আমেদাবাদ, 17 নভেম্বর: ভারত-অস্ট্রেলিয়ার রবিবাসরীয় এনকাউন্টারের জন্য এখন তৈরি অনুরাগীরা ৷ ঘরের মাঠে বিশ্বকাপ ৷ তাও আবার ফাইনালে মুখোমুখি রোহিত শর্মা-প্যাট কামিন্স ৷ কারা হাসবে শেষ হাসি? 2003 সালে অজেয় থেকে সফর শেষ করেছিল অস্ট্রেলিয়া ৷ ভারতও কি পারবে জয়যাত্রা ধরে রাখতে? উত্তর মিলবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ রবিবার এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে মাঠে হাজির হবেন প্রধানমন্ত্রী মোদিও ৷ তাঁর নামাঙ্কিত স্টেডিয়ামে যখন ক্রিকেট বিশ্বযুদ্ধের চূড়ান্ত পর্বে নামবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা গ্যালারি থেকে তাঁদের উৎসাহ যোগাবেন প্রধানমন্ত্রী ৷
-
As per Gujarat Chief Minister's Office: Prime Minister Narendra Modi and the Deputy Prime Minister of Australia Richard Marles will watch the ICC Cricket World Cup final match at Narendra Modi Cricket Stadium in Ahemdabad. Chief Minister took detailed information about the…
— ANI (@ANI) November 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">As per Gujarat Chief Minister's Office: Prime Minister Narendra Modi and the Deputy Prime Minister of Australia Richard Marles will watch the ICC Cricket World Cup final match at Narendra Modi Cricket Stadium in Ahemdabad. Chief Minister took detailed information about the…
— ANI (@ANI) November 17, 2023As per Gujarat Chief Minister's Office: Prime Minister Narendra Modi and the Deputy Prime Minister of Australia Richard Marles will watch the ICC Cricket World Cup final match at Narendra Modi Cricket Stadium in Ahemdabad. Chief Minister took detailed information about the…
— ANI (@ANI) November 17, 2023
ইতিমধ্যেই কলকাতায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ৷ তারাও যে সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় তা বলাই বাহুল্য ৷ 2003 সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেই ফাইনালের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ভারতের ৷ বিশেষজ্ঞদের মতে, আমেদাবাদে স্পিন সহায়ক উইকেট হলেও রোহিতরা ম্যাচে তেমন বদল করবেন না ৷
আরও পড়ুন: