ETV Bharat / sports

Asia Cup 2022: পাকিস্তানের কাছে আফগানদের হারে রোহিতদের ফাইনালের স্বপ্ন শেষ - Afghanistan register 130 runs target for Pakistan

পাক-আফগান ম্যাচের আগে খাতায়-কলমে এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে যাওয়ার যে ক্ষীণ আশাটুকু বেঁচে ছিল ভারতের ৷ বুধবার পাকিস্তানের কাছে আফগানিস্তানের হারে রোহিতদের সেই আশা শেষ হয়ে যায় ৷

Asia Cup 2022
পাকিস্তানের বিরুদ্ধে 129-এই শেষ আফগানরা
author img

By

Published : Sep 7, 2022, 9:47 PM IST

Updated : Sep 7, 2022, 11:08 PM IST

শারজা, 7 সেপ্টেম্বর: পাকিস্তানের পর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও হার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৷ এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে যায় রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোম্পানির ৷ তবে খাতায়-কলমে যে ক্ষীণ আশাটুকু বেঁচে ছিল, তাও শেষ হয়ে পাকিস্তানের কাছে আফগানিস্তানের হারের ফলে ৷ কিন্তু শারজায় টস হেরে প্রথমে ব্যাট করে আফগানিস্তান স্কোরবোর্ডে যে রান তুলেছে, তা মোটেই আশ্বস্ত করতে পারবে না ভারতীয় ক্রিকেট অনুরাগীদের ৷

মহম্মদ নবিদের বিরুদ্ধে পাকিস্তানের হার মানে এশিয়া কাপের ফাইনালের আশা টিম টিম করে জ্বলত রোহিতদের ৷ তবে পাকিস্তানের ব্যাটাররা যে ছন্দে বিরাজ করছেন, তাতে ম্যাচ জিততে প্রথমে ব্যাট করে বড় রান তোলা ছাড়া জয় কার্যত অসম্ভব ৷ এমতাবস্থায় নাসিম শাহ, হ্যারিস রাউফদের মার্জিত বোলিংয়ের সামনে এদিন মাত্র 129 রানেই থেমে গেল আফগানদের ইনিংস (Afghanistan register 130 runs target for Pakistan) ৷ শেষ ওভারে ডাবল ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে নেয় পাকিস্তান ৷ সেই সঙ্গে এশিয়া কাপে ভারতের ফাইনালের ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়৷

সর্বাধিক 37 বলে 35 রান করেন ইব্রাহিম জাদরান ৷ কিন্তু নিয়ন্ত্রিত পাক বোলারদের বিরুদ্ধে নিয়মিত ব্যবধানে উইকেট হারানো আফগানিস্তানকে কখনওই ভয়ঙ্কর মনে হয়নি ৷ তাই পুরো ওভার খেলেও 130 পেরোতে ব্যর্থ তারা ৷ পাকিস্তানের হয়ে জোড়া উইকেট হ্যারিস রাউফের (Haris Rauf takes two wickets) ৷ একটি করে উইকেট নাসিম শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ এবং শাদাব খানের ঝুলিতে ৷

আরও পড়ুন: ব্যাটারদের সমালোচনায় রোহিত, শাস্ত্রীর নিশানায় নির্বাচকরা

অর্থাৎ, ভারতের পর আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছতে 130 রান প্রয়োজন পাকিস্তানের ৷ অন্যদিকে, টি-20 বিশ্বকাপের আগে আঁধারে ভারতীয় শিবির ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং একইসঙ্গে হট ফেভারিট হয়ে শুরু করেও রোহিতদের অকাল বিদায়ে হতাশ ক্রিকেট অনুরাগীরা ৷ পাকিস্তান জিতলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলেও বৃহস্পতিবার সুপার ফোরের শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া ৷

শারজা, 7 সেপ্টেম্বর: পাকিস্তানের পর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও হার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৷ এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে যায় রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোম্পানির ৷ তবে খাতায়-কলমে যে ক্ষীণ আশাটুকু বেঁচে ছিল, তাও শেষ হয়ে পাকিস্তানের কাছে আফগানিস্তানের হারের ফলে ৷ কিন্তু শারজায় টস হেরে প্রথমে ব্যাট করে আফগানিস্তান স্কোরবোর্ডে যে রান তুলেছে, তা মোটেই আশ্বস্ত করতে পারবে না ভারতীয় ক্রিকেট অনুরাগীদের ৷

মহম্মদ নবিদের বিরুদ্ধে পাকিস্তানের হার মানে এশিয়া কাপের ফাইনালের আশা টিম টিম করে জ্বলত রোহিতদের ৷ তবে পাকিস্তানের ব্যাটাররা যে ছন্দে বিরাজ করছেন, তাতে ম্যাচ জিততে প্রথমে ব্যাট করে বড় রান তোলা ছাড়া জয় কার্যত অসম্ভব ৷ এমতাবস্থায় নাসিম শাহ, হ্যারিস রাউফদের মার্জিত বোলিংয়ের সামনে এদিন মাত্র 129 রানেই থেমে গেল আফগানদের ইনিংস (Afghanistan register 130 runs target for Pakistan) ৷ শেষ ওভারে ডাবল ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে নেয় পাকিস্তান ৷ সেই সঙ্গে এশিয়া কাপে ভারতের ফাইনালের ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়৷

সর্বাধিক 37 বলে 35 রান করেন ইব্রাহিম জাদরান ৷ কিন্তু নিয়ন্ত্রিত পাক বোলারদের বিরুদ্ধে নিয়মিত ব্যবধানে উইকেট হারানো আফগানিস্তানকে কখনওই ভয়ঙ্কর মনে হয়নি ৷ তাই পুরো ওভার খেলেও 130 পেরোতে ব্যর্থ তারা ৷ পাকিস্তানের হয়ে জোড়া উইকেট হ্যারিস রাউফের (Haris Rauf takes two wickets) ৷ একটি করে উইকেট নাসিম শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ এবং শাদাব খানের ঝুলিতে ৷

আরও পড়ুন: ব্যাটারদের সমালোচনায় রোহিত, শাস্ত্রীর নিশানায় নির্বাচকরা

অর্থাৎ, ভারতের পর আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছতে 130 রান প্রয়োজন পাকিস্তানের ৷ অন্যদিকে, টি-20 বিশ্বকাপের আগে আঁধারে ভারতীয় শিবির ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং একইসঙ্গে হট ফেভারিট হয়ে শুরু করেও রোহিতদের অকাল বিদায়ে হতাশ ক্রিকেট অনুরাগীরা ৷ পাকিস্তান জিতলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলেও বৃহস্পতিবার সুপার ফোরের শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া ৷

Last Updated : Sep 7, 2022, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.