বার্মিংহ্যাম, 9 জুলাই: দু'দলের লড়াই ছাপিয়ে গ্যালারিতে দু'পক্ষের বাদানুবাদে উত্তপ্ত হয়েছিল এজবাস্টন টেস্ট । বেন স্টোকসদের বিরুদ্ধে বুমরাহদের পঞ্চম টেস্ট চলাকালীন এজবাস্টনের গ্যালারিতে বার্মি আর্মির বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগে সরব হয়েছিলেন ভারতীয় সমর্থকেরা । পুলিশে দায়ের হয়েছিল অভিযোগও । সেই অভিযোগেরই পরিপ্রেক্ষিতে বার্মিংহ্যাম পুলিশ গ্রেফতার করল এক ইংরেজ সমর্থককে । অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই খবর শেয়ার করে নেওয়া হয়েছে বার্মিংহ্য়াম পুলিশের পক্ষ থেকে । তদন্ত প্রক্রিয়া চলাকালীন এজবাস্টন স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে সাফল্য পেল বার্মিংহ্য়াম পুলিশ (Birmingham police arrest a fan after racism allegations at Edgbaston test)।
প্রসঙ্গত, পঞ্চম টেস্টের চতুর্থদিন ইংরেজ সমর্থকদর বিরুদ্ধে বর্ণবাদমূলক মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছিল ভারতীয় সমর্থকেরা । শুক্রবার এক অভিযুক্তকে গ্রেফতারির কথা জানিয়ে টুইটারে বার্মিংহ্যাম পুলিশ লিখেছে, "গত সোমবার এজবাস্টনের গ্যালারিতে বর্ণবাদমূলক মন্তব্য এবং অশালীন আচরণের রিপোর্ট পাওয়ার পর জনশৃঙ্খলাভঙ্গের দায়ে বার্মিংহ্য়াম পুলিশ 32 বছর বয়সি একজনকে গ্রেফতার করেছে । জিজ্ঞাসাবাদের জন্য তাকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে ।"
-
#ARREST | A 32-year-old man has been arrested for a racially aggravated public order offence after reports of racist, abusive behaviour at the test match in #Birmingham on Monday. He remains in custody for questioning. pic.twitter.com/ROp6PVUsUz
— Birmingham Police (@BrumPolice) July 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#ARREST | A 32-year-old man has been arrested for a racially aggravated public order offence after reports of racist, abusive behaviour at the test match in #Birmingham on Monday. He remains in custody for questioning. pic.twitter.com/ROp6PVUsUz
— Birmingham Police (@BrumPolice) July 8, 2022#ARREST | A 32-year-old man has been arrested for a racially aggravated public order offence after reports of racist, abusive behaviour at the test match in #Birmingham on Monday. He remains in custody for questioning. pic.twitter.com/ROp6PVUsUz
— Birmingham Police (@BrumPolice) July 8, 2022
আরও পড়ুন: এজবাস্টনে বর্ণবৈষম্যের শিকার ভারতীয় সমর্থকরা! বরদাস্ত করা হবে না, জানিয়ে দিল ইসিবি
বার্মিংহ্যাম পুলিশের মুখপাত্র গ্রেফতারি প্রসঙ্গে বলেন, "বার্মিংহ্যাম টেস্ট চলাকালীন বর্ণবৈষম্যের অভিযোগ পেতেই আমরা তদন্ত শুরু করি । এজবাস্টন স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই সংক্রান্ত ভিডিয়ো সংগ্রহের চেষ্টা চালাই । এমনকী ঘটনার সময় গ্যালারিতে উপস্থিত অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করে সত্য উদঘাটনের চেষ্টা করি । সোশাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়ায় অভিযুক্ত সম্পর্কে অবগত ছিলাম আমরা ।" উল্লেখ্য, 378 রান তাড়া করে এজবাস্টনে রুদ্ধশ্বাস জয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র রেখেছে ইংল্যান্ড ।