ETV Bharat / sports

T20 World Cup : 'বিরাট শোকগাথা', বিশ্বকাপে পাকিস্তানের কাছে প্রথম হার ভারতের - বিরাট কোহলি

বিশ্বকাপে 'বিরাট' জয় পাকিস্তানের ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্বকাপেও বিরাটের হাত ধরে পাকিস্তানের বিরুদ্ধে তেতো স্বাদ পেল ভারত ৷ 2017 সালে লর্ডসের পর 2021-এর দুবাই ৷ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর টি-20 বিশ্বকাপ ৷ পাকিস্তানের কাছে হার বিরাটবাহিনীর ৷

India vs Pakistan
বিশ্বকাপে পাকিস্তানের 'বিরাট' জয়
author img

By

Published : Oct 24, 2021, 11:00 PM IST

দুবাই, 24 অক্টোবর : আনলাকি থার্টিনে থেমে গেল ভারতের বিজয় রথ ৷ অপয়া 13-র গেরোয় আটকে গেল ভারত ৷ বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের কাছে প্রথমবার হারল টিম ইন্ডিয়া ৷ এর আগে ওয়ান ডে ও টি-20 বিশ্বকাপ মিলিয়ে 12 বারের সাক্ষাতে কোনওবার জিততে পারেনি পাকিস্তান ৷ কিন্তু রবিবার দুবাইয়ে বিশ্বকাপের ইতিহাসে 13তম সাক্ষাতে হার মানল ভারত ৷ আর সেটা হল ক্যাপ্টেন কোহলির হাত ধরে ৷ পাকিস্তানের জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন ক্যাপ্টেন বাবর আজম ৷ 152 রান তাড়া করে 10 উইকেটে ম্যাচ জিতে নিল 'মেন ইন গ্রিন' ৷

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দেশবাসীকে প্রথম জয়ের স্বাদ এনে দিলেন ক্যাপ্টেন বাবর ৷ দুই পাক ওপেনারই হাফ-সেঞ্চুরি করে দলের জয় এনে দেন ৷ 52 বলে 68 রান করেন বাবর ৷ আর 55 বলে 78 রান করেন মহম্মদ রিজওয়ান ৷ পাকিস্তানের কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা ৷ সেই সঙ্গে লজ্জার ইতিহাস গড়ল বিরাটের ভারত ৷

এর আগে আইসিসি টুর্নামেন্ট বিরাট কোহলির নেতৃত্বে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে হেরেছে ভারত ৷ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে লর্ডসে কোহলির ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ খানের পাকিস্তান ৷ চার বছর পর ভারতীয় ক্রিকেটে ফের 'বিরাট শোকগাথা' ৷ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের প্রথমবার হার ৷ সেটাও এল বিরাটের নেতৃত্বে ৷ এর আগে টি-20 বিশ্বকাপে পাঁচবারের সাক্ষাতে প্রতিবারই জিতেছিল ভারত ৷

2007 সালে বিশ্বকাপের মহেন্দ্র সিং ধোনির হাত ধরে টি-20 বিশ্বকাপে পথ চলা শুরু হয়েছিল ভারতের ৷ 2016 সালে শেষ টি-20 বিশ্বকাপেও ধোনির নেতৃত্বে ভারতের জয়ের ধারা অব্যাহত ছিল ৷ বিরাটের নেতৃত্বে মাঠে নামার আগে পাঁচ বারের সাক্ষাতে প্রতিবারই ধোনির নেতৃত্বে বাজিমাত করেছিল টিম ইন্ডিয়া ৷ টি-20 বিশ্বকাপে ভারতকে প্রথমবার নেতৃত্ব দিয়েই দেশবাসীকে 'বিরাট লজ্জা' উপহার দিলেন কোহলি ৷

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম ৷ কিন্তু ভারতের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের ৷ ইনিংসের চতুর্থ ডেলিভারিতেই রোহিত শর্মাকে ডাগ-আউটে ফিরিয়ে পাকিস্তানকে দারুণ শুরু দিয়েছিলেন শাহিন আফ্রিদি ৷ এখানেই শেষ নয় ৷ নিজের দ্বিতীয় ওভারে লোকেশ রাহুলকে আউট করে ভারতীয় ইনিংসের ভিত নড়িয়ে দিয়েছিলেন এই বাঁ-হাতি পাক পেসার ৷ এছাড়াও ইনিংসের 19তম ওভারে ক্যাপ্টেন কোহলির উইকেট তুলে নেন আফ্রিদি ৷ টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার আউট হিন কোহলি ৷ ভারতীয় ইনিংসে সর্বোচ্চ 57 রান করেন বিরাট ৷ 49 বলে পাঁচটি বাউন্ডারি ও একটি ছয় মারেন কোহলি৷ দ্বিতীয় সর্বোচ্চ রান ঋষভ পন্থের 39 রান ৷ চার ওভারে 31 রান দিয়ে 3 উইকেট নেন আফ্রিদি ৷

