কলকাতা, 29 জুন: মঙ্গলবার ঘোষণা করা হয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ক্রীড়াসূচি ৷ ইডেন গার্ডেন্সে এবার পাঁচটি ম্যাচ হতে চলেছে ৷ সেই পাঁচটি ম্যাচের মধ্যে একটি সেমি ফাইনাল ৷ তাই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের ব্যাপারে ইডেনে তৎপরতা তুঙ্গে ।
অ্যাপেক্স কমিটিতে টিকিটের দাম নির্ধারণ করা হবে । এবং তা সাধারণের সাধ্যের মধ্যে থাকবে বলে সিএবি প্রেসিডেন্ট ইতিমধ্যে জানিয়েছেন । সংস্কারের কাজ অগস্টের মধ্যে সেরে ফেলার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে । ইডেন যেহেতু সেনাবাহিনীর জমিতে, তাই কোনও নতুন কিছু করতে হলে অনুমতি দরকার । ইডেনের যে লিজ সেনাবাহিনীর কাছ থেকে নেওয়া ছিল, তা 2022 সালে শেষ হয়েছে । নতুন লিজের মেয়াদের কাগজপত্র আবেদন করা সত্ত্বেও এখনও আসেনি ।
ফলে নতুন কোনও কিছু গড়ার কাজ সম্ভব নয় । তাই বর্তমান কাঠামোর ওপর দাঁড়িয়ে সংস্কার শুরু হয়েছে । দর্শক স্বাচ্ছন্দের ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় । সিএবির এক কর্মকর্তা জানিয়েছেন, যে যে অংশে এসি রয়েছে, সেগুলিকেও বদলানোর পরিকল্পনা করা হয়েছে ৷
এ দিকে ভারত ও পাকিস্তান সেমি ফাইনালে মুখোমুখি হলে সেই ম্যাচটি ইডেনেই হবে ৷ না হলে অন্য দু’টি দল ইডেন গার্ডেন্সে নামবে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে ৷ তবে গ্রুপ লিগে ইডেনে দু’টি ম্যাচ রয়েছে পাকিস্তানের । তার মধ্যে একটি বাংলাদেশের বিরুদ্ধে ৷ আর দ্বিতীয়টি ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় বলেছেন, ‘‘পাকিস্তানের প্রথম পছন্দ ইডেন । তারপর বেঙ্গালুরু এবং চেন্নাই । তাই তাদের ইচ্ছের কথা গুরুত্ব দিয়ে প্রথম পছন্দের জায়গা কলকাতায় ম্যাচ দেওয়া হয়েছে ।’’
আরও পড়ুন: স্মরণীয় হোক ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপ, বোর্ডকে বার্তা প্রাক্তন সভাপতি সৌরভের
প্রসঙ্গত, এবার বিশ্বকাপ শুরু হচ্ছে 5 অক্টোবর ৷ ফাইনাল 19 নভেম্বর ৷ প্রথম ম্যাচ ও ফাইনাল, দু’টোই আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ 15 অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচও হবে ওই মাঠে ৷ ইডেনে ভারত একটি ম্যাচ খেলবে ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচটি হবে 5 নভেম্বর ৷