ETV Bharat / sports

Jasprit Bumrah-Shreyas Iyer: রিহ্যাব শুরু করলেন বুমরা, আগামী সপ্তাহে অস্ত্রোপচার শ্রেয়সের

author img

By

Published : Apr 15, 2023, 9:19 PM IST

ভালো খবর ভারতীয় দলের জন্য ৷ অস্ত্রোপচারের পর রিহ্যাব শুরু করে দিলেন জসপ্রীত বুমরা ৷ ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বুমরাকে পাওয়ার আশা দেখতে শুরু করেছে বোর্ডের একাংশ ৷

Jasprit Bumrah-Shreyas Iyer ETV BHARAT
Jasprit Bumrah-Shreyas Iyer

মুম্বই, 15 এপ্রিল: অস্ত্রোপচার সফল ৷ কোনও যন্ত্রণাও আর নেই ৷ এ বার তাই বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রি-হ্যাবিলেশন শুরু করলেন জসপ্রীত বুমরা ৷ অন্যদিকে, আগামী সপ্তাহে পিঠের নিচে চোট পাওয়া অংশে অস্ত্রোপচার হবে শ্রেয়স আইয়ারের ৷ শনিবার বিসিসিআই-এর তরফে ভারতের দুই চোটগ্রস্ত ক্রিকেটারকে নিয়ে এমনটাই তথ্য দেওয়া হয়েছে ৷ ঘরের মাঠে বিশ্বকাপের আগে এই দুই ক্রিকেটারের ফিটনেস ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও অনুরাগীদের সবচেয়ে আগ্রহের বিষয় ৷

জসপ্রীত বুমরা 2022 সালের জুলাই মাস থেকে ক্রিকেট মাঠের বাইরে ৷ পিঠের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা বুমরাকে সম্প্রতি নিউজিল্যান্ডে পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, চোট সারাতে প্রয়োজনে অস্ত্রোপচার করাতে হবে বুমরাকে ৷ তারপর নিউজিল্যান্ডে তাঁর পিঠের নিচের অংশের অস্ত্রোপচার হয়েছে ৷ অস্ত্রোপচারের পর প্রায় 1 মাস বিশ্রামে ছিলেন তিনি ৷ সামান্য ব্যাথাও ছিল সার্জারির ৷ সেই সব সমস্যা মিটে যাওয়ায় এবার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রি-হ্যাব শুরু করেছেন জসপ্রীত বুমরা ৷

আগামী জুন মাসের 7 তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল খেলবে ৷ মাঝে প্রায় 2 মাস সময় রয়েছে ৷ এর মধ্যে জসপ্রীত বুমরা ফিট হতে পারবেন কি ? সেই প্রশ্নই উঠছে ৷ কারণ, শুরুতে ভারতীয় বোর্ড জানিয়েছিল বুমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে না ৷ তাঁকে একেবারে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে ৷ কিন্তু, বুমরা এনসিএ-তে পৌঁছে যেতেই নতুন করে আশা দেখছে বোর্ড ৷ তবে, এ নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরাকে সময় নিয়ে নিজের রি-হ্যাব শেষ করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন: বিরাটের হাফ সেঞ্চুরিতে দিল্লিকে 174 রানের টার্গেট দিল আরসিবি

অন্যদিকে, শ্রেয়স আইয়ার আগামী সপ্তাহের ইংল্যান্ড যাচ্ছেন ৷ তাঁরও পিঠের নিচের অংশে চোট রয়েছে ৷ যার জেরে তিনি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ৷ ইংল্যান্ডে তাঁর পিঠের চোটের অংশে অস্ত্রোপচার হবে আগামী সপ্তাহে ৷ তারপর চিকিৎসকের নজরদারিতে থাকবেন পরবর্তী 2 সপ্তাহ ৷ পরিস্থিতি বুঝে চিকিৎসক শ্রেয়সের রি-হ্যাব শুরু সময় বলে দেবেন ৷ এই পরিস্থিতিতে তাঁর পক্ষে পুরোপুরি সুস্থ হতে এখনও 4-5 মাস লাগবে ৷

মুম্বই, 15 এপ্রিল: অস্ত্রোপচার সফল ৷ কোনও যন্ত্রণাও আর নেই ৷ এ বার তাই বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রি-হ্যাবিলেশন শুরু করলেন জসপ্রীত বুমরা ৷ অন্যদিকে, আগামী সপ্তাহে পিঠের নিচে চোট পাওয়া অংশে অস্ত্রোপচার হবে শ্রেয়স আইয়ারের ৷ শনিবার বিসিসিআই-এর তরফে ভারতের দুই চোটগ্রস্ত ক্রিকেটারকে নিয়ে এমনটাই তথ্য দেওয়া হয়েছে ৷ ঘরের মাঠে বিশ্বকাপের আগে এই দুই ক্রিকেটারের ফিটনেস ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও অনুরাগীদের সবচেয়ে আগ্রহের বিষয় ৷

জসপ্রীত বুমরা 2022 সালের জুলাই মাস থেকে ক্রিকেট মাঠের বাইরে ৷ পিঠের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা বুমরাকে সম্প্রতি নিউজিল্যান্ডে পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, চোট সারাতে প্রয়োজনে অস্ত্রোপচার করাতে হবে বুমরাকে ৷ তারপর নিউজিল্যান্ডে তাঁর পিঠের নিচের অংশের অস্ত্রোপচার হয়েছে ৷ অস্ত্রোপচারের পর প্রায় 1 মাস বিশ্রামে ছিলেন তিনি ৷ সামান্য ব্যাথাও ছিল সার্জারির ৷ সেই সব সমস্যা মিটে যাওয়ায় এবার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রি-হ্যাব শুরু করেছেন জসপ্রীত বুমরা ৷

আগামী জুন মাসের 7 তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল খেলবে ৷ মাঝে প্রায় 2 মাস সময় রয়েছে ৷ এর মধ্যে জসপ্রীত বুমরা ফিট হতে পারবেন কি ? সেই প্রশ্নই উঠছে ৷ কারণ, শুরুতে ভারতীয় বোর্ড জানিয়েছিল বুমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে না ৷ তাঁকে একেবারে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে ৷ কিন্তু, বুমরা এনসিএ-তে পৌঁছে যেতেই নতুন করে আশা দেখছে বোর্ড ৷ তবে, এ নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরাকে সময় নিয়ে নিজের রি-হ্যাব শেষ করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন: বিরাটের হাফ সেঞ্চুরিতে দিল্লিকে 174 রানের টার্গেট দিল আরসিবি

অন্যদিকে, শ্রেয়স আইয়ার আগামী সপ্তাহের ইংল্যান্ড যাচ্ছেন ৷ তাঁরও পিঠের নিচের অংশে চোট রয়েছে ৷ যার জেরে তিনি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ৷ ইংল্যান্ডে তাঁর পিঠের চোটের অংশে অস্ত্রোপচার হবে আগামী সপ্তাহে ৷ তারপর চিকিৎসকের নজরদারিতে থাকবেন পরবর্তী 2 সপ্তাহ ৷ পরিস্থিতি বুঝে চিকিৎসক শ্রেয়সের রি-হ্যাব শুরু সময় বলে দেবেন ৷ এই পরিস্থিতিতে তাঁর পক্ষে পুরোপুরি সুস্থ হতে এখনও 4-5 মাস লাগবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.