ETV Bharat / sports

ICC World Cup 2023: তাঁকে খেলতে কেন ব্যর্থ হলেন পাক ব্যাটাররা, খোলসা করলেন কুলদীপ - Kuldeep Yadav Demolishes Pakistan Middle Order

Kuldeep Yadav Demolishes Pakistan Middle Order in Cricket World Cup: শনিবারের ম্যাচে পাকিস্তানের মিডল-অর্ডারের দু’টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন কুলদীপ যাদব ৷ যা নিয়ে ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটার জানালেন, পাকিস্তানের ব্যাটাররা তাঁকে কখনই বুঝে খেলেননি ৷

Image Courtesy: Kuldeep Yadav X
Image Courtesy: Kuldeep Yadav X
author img

By PTI

Published : Oct 15, 2023, 2:13 PM IST

আমেদাবাদ, 15 অক্টোবর: পাকিস্তানকে 50 ওভারের বিশ্বকাপে হারানোর রেকর্ড বজায় রেখেছে ভারত ৷ টানা 8 বার ভারতের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে প্রতিবেশী দেশের ক্রিকেট দলকে ৷ শনিবার নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারতের 'চায়নাম্যান' কুলদীপ যাদব ৷ যিনি 10 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ আর তাঁর গুগলির শিকার হয়েছেন ফর্মে থাকা সাউদ শাকিল এবং ইফতিখার আহমেদ ৷

এই দুই ব্য়াটারের উইকেট নিয়ে কুলদীপের বক্তব্য, হাত না-বুঝেই তাঁর বল খেলেছে পাকিস্তানের ব্যাটাররা ৷ এমনকী তিনি পাক-ব্যাটারদের মনে সংশয় তৈরি করতে সক্ষম হয়েছিলেন ৷ বিশেষত ইফতিখার আহমেদকে বল করার ক্ষেত্রে ৷ সংবাদ সংস্থা পিটিআই'কে কুলদীপ বলেছেন, ‘‘আমি ইফতিখারকে লেগে বল করার জন্য কোনও পরিকল্পনাই করিনি ৷ কিন্তু, আমি ওকে রংওয়ান (বাঁ-হাতি বোলারের গুগলি) করেছিলাম ৷ আমি চেষ্টা করেছিলাম, কিন্তু বলটা ওয়াইড ছিল ৷ এমনকী কিছুটা শর্টও ছিল ৷ আর সেই কারণেই ইফতিখারের সুইপ করতে সমস্যা হয় ৷’’

পাকিস্তানের ক্রিকেট অনুরাগীদের কাছে ইফতিখার ‘চাচা’ নামে বেশি পরিচিত ৷ তিনি কুলদীপের লেগস্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে বোল্ড হন ৷ ইফতিখারের উইকেটকে তিনি সৌভাগ্যক্রমে পাওয়া বলে মনে করছেন ৷ তাঁর কথায়, ‘‘এটা আমার কাছে ভাগ্যের জোরে পাওয়া উইকেট ছিল ৷ এই ধরনের উইকেট ব্যাটারকে আরও চাপে ফেলে দেয় ৷ ওরা কখনোই আমার হাত বুঝতে পারেনি ৷ সুইপ মারবে কি না তা নিয়ে দোটানায় ছিল ৷ তবে, আমার ভালো লাগত, যদি ইফতিখারকে আমি আরও ভালো বলে আউট করতাম ৷’’

তবে, ওই ওভারটি করার কথাও ছিল না কুলদীপে ৷ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলে আরও এক ওভার চেয়ে নিয়েছিলেন ভারতের 'চায়নাম্যান' ৷ কুলদীপ বলেন, ‘‘আমার মনে হয়েছিল, ওরা আমাকে সুইপ শট বেশি খেলবে ৷ যেটা ওরা অধিকাংশ সময় খেলে থাকে ৷ কিন্তু, পাকিস্তান ব্যাটাররা আমার সামনে বেশি ঝুঁকি নিচ্ছিল না ৷ সেই কারণে, অধিনায়কের সঙ্গে কথা বলে একটা অতিরিক্ত ওভার করেছিলাম ৷ আর সেই ওভারেই দু’টি উইকেট চলে আসে ৷’’

আরও পড়ুন: 'নেটে ব্যাট করতেও এর থেকে বেশি চাপ হয় বিরাট-রোহিতদের', বাবরদের ম্যাচ দেখে ক্ষুব্ধ শোয়েব

তবে, কুলদীপের মতে মহম্মদ সিরাজ পাকিস্তান অধিনায়ককে আউট না-করলে ভারত এত সহজে ম্যাচে ফিরতে পারত না ৷ বাবর আউট হতেই পাকিস্তানের মিডল-অর্ডার ধসে যায় ৷ যেখানে দায়িত্ব নিয়ে ইনিংস গড়ার মানসিকতা কারও ছিল না ৷ একমাত্র ইতিবাচক ভঙ্গিতে ব্যাট করা মহম্মদ রিজওয়ানকে, জসপ্রীত বুমরা তাঁর অফ কাটারের জালে ফাঁসালে পাকিস্তান ব্যাটিং পুরোপুরি ভেঙে পড়ে ৷ সেখান থেকে নিমেষের মধ্যে 191 রানে অলআউট হয়ে যায় পাকিস্তান ৷ ভারত মাত্র 3 উইকেট হারিয়ে 30.3 ওভারে সেই রান তুলে নেয় ৷