দুবাই, 24 অক্টোবর : আনলাকি থার্টিনে থেমে গেল ভারতের বিজয় রথ ৷ অপয়া 13-র গেরোয় আটকে গেল ভারত ৷ বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের কাছে প্রথমবার হারল টিম ইন্ডিয়া ৷ এর আগে ওয়ান ডে ও টি-20 বিশ্বকাপ মিলিয়ে 12 বারের সাক্ষাতে কোনওবার জিততে পারেনি পাকিস্তান ৷ কিন্তু রবিবার দুবাইয়ে বিশ্বকাপের ইতিহাসে 13তম সাক্ষাতে হার মানল ভারত ৷ আর সেটা হল ক্যাপ্টেন কোহলির হাত ধরে ৷ পাকিস্তানের জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন ক্যাপ্টেন বাবর আজম ৷ 152 রান তাড়া করে 10 উইকেটে ম্যাচ জিতে নিল 'মেন ইন গ্রিন' ৷

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দেশবাসীকে প্রথম জয়ের স্বাদ এনে দিলেন ক্যাপ্টেন বাবর ৷ দুই পাক ওপেনারই হাফ-সেঞ্চুরি করে দলের জয় এনে দেন ৷ 52 বলে 68 রান করেন বাবর ৷ আর 55 বলে 78 রান করেন মহম্মদ রিজওয়ান ৷ পাকিস্তানের কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা ৷ সেই সঙ্গে লজ্জার ইতিহাস গড়ল বিরাটের ভারত ৷

এর আগে আইসিসি টুর্নামেন্ট বিরাট কোহলির নেতৃত্বে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে হেরেছে ভারত ৷ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে লর্ডসে কোহলির ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ খানের পাকিস্তান ৷ চার বছর পর ভারতীয় ক্রিকেটে ফের 'বিরাট শোকগাথা' ৷ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের প্রথমবার হার ৷ সেটাও এল বিরাটের নেতৃত্বে ৷ এর আগে টি-20 বিশ্বকাপে পাঁচবারের সাক্ষাতে প্রতিবারই জিতেছিল ভারত ৷

2007 সালে বিশ্বকাপের মহেন্দ্র সিং ধোনির হাত ধরে টি-20 বিশ্বকাপে পথ চলা শুরু হয়েছিল ভারতের ৷ 2016 সালে শেষ টি-20 বিশ্বকাপেও ধোনির নেতৃত্বে ভারতের জয়ের ধারা অব্যাহত ছিল ৷ বিরাটের নেতৃত্বে মাঠে নামার আগে পাঁচ বারের সাক্ষাতে প্রতিবারই ধোনির নেতৃত্বে বাজিমাত করেছিল টিম ইন্ডিয়া ৷ টি-20 বিশ্বকাপে ভারতকে প্রথমবার নেতৃত্ব দিয়েই দেশবাসীকে 'বিরাট লজ্জা' উপহার দিলেন কোহলি ৷

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম ৷ কিন্তু ভারতের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের ৷ ইনিংসের চতুর্থ ডেলিভারিতেই রোহিত শর্মাকে ডাগ-আউটে ফিরিয়ে পাকিস্তানকে দারুণ শুরু দিয়েছিলেন শাহিন আফ্রিদি ৷ এখানেই শেষ নয় ৷ নিজের দ্বিতীয় ওভারে লোকেশ রাহুলকে আউট করে ভারতীয় ইনিংসের ভিত নড়িয়ে দিয়েছিলেন এই বাঁ-হাতি পাক পেসার ৷ এছাড়াও ইনিংসের 19তম ওভারে ক্যাপ্টেন কোহলির উইকেট তুলে নেন আফ্রিদি ৷ টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার আউট হিন কোহলি ৷ ভারতীয় ইনিংসে সর্বোচ্চ 57 রান করেন বিরাট ৷ 49 বলে পাঁচটি বাউন্ডারি ও একটি ছয় মারেন কোহলি৷ দ্বিতীয় সর্বোচ্চ রান ঋষভ পন্থের 39 রান ৷ চার ওভারে 31 রান দিয়ে 3 উইকেট নেন আফ্রিদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.