ETV Bharat / sports

IndW vs PakW: ব্যাটিং ধসে মুখ থুবড়ে পড়ল 'উইমেন ইন ব্লু', পাকিস্তানের কাছে হার হরমনপ্রীতদের

author img

By

Published : Oct 7, 2022, 4:36 PM IST

Updated : Oct 7, 2022, 5:53 PM IST

তাইল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়ার পর জয়ে ফিরল পাকিস্তান (Pakistan beat India)৷ 13 রান দূরেই থেমে গেল ভারতের ইনিংস ৷

Etv Bharat
Etv Bharat

সিলেট, 7 অক্টোবর: এশিয়া কাপে টানা তিন ম্যাচ জিতে মাঠে নেমেছিল হরমনপ্রীত কৌরের ভারত । গুরুত্বপূর্ণ ম্য়াচে বল হাতে সফল হয়েছিলেন 'উইমেন ইন ব্লু'র বোলাররা ৷ কিন্তু রান তাড়া করতে নেমেই খেই হারালেন হরমনপ্রীত, মন্ধানারা (Pakistan beat India) ৷ শেষ পর্যন্ত 13 রান দূরেই থেমে গেল ভারতের ইনিংস ৷ আমিরাশাহিকে 104 রানের বিরাট ব্যবধানে হারানোর পর চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে আটকে গেল 'হরমনপ্রীত অ্যান্ড কোং' ৷ তাইল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়ার পর জয়ে ফিরল পাকিস্তান ৷

2016 সালে শেষবার কুড়ি-বিশের লড়াইয়ে ভারতকে হারিয়েছিল পাকিস্তান ৷ ছ'বছর পর ফের জয়ে ফিরল চিরপ্রতিদ্বন্দ্বীরা ৷ এর আগে পর্যন্ত 12টি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল ৷ ভারতের পক্ষে জয়ের পরিসংখ্যান ছিল 10-2 ৷ ভারতের ব্যাটিং ব্যর্থতায় সেই ব্যবধানটাই এদিন খানিক কমিয়ে নিলেন বিসমারা ৷

পাকিস্তানের দেওয়া 138 রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত ৷ 29 রানের মাথায় প্রথম উইকেট হারায় দল ৷ মাত্র 15 রানে ক্রিজ ছাড়েন সাব্বিনেনি মেঘানা ৷ দলের ব্যাটিং স্তম্ভ স্মৃতি মন্ধানার এদিনের অবদান 17 রান ৷ হরমনপ্রীত ফেরেন ব্যক্তিগত 12 রানের মাথায় ৷ বাকিদের পারফর্ম্যান্সও তথৈবচ ৷

আরও পড়ুন: ব্যর্থ সঞ্জু-শ্রেয়সের লড়াই, লক্ষ্যভেদ করতে পারলেন না লক্ষ্মণের ছেলেরা

এদিন খেলা চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ । তড়িঘড়ি তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ৷ শেষ পর্যন্ত ড্রেসিংরুমেই প্রাথমিক শুশ্রুষা করা হয় বাংলার ক্রিকেটারকে ৷ দলের তরফ থেকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷ সূত্রের খবর, সানস্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি ৷ প্রাথমিক চিকিৎসার পর ব্যাট হাতে মাঠে নামেন তিনি ৷ বাকিরা ফিরলেও বড় শটে দলের জয়ের আশা জাগিয়ে রেখেছিলেন বঙ্গের ব্যাটার ৷ শেষ পর্যন্ত মাত্র 13 বলে 26 রান করে ক্রিজ ছাড়তেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায় ৷

সিলেট, 7 অক্টোবর: এশিয়া কাপে টানা তিন ম্যাচ জিতে মাঠে নেমেছিল হরমনপ্রীত কৌরের ভারত । গুরুত্বপূর্ণ ম্য়াচে বল হাতে সফল হয়েছিলেন 'উইমেন ইন ব্লু'র বোলাররা ৷ কিন্তু রান তাড়া করতে নেমেই খেই হারালেন হরমনপ্রীত, মন্ধানারা (Pakistan beat India) ৷ শেষ পর্যন্ত 13 রান দূরেই থেমে গেল ভারতের ইনিংস ৷ আমিরাশাহিকে 104 রানের বিরাট ব্যবধানে হারানোর পর চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে আটকে গেল 'হরমনপ্রীত অ্যান্ড কোং' ৷ তাইল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়ার পর জয়ে ফিরল পাকিস্তান ৷

2016 সালে শেষবার কুড়ি-বিশের লড়াইয়ে ভারতকে হারিয়েছিল পাকিস্তান ৷ ছ'বছর পর ফের জয়ে ফিরল চিরপ্রতিদ্বন্দ্বীরা ৷ এর আগে পর্যন্ত 12টি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল ৷ ভারতের পক্ষে জয়ের পরিসংখ্যান ছিল 10-2 ৷ ভারতের ব্যাটিং ব্যর্থতায় সেই ব্যবধানটাই এদিন খানিক কমিয়ে নিলেন বিসমারা ৷

পাকিস্তানের দেওয়া 138 রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত ৷ 29 রানের মাথায় প্রথম উইকেট হারায় দল ৷ মাত্র 15 রানে ক্রিজ ছাড়েন সাব্বিনেনি মেঘানা ৷ দলের ব্যাটিং স্তম্ভ স্মৃতি মন্ধানার এদিনের অবদান 17 রান ৷ হরমনপ্রীত ফেরেন ব্যক্তিগত 12 রানের মাথায় ৷ বাকিদের পারফর্ম্যান্সও তথৈবচ ৷

আরও পড়ুন: ব্যর্থ সঞ্জু-শ্রেয়সের লড়াই, লক্ষ্যভেদ করতে পারলেন না লক্ষ্মণের ছেলেরা

এদিন খেলা চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ । তড়িঘড়ি তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ৷ শেষ পর্যন্ত ড্রেসিংরুমেই প্রাথমিক শুশ্রুষা করা হয় বাংলার ক্রিকেটারকে ৷ দলের তরফ থেকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷ সূত্রের খবর, সানস্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি ৷ প্রাথমিক চিকিৎসার পর ব্যাট হাতে মাঠে নামেন তিনি ৷ বাকিরা ফিরলেও বড় শটে দলের জয়ের আশা জাগিয়ে রেখেছিলেন বঙ্গের ব্যাটার ৷ শেষ পর্যন্ত মাত্র 13 বলে 26 রান করে ক্রিজ ছাড়তেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায় ৷

Last Updated : Oct 7, 2022, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.