মীরপুর, 20 নভেম্বর: সময়টা মোটেই ভাল যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্য়ান্ডকে হারিয়ে গগনচুম্বী প্রত্য়াশা নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল টাইগার্স ৷ কিন্তু আইসিসি'র ফ্ল্য়াগশিপ ইভেন্টে প্রত্য়াশার ধারেকাছেও পৌঁছতে পারেনি মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন বাংলাদেশ ৷ সুপার 12-এ সবক'টি ম্য়াচ হেরে বিদায় নেওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পাখির চোখ করেছিল ঘরের মাঠে বিশ্বকাপ পরবর্তী পাকিস্তান সিরিজকে ৷ কিন্তু সেখানেও প্রথ্ম দু'টি ম্য়াচ হেরে সিরিজ খোয়াল তারা ৷
শুক্রবার প্রথম ম্য়াচে 4 উইকেটে হারের পর শনিবার তিনম্য়াচের সিরিজের দ্বিতীয় ম্য়াচে 8 উইকেটে হারল মাহমুদুল্লাহর দল ৷ প্রথম ম্য়াচে কিছুটা লড়াই ছুঁড়ে দিলেও শনিবার মীরপুরে কার্যত একপেশে ম্য়াচে আত্মসমর্পণ করল বাংলাদেশ ৷ এদিন প্রথমে ব্য়াট করে শাহিন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম, শাদাবদের দাপটে কোনক্রমে একশো রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ ৷
সর্বোচ্চ 40 রান করেন নাজমুল হোসেন শান্ত ৷ 20 রান করেন আফিফ হোসেন ৷ 4 ওভারে 15 রান খরচ করে 2 উইকেট নেন পাক পেসার শাহিন ৷ 3 ওভারে মাত্র 9 রান দিয়ে একটি উইকেট নেন ওয়াসিম ৷ প্রথম ম্য়াচে জয়ের অন্য়তম নায়ক শাদাব 4 ওভারে 22 রান দিয়ে নেন 2 উইকেট ৷
আরও পড়ুন : আগামী বছর আইপিএল ভারতেই, জানালেন সৌরভ
শুরুতে অধিনায়ক বাবরের উইকেট হারালেও সহজ লক্ষ্য়মাত্রা তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানকে ৷ ফকহর জামানের অপরাজিত অর্ধশতরান এবং রিজওয়ানের 39 রান সহজ জয় এনে দেয় পাকিস্তানকে ৷ 11 বল বাকি থাকতে 2 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় টি-20 বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা ৷ 51 বলে 57 রানে অপরাজিত থাকেন ফকহর ৷