ETV Bharat / sports

Optimistic Virat Kohli: ‘দৃষ্টিভঙ্গি'! ব্যাডপ্যাচ কাটাতে সোশ্যাল মিডিয়ায় অর্থবহ পোস্ট বিরাটের - Virat Kohli

সোশ্যাল মিডিয়ায় মোটিভেশন্যাল পোস্ট বিরাট কোহলির (Optimistic Social Post of Virat Kohli Amidst Prolonged Lean Patch With Bat) ৷ যা এখন চর্চার বিষয়বস্তু বিরাটের অনুরাগী থেকে সমালোচক সকলের মধ্যে ৷ ম্যাঞ্চেস্টারে তৃতীয় ওয়ান ডে-র আগে বিরাটের একটি ছবিকে ঘিরে যত আলোচনা এবং শোরগোল ৷

Optimistic Social Post of Virat Kohli Amidst Prolonged Lean Patch With Bat
Optimistic Social Post of Virat Kohli Amidst Prolonged Lean Patch With Bat
author img

By

Published : Jul 16, 2022, 5:28 PM IST

ম্যাঞ্চেস্টার, 16 জুলাই: কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি ৷ যে ক্রিকেটার একটা সময় টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে বছরে গড়ে 7-8টি সেঞ্চুরি করতেন ৷ আজ প্রায় আড়াই বছর হয়ে গেল তাঁর ব্যাটে তিন অঙ্কের একটা ইনিংসও নেই আন্তর্জাতিক ক্রিকেটে (Optimistic Social Post of Virat Kohli Amidst Prolonged Lean Patch With Bat) ৷ পরিস্থিতি এমনই যে, বিরাটকে বাদ দিয়ে প্রথম একাদশ সাজানোর দাবি তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা ৷ কঠিন এই পরিস্থিতির মধ্যেও অবিচল বিরাট ৷ শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় অর্থবহ ছবি পোস্ট করছেন বিরাট কোহলি ৷ যার ক্যাপশন দিয়েছেন, ‘দৃষ্টিভঙ্গি’ ৷

ইংল্যান্ড সিরিজের শেষ ওয়ান ডে খেলতে ম্যাঞ্চেস্টারে পৌঁছেছে ভারত ৷ সেখানেই একটি ওয়াল আর্টের সামনে বসে ছবি তুলেছেন বিরাট ৷ যেখানে ধূসর দেওয়ালে দু’টি সাদা ডানা আঁকা রয়েছে ৷ আর যার উপরের অংশে লেখা, ‘‘কী হবে, যদি আমি পড়ে যাই’’ এবং ঠিক বিপরীত তথা ইতিবাচক অর্থে ছবির নিচের অংশে লেখা- ‘‘ওহঃ, কিন্তু আপনি যদি উড়ে যান !’’ এই নেতিবাচক আর ইতিবাচক ভঙ্গির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরাট লিখেছেন- ‘প্রাসপেক্টিভ’ ৷ অর্থাৎ, দৃষ্টিভঙ্গি ৷ একটি বিষয়কে দু’রকমভাবে দেখার ক্ষমতা ৷

আরও পড়ুন: Vaughan praises Babar: বিরাটের ব্যাডপ্যাচে পাশে বাবর, পাক অধিনায়কের আচরণে 'মুগ্ধ' মাইকেল ভন

