ETV Bharat / sports

Visa Trouble for Pakistan: ভিসা সমস্যায় পাকিস্তান, সঠিক সময়ে বাবরদের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে প্রশ্নচিহ্ন

ICC Cricket World Cup 2023: আগামী 27 সেপ্টেম্বর দুবাই হয়ে হায়দরাবাদ পৌঁছনোর কথা বাবর আজম অ্যান্ড কোম্পানির ৷ অথচ 96 ঘণ্টা আগে ভিসা হাতে না-পাওয়ায় নির্দিষ্ট সময়ে পাকিস্তানের এদেশে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে প্রশ্নচিহ্ন দানা বেঁধেছে ৷ কেবল ক্রিকেটাররাই নন, ভিসা না-পাওয়ার দলে রয়েছেন দলের অন্যান্য আধিকারিকেরাও ৷

Etv Bharat
ভিসা সমস্যায় পাকিস্তান
author img

By PTI

Published : Sep 23, 2023, 4:29 PM IST

Updated : Sep 23, 2023, 4:42 PM IST

ইসলামাবাদ, 23 সেপ্টেম্বর: 29 সেপ্টেম্বর কিউয়িদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ ৷ অথচ তার ছ'দিন আগেও ভিসা হাতে আসেনি বিশ্বকাপগামী পাকিস্তান ক্রিকেটারদের হাতে ৷ আগামী 27 সেপ্টেম্বর দুবাই হয়ে হায়দরাবাদ পৌঁছনোর কথা বাবর আজম অ্যান্ড কোম্পানির ৷ অথচ 96 ঘণ্টা আগে ভিসা হাতে না-পাওয়ায় নির্দিষ্ট সময়ে পাকিস্তানের এদেশে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে দানা বেঁধেছে প্রশ্নচিহ্ন ৷ কেবল ক্রিকেটাররাই নন, ভিসা না-পাওয়ার দলে রয়েছেন দলের অন্যান্য আধিকারিকেরাও ৷

জানা গিয়েছে, দুবাই পৌঁছনোর পর ভারতের বিমান ধরার আগে দু'দিনের একটা টিম বন্ডিং সেশনের পরিকল্পনা ছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ৷ কিন্তু ভিসা সমস্যায় সেই টিম বন্ডিং সেশন আদৌ করা যাবে কি না, তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন ৷ স্বাভাবিকভাবেই, আপাতত ইসলামাবাদ পাক হাই কমিশনারের দিকে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ৷

এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছে, দুবাইয়ে দলের বন্ডিং সেশনের পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে ৷ ক্রিকেটাররা ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনারের ভিসা প্রদানের অপেক্ষায় ৷ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে যে বিষয়টি জানিয়েছে উদ্বিগ্ন পিসিবি, তাও পিটিআই'কে জানিয়েছে ওই সূত্র ৷

আরও পড়ুন: মোহালিতে অজি ‘বধ’, রোহিত-কোহলিকে ছাড়াই স্বমহিমায় টিম ইন্ডিয়া

ক্রিকেটার এবং অফিসিয়াল-সহ পাকিস্তান ক্রিকেট দলের 33 জন সদস্য ভারতে আসার ভিসার অপেক্ষায় রয়েছেন বলে জানা গিয়েছে ৷ গতকাল অর্থাৎ, শুক্রবার পিসিবি তাঁদের কয়েকজন আধিকারিককে ইসলামাবাদে পাঠিয়েছিল, তবে তাঁদেরকে খালি হাতেই ফিরতে হয় ৷ ঘটনা প্রসঙ্গে আরেকটি সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছে, যেহেতু পাকিস্তানি ভিসা, তাই বেশ কিছু পরীক্ষামূলক প্রক্রিয়ার কারণে সময় লাগছে ৷

আগামী 6 অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে 'মেন ইন গ্রিন' ৷ তার আগে 29 সেপ্টেম্বর এবং 3 অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গা-ঘামানোর ম্যাচ খেলবে বাবর আজম অ্যান্ড কোম্পানি ৷

(তথ্য: পিটিআই)

ইসলামাবাদ, 23 সেপ্টেম্বর: 29 সেপ্টেম্বর কিউয়িদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ ৷ অথচ তার ছ'দিন আগেও ভিসা হাতে আসেনি বিশ্বকাপগামী পাকিস্তান ক্রিকেটারদের হাতে ৷ আগামী 27 সেপ্টেম্বর দুবাই হয়ে হায়দরাবাদ পৌঁছনোর কথা বাবর আজম অ্যান্ড কোম্পানির ৷ অথচ 96 ঘণ্টা আগে ভিসা হাতে না-পাওয়ায় নির্দিষ্ট সময়ে পাকিস্তানের এদেশে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে দানা বেঁধেছে প্রশ্নচিহ্ন ৷ কেবল ক্রিকেটাররাই নন, ভিসা না-পাওয়ার দলে রয়েছেন দলের অন্যান্য আধিকারিকেরাও ৷

জানা গিয়েছে, দুবাই পৌঁছনোর পর ভারতের বিমান ধরার আগে দু'দিনের একটা টিম বন্ডিং সেশনের পরিকল্পনা ছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ৷ কিন্তু ভিসা সমস্যায় সেই টিম বন্ডিং সেশন আদৌ করা যাবে কি না, তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন ৷ স্বাভাবিকভাবেই, আপাতত ইসলামাবাদ পাক হাই কমিশনারের দিকে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ৷

এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছে, দুবাইয়ে দলের বন্ডিং সেশনের পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে ৷ ক্রিকেটাররা ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনারের ভিসা প্রদানের অপেক্ষায় ৷ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে যে বিষয়টি জানিয়েছে উদ্বিগ্ন পিসিবি, তাও পিটিআই'কে জানিয়েছে ওই সূত্র ৷

আরও পড়ুন: মোহালিতে অজি ‘বধ’, রোহিত-কোহলিকে ছাড়াই স্বমহিমায় টিম ইন্ডিয়া

ক্রিকেটার এবং অফিসিয়াল-সহ পাকিস্তান ক্রিকেট দলের 33 জন সদস্য ভারতে আসার ভিসার অপেক্ষায় রয়েছেন বলে জানা গিয়েছে ৷ গতকাল অর্থাৎ, শুক্রবার পিসিবি তাঁদের কয়েকজন আধিকারিককে ইসলামাবাদে পাঠিয়েছিল, তবে তাঁদেরকে খালি হাতেই ফিরতে হয় ৷ ঘটনা প্রসঙ্গে আরেকটি সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছে, যেহেতু পাকিস্তানি ভিসা, তাই বেশ কিছু পরীক্ষামূলক প্রক্রিয়ার কারণে সময় লাগছে ৷

আগামী 6 অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে 'মেন ইন গ্রিন' ৷ তার আগে 29 সেপ্টেম্বর এবং 3 অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গা-ঘামানোর ম্যাচ খেলবে বাবর আজম অ্যান্ড কোম্পানি ৷

(তথ্য: পিটিআই)

Last Updated : Sep 23, 2023, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.