আমেদাবাদ, 15 অক্টোবর: পাকিস্তানকে 50 ওভারের বিশ্বকাপে হারানোর রেকর্ড বজায় রেখেছে ভারত ৷ টানা 8 বার ভারতের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে প্রতিবেশী দেশের ক্রিকেট দলকে ৷ শনিবার নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারতের 'চায়নাম্যান' কুলদীপ যাদব ৷ যিনি 10 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ আর তাঁর গুগলির শিকার হয়েছেন ফর্মে থাকা সাউদ শাকিল এবং ইফতিখার আহমেদ ৷

এই দুই ব্য়াটারের উইকেট নিয়ে কুলদীপের বক্তব্য, হাত না-বুঝেই তাঁর বল খেলেছে পাকিস্তানের ব্যাটাররা ৷ এমনকী তিনি পাক-ব্যাটারদের মনে সংশয় তৈরি করতে সক্ষম হয়েছিলেন ৷ বিশেষত ইফতিখার আহমেদকে বল করার ক্ষেত্রে ৷ সংবাদ সংস্থা পিটিআই'কে কুলদীপ বলেছেন, ‘‘আমি ইফতিখারকে লেগে বল করার জন্য কোনও পরিকল্পনাই করিনি ৷ কিন্তু, আমি ওকে রংওয়ান (বাঁ-হাতি বোলারের গুগলি) করেছিলাম ৷ আমি চেষ্টা করেছিলাম, কিন্তু বলটা ওয়াইড ছিল ৷ এমনকী কিছুটা শর্টও ছিল ৷ আর সেই কারণেই ইফতিখারের সুইপ করতে সমস্যা হয় ৷’’

পাকিস্তানের ক্রিকেট অনুরাগীদের কাছে ইফতিখার ‘চাচা’ নামে বেশি পরিচিত ৷ তিনি কুলদীপের লেগস্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে বোল্ড হন ৷ ইফতিখারের উইকেটকে তিনি সৌভাগ্যক্রমে পাওয়া বলে মনে করছেন ৷ তাঁর কথায়, ‘‘এটা আমার কাছে ভাগ্যের জোরে পাওয়া উইকেট ছিল ৷ এই ধরনের উইকেট ব্যাটারকে আরও চাপে ফেলে দেয় ৷ ওরা কখনোই আমার হাত বুঝতে পারেনি ৷ সুইপ মারবে কি না তা নিয়ে দোটানায় ছিল ৷ তবে, আমার ভালো লাগত, যদি ইফতিখারকে আমি আরও ভালো বলে আউট করতাম ৷’’

তবে, ওই ওভারটি করার কথাও ছিল না কুলদীপে ৷ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলে আরও এক ওভার চেয়ে নিয়েছিলেন ভারতের 'চায়নাম্যান' ৷ কুলদীপ বলেন, ‘‘আমার মনে হয়েছিল, ওরা আমাকে সুইপ শট বেশি খেলবে ৷ যেটা ওরা অধিকাংশ সময় খেলে থাকে ৷ কিন্তু, পাকিস্তান ব্যাটাররা আমার সামনে বেশি ঝুঁকি নিচ্ছিল না ৷ সেই কারণে, অধিনায়কের সঙ্গে কথা বলে একটা অতিরিক্ত ওভার করেছিলাম ৷ আর সেই ওভারেই দু’টি উইকেট চলে আসে ৷’’

আরও পড়ুন: 'নেটে ব্যাট করতেও এর থেকে বেশি চাপ হয় বিরাট-রোহিতদের', বাবরদের ম্যাচ দেখে ক্ষুব্ধ শোয়েব

তবে, কুলদীপের মতে মহম্মদ সিরাজ পাকিস্তান অধিনায়ককে আউট না-করলে ভারত এত সহজে ম্যাচে ফিরতে পারত না ৷ বাবর আউট হতেই পাকিস্তানের মিডল-অর্ডার ধসে যায় ৷ যেখানে দায়িত্ব নিয়ে ইনিংস গড়ার মানসিকতা কারও ছিল না ৷ একমাত্র ইতিবাচক ভঙ্গিতে ব্যাট করা মহম্মদ রিজওয়ানকে, জসপ্রীত বুমরা তাঁর অফ কাটারের জালে ফাঁসালে পাকিস্তান ব্যাটিং পুরোপুরি ভেঙে পড়ে ৷ সেখান থেকে নিমেষের মধ্যে 191 রানে অলআউট হয়ে যায় পাকিস্তান ৷ ভারত মাত্র 3 উইকেট হারিয়ে 30.3 ওভারে সেই রান তুলে নেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.