ETV Bharat / sports

ICC World Cup 2023: নিউজিল্যান্ড ম্যাচে স্লো-ওভার রেটের কারণে জরিমানা পাকিস্তান ক্রিকেটারদের - Pakistan vs New Zeland

Pakistan Players Fined in ICC Cricket World Cup: পাকিস্তান দলের ক্রিকেটারদের জরিমানা করল আইসিসি ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শনিবারের ম্যাচে স্লো-ওভার রেটের কারণে পাক ক্রিকেটারদের এই জরিমানা করা হয়েছে ৷

Image Courtesy: ICC X
Image Courtesy: ICC X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 8:02 PM IST

বেঙ্গালুরু, 5 নভেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে বিশ্বকাপের লিগ ম্যাচে স্লো-ওভার রেট পাকিস্তানের ৷ আর তার জেরে পাকিস্তান ক্রিকেটারদের ম্যাচ ফি-র 10 শতাংশ জরিমানা করা হল ৷ চিন্নাস্বামী স্টেডিয়ামে কিউয়িদের বিরুদ্ধে শনিবারের এই ম্যাচ ডার্কওয়ার্থ লুইস নিয়মে 21 রানে জিতেছে পাকিস্তান ৷ ফলে ফের একবার সেমিফাইনালের আশা জেগেছে বাবর আজমদের ৷ তবে, তাদের নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ৷

আইসিসি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসি কোড অফ কনডাক্টের 2.22 ধারা অনুযায়ী ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারার জন্য দায়ী ছিলেন ৷ পাকিস্তান ক্রিকেটারদের ওভার প্রতি 5 শতাংশ জরিমানা করা হয়েছে ৷ ফলে নির্ধারিত সময়ের থেকে 2 ওভার কম হওয়ায় প্রত্যেকের ম্যাচ ফি-র 10 শতাংশ কাটা গিয়েছে ৷ গতকালের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের জয়ের পিছনে ওপেনার ফকর জমানের 127 রানের অপরাজিত ইনিংস সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে ৷

তবে, এই ম্যাচে নিউজিল্যান্ডে প্রথমে ব্যাট করে 401 রানের বিশাল স্কোর তুলেছিল ৷ কেন উইলিয়ামসন 4 ম্যাচ বাইরে থাকার পর কামব্যাকই 95 রান করেন ৷ তরুণ রাচিন রবীন্দ্র 108 করেন ৷ এটি তাঁর এই বিশ্বকাপের তৃতীয় সেঞ্চুরি ছিল ৷ 402 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ফকর জমান ৷ শুরুতে এক উইকেট পড়লেও, অধিনায়ক বাবর আজাম একদিক থেকে উইকেট সামলে রাখেন ৷ বৃষ্টিতে 25.1 ওভার খেলা হয় ৷ পাকিস্তান 1 উইকেট হারিয়ে 200 রান তোলে ৷ ডার্কওয়ার্থ লুইস নিয়মে 21 রানে এগিয়ে থাকার সুবাদে জয়ী হয় পাকিস্তান ৷

আরও পড়ুন: শর্ট বল খেলতে শ্রেয়সের সমস্যা হয়, এটা সম্পূর্ণ মিথ্যে ধারণা; দাবি বাবার

পাকিস্তানের পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ সেই ম্যাচে জিতলেও, বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা ৷ নেট রানরেটে নিউজিল্যান্ড পাকিস্তানের থেকে এগিয়ে থাকায় কিউয়িদের সুযোগ বেশি সেমিফাইনালে যাওয়ার ৷

বেঙ্গালুরু, 5 নভেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে বিশ্বকাপের লিগ ম্যাচে স্লো-ওভার রেট পাকিস্তানের ৷ আর তার জেরে পাকিস্তান ক্রিকেটারদের ম্যাচ ফি-র 10 শতাংশ জরিমানা করা হল ৷ চিন্নাস্বামী স্টেডিয়ামে কিউয়িদের বিরুদ্ধে শনিবারের এই ম্যাচ ডার্কওয়ার্থ লুইস নিয়মে 21 রানে জিতেছে পাকিস্তান ৷ ফলে ফের একবার সেমিফাইনালের আশা জেগেছে বাবর আজমদের ৷ তবে, তাদের নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ৷

আইসিসি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসি কোড অফ কনডাক্টের 2.22 ধারা অনুযায়ী ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারার জন্য দায়ী ছিলেন ৷ পাকিস্তান ক্রিকেটারদের ওভার প্রতি 5 শতাংশ জরিমানা করা হয়েছে ৷ ফলে নির্ধারিত সময়ের থেকে 2 ওভার কম হওয়ায় প্রত্যেকের ম্যাচ ফি-র 10 শতাংশ কাটা গিয়েছে ৷ গতকালের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের জয়ের পিছনে ওপেনার ফকর জমানের 127 রানের অপরাজিত ইনিংস সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে ৷

তবে, এই ম্যাচে নিউজিল্যান্ডে প্রথমে ব্যাট করে 401 রানের বিশাল স্কোর তুলেছিল ৷ কেন উইলিয়ামসন 4 ম্যাচ বাইরে থাকার পর কামব্যাকই 95 রান করেন ৷ তরুণ রাচিন রবীন্দ্র 108 করেন ৷ এটি তাঁর এই বিশ্বকাপের তৃতীয় সেঞ্চুরি ছিল ৷ 402 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ফকর জমান ৷ শুরুতে এক উইকেট পড়লেও, অধিনায়ক বাবর আজাম একদিক থেকে উইকেট সামলে রাখেন ৷ বৃষ্টিতে 25.1 ওভার খেলা হয় ৷ পাকিস্তান 1 উইকেট হারিয়ে 200 রান তোলে ৷ ডার্কওয়ার্থ লুইস নিয়মে 21 রানে এগিয়ে থাকার সুবাদে জয়ী হয় পাকিস্তান ৷

আরও পড়ুন: শর্ট বল খেলতে শ্রেয়সের সমস্যা হয়, এটা সম্পূর্ণ মিথ্যে ধারণা; দাবি বাবার

পাকিস্তানের পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ সেই ম্যাচে জিতলেও, বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা ৷ নেট রানরেটে নিউজিল্যান্ড পাকিস্তানের থেকে এগিয়ে থাকায় কিউয়িদের সুযোগ বেশি সেমিফাইনালে যাওয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.