দুবাই, 18 অক্টেবর : সহজ জয়ে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল পাকিস্তান ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারিয়ে বিরাটদের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন বাবর আজমরা ৷ আর ব্যাট হাতে সহজ জয়ে পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক বাবর স্বয়ং ৷ সুপার 12 শুরুর আগে ব্য়াট হাতে আশ্বস্ত করলেন টপ-অর্ডার ব্য়াটার ফকহর জামানও ৷
টস জিতে দুবাইয়ে এদিন দুবাইয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিশেয সুবিধা করতে পারেনি ক্য়ারিবিয়ান ব্য়াটাররা ৷ 30 বলে মাত্র 20 রান করেল ক্রিস গেইল ৷ সর্বাধিক 24 বলে 28 রাল করেন শিমরন হেটমেয়ার ৷ শেষদিকে 5টি চারে 10 বলে 23 রান করে দলের রান 20 ওভারে 130-এ পৌঁছতে সাহায্য করেন অধিনায়ক কায়রন পোলার্ড ৷ 3 ওভার হাত ঘুরিয়ে উইকেট না পেলেও মাত্র 6 রান দিয়ে নজর কাড়েন ইমাদ ওয়াসিম ৷
আরও পড়ুন : হার্দিকের ইন্টারভিউ সেশনের মাঝেই সেটে হাজির ছোট্ট অগস্ত্য, মজার ভিডিও শেয়ার
জবাবে 3 উইকেট হারালেও মাত্র 15.3 ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান ৷ বাবর করেন 41 বলে 50 রান, জামান অপরাজিত থাকেন 24 বলে 46 রানে ৷ 11 বলে 14 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ শোেব মালিক ৷ 27 বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় পাক দল ৷