ETV Bharat / sports

Mahendra Singh Dhoni : মাহিকে ম্যাচ ছেড়ে দেওয়ার কাতর আর্জি পাক সমর্থকের - KL Rahul

এই প্রথম টি-20 বিশ্বকাপে ধোনি-ব্যতীত অন্য কোনও অধিনায়কের হাত ধরে নামছে টিম ইন্ডিয়া ৷ তবে অধিনায়ক না হয়েও মেন্টর হিসেবে দলের সঙ্গে জুড়ে রয়েছেন রাঁচির মেকন কলোনির বাসিন্দা ৷

Mahendra Singh Dhoni
মাহিকে ম্যাচ ছেড়ে দেওয়ার কাতর আর্জি পাক সমর্থকের
author img

By

Published : Oct 24, 2021, 4:48 PM IST

দুবাই, 24 অক্টোবর : ডাগ-আউটে একজন মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি ম্যাচের চালচিত্র যে অনেকাংশে বদলে দিতে পারে সে সম্পর্কে ওয়াকিবহাল বিশেষজ্ঞরা ৷ মেগা টুর্নামেন্ট শুরুর আগে প্রথম টি-20 বিশ্বজয়ী অধিনায়ককে যে বিসিসিআই এমনি-এমনি মেন্টর পদে বসায়নি, সেটা বুঝতে খুব বড় ক্রিকেটবোদ্ধা হওয়ার প্রয়োজন পড়ে না ৷ বছর চল্লিশের মাহি ভারতীয় ক্রিকেটে এখনও সমান প্রাসঙ্গিক, আসমুদ্র-হিমাচলের স্বপ্নের ফেরিওয়ালা ৷ তাই ভারত-পাক ম্যাচের আগে প্রাক্তন অধিনায়কের কাছে ভেসে এল পাকিস্তানের এক মহিলা সমর্থকের কাতর আর্জি ৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভারত-পাক ম্যাচের আগেরদিন অনুশীলন শেষে ভারতীয় দল সাজঘরে ফিরছে ৷ আর সে সময় গ্যালারি থেকে এক পাক মহিলা সমর্থকের কাতর আর্তনাদ, "মাহি এই ম্যাচটা ছেড়ে দাও, পরের ম্যাচ থেকে তুমি ফের দায়িত্ব সামলাও |"

আবদার ভেসে এল টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার কেএল রাহুলের জন্যেও ৷ দক্ষিণী ব্যাটারকেও পাকিস্তানের বিরুদ্ধে মাঠে না নামার আবেদন করলেন ওই তরুণী ৷ উল্লেখ্য, শনিবার সকালে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের পর দুপুরে একইসঙ্গে মেগা ম্যাচের চূড়ান্ত প্রস্তুতিতে নামেন বিরাটরা ৷ এই প্রথম টি-20 বিশ্বকাপে ধোনি-ব্যতীত অন্য কোনও অধিনায়কের হাত ধরে নামছে টিম ইন্ডিয়া ৷ তবে অধিনায়ক না হয়েও মেন্টর হিসেবে দলের সঙ্গে জুড়ে রয়েছেন রাঁচির মেকন কলোনির বাসিন্দা ৷

আরও পড়ুন : রেকর্ড অক্ষুণ্ণ রেখে পাক-বধের লক্ষ্যে টিম ইন্ডিয়া

হার্দিকের ব্যাটিং টেকনিকে যেটুকু খুঁত আছে তা যেন শনিবার বিকেলে শেষ প্রস্তুতিতে শুধরে দিলেন মাহি ৷ একইসঙ্গে পন্থকে নিয়ে চলল উইকেটকিপিংয়ের বিশেষ সেশন ৷ বিরাটের মন্দভাগ্যকে 'চ্যাম্পিয়নস লাকে' পরিবর্তন করার গুরুদায়িত্ব যে তাঁরই কাঁধে ৷

দুবাই, 24 অক্টোবর : ডাগ-আউটে একজন মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি ম্যাচের চালচিত্র যে অনেকাংশে বদলে দিতে পারে সে সম্পর্কে ওয়াকিবহাল বিশেষজ্ঞরা ৷ মেগা টুর্নামেন্ট শুরুর আগে প্রথম টি-20 বিশ্বজয়ী অধিনায়ককে যে বিসিসিআই এমনি-এমনি মেন্টর পদে বসায়নি, সেটা বুঝতে খুব বড় ক্রিকেটবোদ্ধা হওয়ার প্রয়োজন পড়ে না ৷ বছর চল্লিশের মাহি ভারতীয় ক্রিকেটে এখনও সমান প্রাসঙ্গিক, আসমুদ্র-হিমাচলের স্বপ্নের ফেরিওয়ালা ৷ তাই ভারত-পাক ম্যাচের আগে প্রাক্তন অধিনায়কের কাছে ভেসে এল পাকিস্তানের এক মহিলা সমর্থকের কাতর আর্জি ৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভারত-পাক ম্যাচের আগেরদিন অনুশীলন শেষে ভারতীয় দল সাজঘরে ফিরছে ৷ আর সে সময় গ্যালারি থেকে এক পাক মহিলা সমর্থকের কাতর আর্তনাদ, "মাহি এই ম্যাচটা ছেড়ে দাও, পরের ম্যাচ থেকে তুমি ফের দায়িত্ব সামলাও |"

আবদার ভেসে এল টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার কেএল রাহুলের জন্যেও ৷ দক্ষিণী ব্যাটারকেও পাকিস্তানের বিরুদ্ধে মাঠে না নামার আবেদন করলেন ওই তরুণী ৷ উল্লেখ্য, শনিবার সকালে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের পর দুপুরে একইসঙ্গে মেগা ম্যাচের চূড়ান্ত প্রস্তুতিতে নামেন বিরাটরা ৷ এই প্রথম টি-20 বিশ্বকাপে ধোনি-ব্যতীত অন্য কোনও অধিনায়কের হাত ধরে নামছে টিম ইন্ডিয়া ৷ তবে অধিনায়ক না হয়েও মেন্টর হিসেবে দলের সঙ্গে জুড়ে রয়েছেন রাঁচির মেকন কলোনির বাসিন্দা ৷

আরও পড়ুন : রেকর্ড অক্ষুণ্ণ রেখে পাক-বধের লক্ষ্যে টিম ইন্ডিয়া

হার্দিকের ব্যাটিং টেকনিকে যেটুকু খুঁত আছে তা যেন শনিবার বিকেলে শেষ প্রস্তুতিতে শুধরে দিলেন মাহি ৷ একইসঙ্গে পন্থকে নিয়ে চলল উইকেটকিপিংয়ের বিশেষ সেশন ৷ বিরাটের মন্দভাগ্যকে 'চ্যাম্পিয়নস লাকে' পরিবর্তন করার গুরুদায়িত্ব যে তাঁরই কাঁধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.