লখনউ, 6 অক্টোবর: সকাল থেকেই আকাশের মুখ ভার, সেই সঙ্গে ঝেপে বৃষ্টি ৷ ফলে নির্ধারিত সময়ের প্রায় দু'ঘণ্টা পর শুরু হয় ম্যাচ ৷ ওভার সংখ্যা কমিয়ে 40 ওভারে নামিয়ে আনা হয় ৷ বৃ্ষ্টি এবং ভারতের পাঁচ বোলার, কোনওটাই প্রভাব ফেলতে পারল না-প্রোটিয়া শিবিরের ব্যাটিং লাইন-আপে ৷
তেম্বা বাভুমা, এইডেন মার্করাম ব্যর্থ হলেও কুইন্টন ডি'কক, অনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলার (Quinton Miller Klaasen score big), তিন ব্যাটারের কাঁধে ভর করে বড় রান তুলল দক্ষিণ আফ্রিকা ৷ নির্ধারিত 40 ওভারে জেতার জন্য ভারতকে 250 রানের লক্ষ্যমাত্রা দিল বাউচারের ছেলেরা (South Africa reach 249 runs against India) ৷
এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন শিখর ধাওয়ান ৷ অভিষেক ম্যাচ খেলতে নামেন রুতুরাজ গায়কোয়াড় এবং রবি বিষ্ণোই। দলে রয়েছেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন ৷ তিন পেসার শার্দূল ঠাকুর, আবেশ খান এবং মহম্মদ সিরাজকে নিয়ে খেলছে ভারত । বিষ্ণোই ছাড়াও রয়েছেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব । যদিও পাঁচ বোলার মিলেও মিলারদের বড় রান করা থেকে আটকাতে পারলেন না ৷
আরও পড়ুন: এবার টেনিস কোর্টে হাতযশ সচিন-মাহির
শুরুতেই মাত্র 22 রান করে ড্রেসিংরুমে ফেরেন জানেমন মালান ৷ 8 রান করে ক্রিজ ছাড়েন অধিনায়ক তেম্বা বাভুমা ৷ খাতাই খুলতে পারেননি এইডেন মার্করাম ৷ যদিও তিন ব্যাটারের ব্যর্থতা ঢেকে দিলেন অন্য তিন ব্যাটার ৷ কুইন্টন ডি'ককের 54 বলে 48 রানের সৌজন্যে শুরু থেকেই প্রোটিয়াদের স্কোরবোর্ড সচল ছিল ৷ পরে তার গতিবেগটাই বাড়িয়ে দেয় ক্লাসেন-মিলার জুটি ৷ অনরিখ ক্লাসেনের ব্যাট থেকে আসে 65 বলে 74 রান, ডেভিড মিলার খেলেন 63 বলে 75 রানের ইনিংস ৷
-
Heinrich Klaasen gets his first ODI half-century against India and the fourth of his career 👏#INDvSA #BePartOfIt pic.twitter.com/aIcDhSQChw
— Proteas Men (@ProteasMenCSA) October 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Heinrich Klaasen gets his first ODI half-century against India and the fourth of his career 👏#INDvSA #BePartOfIt pic.twitter.com/aIcDhSQChw
— Proteas Men (@ProteasMenCSA) October 6, 2022Heinrich Klaasen gets his first ODI half-century against India and the fourth of his career 👏#INDvSA #BePartOfIt pic.twitter.com/aIcDhSQChw
— Proteas Men (@ProteasMenCSA) October 6, 2022
অভিষেক ম্যাচ খেলতে নেমে ডি'কককে তুলে নিলেও দাগ কাটতে ব্যর্থ বিষ্ণোই ৷ নির্ধারিত 8 ওভার বল করে 69 রান খরচ করেন ভারতের উঠতি তারকা ৷ একমাত্র শার্দূল ঠাকুর এবং কুলদীপ যাদব খানিকটা কৃপণ বোলিং করলেও তা কোনও কাজে আসেনি ৷ মাত্র 35 রান খরচ করে বাভুমা, মালানের উইকেট তুলে নিয়েছেন 'লর্ড' শার্দূল ৷ দুরন্ত ঘূর্ণিতে মার্করামের উইকেট ছিটকে দেন কুলদীপ ৷ যদিও কোচ লক্ষণকে চাপে রাখবে দলের ফিল্ডিং ৷ আবেশ খানের এক ওভারে পড়ল দু'টি ক্যাচ ৷ ক্যাচ ছাড়েন সিরাজ এবং বিষ্ণোই ৷ ক্যাচ ফস্কেছেন শুভমন, রুতুরাজরাও ৷