উইকেটের ঘূর্ণিতে 296 রানে শেষ হল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৷ অশ্বিনের ঝুলিতে 3 উইকেট ৷ 49 রানে এগিয়ে থেকে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত 1 উইকেটে 14 ৷ এর রানে আউট শুভমন গিল ৷ আপাতত 63 রানে এগিয়ে রাহানের দল ৷

Last Updated : Nov 27, 2021, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.