ETV Bharat / sports

Asia Cup 2022 ভারত পাক মহারণে নেই আফ্রিদি, স্নায়ুযুদ্ধে অহেতুক চাপ নিতে নারাজ রোহিত

আগামী 27 অগস্ট থেকে শুরু হতে চলা এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ প্রতিযোগিতার দ্বিতীয়দিন পাকিস্তানের সঙ্গে ৷ হাইভোল্টেজ সেই ম্যাচের আগে শিবিরে অহেতুক চাপ ডেকে আনতে নারাজ ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ একইসঙ্গে বাতলে দিলেন টুর্নামেন্ট জয়ের মন্ত্রও (Rohit Sharma detailed captaincy mantra before Asia Cup) ৷

Etv Bharat
ভারত পাক মহারণে নেই আফ্রিদি
author img

By

Published : Aug 20, 2022, 5:13 PM IST

Updated : Aug 20, 2022, 5:55 PM IST

নয়াদিল্লি, 20 অগস্ট: শিখর ধাওয়ানের নেতৃত্বে একটা দল যখন জিম্বাবোয়ের মাটিতে ওয়ান-ডে সিরিজ খেলছে, ঠিক সে সময় সিনিয়র দল সংকল্প নিচ্ছে এশিয়া সেরার খেতাব ধরে রাখার ৷ আগামী 27 অগস্ট থেকে শুরু হতে চলা এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতের প্রথম ম্যাচ প্রতিযোগিতার দ্বিতীয়দিন পাকিস্তানের সঙ্গে ৷ হাইভোল্টেজ সেই ম্যাচের আগে শিবিরে অহেতুক চাপ ডেকে আনতে নারাজ ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৷ সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন মুম্বইকর ক্রিকেটার ৷ একইসঙ্গে বাতলে দিলেন টুর্নামেন্ট জয়ের মন্ত্রও (Rohit Sharma detailed captaincy mantra before Asia Cup) ৷

টি-20 ক্রিকেটে এ যাবৎ সাফল্যের সঙ্গেই অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেনে রোহিত ৷ 35 ম্যাচের মধ্যে 29টিতে জয়ের স্বাদ পাওয়া মুম্বই ব্যাটার টুর্নামেন্ট শুরুর আগে বলেন, "অধিনায়ক হিসেবে আমি দলে এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে কোনও ম্যাচের আগে কেউ চাপ অনুভব না-করে ৷ এমন ম্যাচের আগে শিবিরে অহেতুক চাপ ডেকে আনতে চাই না ৷ কারণ তুমি মাঠে নামলে তোমার উপর চাপ থাকবেই ৷ তা সে বল হাতেই হোক বা ব্যাট হাতে ৷ কোচ-অধিনায়কের কিছু করার নেই এ বিষয়ে ৷ চাপ সামলাতে হবে নিজেকেই ৷"

এদিকে টুর্নামেন্ট শুরুর আগে খারাপ খবর পাক শিবিরে ৷ লিগামেন্ট ছিঁড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি (Shahin Shah Afridi ruled out from Asia Cup) ৷ যা একপ্রকার আশীর্বাদ হয়ে এল ভারতীয় দলের কাছে ৷ কারণ গতবছর টি-20 বিশ্বকাপে শাহিন আফ্রিদির কাছে ভারতীয় টপ-অর্ডারের করুণ আত্মসমর্পণ এখনও টাটকা অনুরাগীদের কাছে ৷ গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন হাঁটুতে চোট পাওয়া আফ্রিদিকে চার থেকে ছ'সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন: লর্ডসে থামছে চাকদা এক্সপ্রেস, অবসরের পথে ঝুলন গোস্বামী

এশিয়া কাপ পরবর্তী ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সাত ম্যাচের টি-20 সিরিজেও অংশগ্রহণ করতে পারবেন না বিধ্বংসী পাক পেসার ৷ তবে আসন্ন টি-20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-20 সিরিজে প্রত্যাবর্তন করবেন আফ্রিদি, আশা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ৷

নয়াদিল্লি, 20 অগস্ট: শিখর ধাওয়ানের নেতৃত্বে একটা দল যখন জিম্বাবোয়ের মাটিতে ওয়ান-ডে সিরিজ খেলছে, ঠিক সে সময় সিনিয়র দল সংকল্প নিচ্ছে এশিয়া সেরার খেতাব ধরে রাখার ৷ আগামী 27 অগস্ট থেকে শুরু হতে চলা এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতের প্রথম ম্যাচ প্রতিযোগিতার দ্বিতীয়দিন পাকিস্তানের সঙ্গে ৷ হাইভোল্টেজ সেই ম্যাচের আগে শিবিরে অহেতুক চাপ ডেকে আনতে নারাজ ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৷ সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন মুম্বইকর ক্রিকেটার ৷ একইসঙ্গে বাতলে দিলেন টুর্নামেন্ট জয়ের মন্ত্রও (Rohit Sharma detailed captaincy mantra before Asia Cup) ৷

টি-20 ক্রিকেটে এ যাবৎ সাফল্যের সঙ্গেই অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেনে রোহিত ৷ 35 ম্যাচের মধ্যে 29টিতে জয়ের স্বাদ পাওয়া মুম্বই ব্যাটার টুর্নামেন্ট শুরুর আগে বলেন, "অধিনায়ক হিসেবে আমি দলে এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে কোনও ম্যাচের আগে কেউ চাপ অনুভব না-করে ৷ এমন ম্যাচের আগে শিবিরে অহেতুক চাপ ডেকে আনতে চাই না ৷ কারণ তুমি মাঠে নামলে তোমার উপর চাপ থাকবেই ৷ তা সে বল হাতেই হোক বা ব্যাট হাতে ৷ কোচ-অধিনায়কের কিছু করার নেই এ বিষয়ে ৷ চাপ সামলাতে হবে নিজেকেই ৷"

এদিকে টুর্নামেন্ট শুরুর আগে খারাপ খবর পাক শিবিরে ৷ লিগামেন্ট ছিঁড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি (Shahin Shah Afridi ruled out from Asia Cup) ৷ যা একপ্রকার আশীর্বাদ হয়ে এল ভারতীয় দলের কাছে ৷ কারণ গতবছর টি-20 বিশ্বকাপে শাহিন আফ্রিদির কাছে ভারতীয় টপ-অর্ডারের করুণ আত্মসমর্পণ এখনও টাটকা অনুরাগীদের কাছে ৷ গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন হাঁটুতে চোট পাওয়া আফ্রিদিকে চার থেকে ছ'সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন: লর্ডসে থামছে চাকদা এক্সপ্রেস, অবসরের পথে ঝুলন গোস্বামী

এশিয়া কাপ পরবর্তী ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সাত ম্যাচের টি-20 সিরিজেও অংশগ্রহণ করতে পারবেন না বিধ্বংসী পাক পেসার ৷ তবে আসন্ন টি-20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-20 সিরিজে প্রত্যাবর্তন করবেন আফ্রিদি, আশা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ৷

Last Updated : Aug 20, 2022, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.