বিরাটের ফর্ম এবং তা নিয়ে সমালোচনাটা খুবই স্বাভাবিক ৷ এই দুইয়ের পরিপ্রেক্ষিতে বিরাটের এই পোস্ট, তাঁর অনুরাগীদের মনে আশার আলো হয়তো জাগাচ্ছে ৷ কিন্তু, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অনুপ্রেরণামূলক বার্তা দেওয়া, আর মাঠে ব্যাট হাতে রান করা, দু’টির মধ্যে যে আকাশ-পাতাল ফারাক রয়েছে, তা বিরাট কোহলিও জানেন ৷ যেখানে প্রযুক্তির যুগে 14 ইঞ্চির স্ক্রিনে চোখ রেখে শুধু বিরাট কোহলি নন, বিশ্বের সব ব্যাটারের শক্তি এবং দুর্বলতা জেনে নেন বোলাররা ৷ ফলে, বোলারের হাত থেকে বেরনো বল কথা বলতে শুরু করলে, মোটিভেশন্যাল বার্তার থেকে বেশি হ্যান্ড আই কো-অর্ডিনেশন বেশি কার্যকরী হবে বলেই মত বিশেষজ্ঞদের ৷

ম্যাঞ্চেস্টার, 16 জুলাই: কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি ৷ যে ক্রিকেটার একটা সময় টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে বছরে গড়ে 7-8টি সেঞ্চুরি করতেন ৷ আজ প্রায় আড়াই বছর হয়ে গেল তাঁর ব্যাটে তিন অঙ্কের একটা ইনিংসও নেই আন্তর্জাতিক ক্রিকেটে (Optimistic Social Post of Virat Kohli Amidst Prolonged Lean Patch With Bat) ৷ পরিস্থিতি এমনই যে, বিরাটকে বাদ দিয়ে প্রথম একাদশ সাজানোর দাবি তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা ৷ কঠিন এই পরিস্থিতির মধ্যেও অবিচল বিরাট ৷ শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় অর্থবহ ছবি পোস্ট করছেন বিরাট কোহলি ৷ যার ক্যাপশন দিয়েছেন, ‘দৃষ্টিভঙ্গি’ ৷

ইংল্যান্ড সিরিজের শেষ ওয়ান ডে খেলতে ম্যাঞ্চেস্টারে পৌঁছেছে ভারত ৷ সেখানেই একটি ওয়াল আর্টের সামনে বসে ছবি তুলেছেন বিরাট ৷ যেখানে ধূসর দেওয়ালে দু’টি সাদা ডানা আঁকা রয়েছে ৷ আর যার উপরের অংশে লেখা, ‘‘কী হবে, যদি আমি পড়ে যাই’’ এবং ঠিক বিপরীত তথা ইতিবাচক অর্থে ছবির নিচের অংশে লেখা- ‘‘ওহঃ, কিন্তু আপনি যদি উড়ে যান !’’ এই নেতিবাচক আর ইতিবাচক ভঙ্গির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরাট লিখেছেন- ‘প্রাসপেক্টিভ’ ৷ অর্থাৎ, দৃষ্টিভঙ্গি ৷ একটি বিষয়কে দু’রকমভাবে দেখার ক্ষমতা ৷

আরও পড়ুন: Vaughan praises Babar: বিরাটের ব্যাডপ্যাচে পাশে বাবর, পাক অধিনায়কের আচরণে 'মুগ্ধ' মাইকেল ভন

বিরাটের ফর্ম এবং তা নিয়ে সমালোচনাটা খুবই স্বাভাবিক ৷ এই দুইয়ের পরিপ্রেক্ষিতে বিরাটের এই পোস্ট, তাঁর অনুরাগীদের মনে আশার আলো হয়তো জাগাচ্ছে ৷ কিন্তু, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অনুপ্রেরণামূলক বার্তা দেওয়া, আর মাঠে ব্যাট হাতে রান করা, দু’টির মধ্যে যে আকাশ-পাতাল ফারাক রয়েছে, তা বিরাট কোহলিও জানেন ৷ যেখানে প্রযুক্তির যুগে 14 ইঞ্চির স্ক্রিনে চোখ রেখে শুধু বিরাট কোহলি নন, বিশ্বের সব ব্যাটারের শক্তি এবং দুর্বলতা জেনে নেন বোলাররা ৷ ফলে, বোলারের হাত থেকে বেরনো বল কথা বলতে শুরু করলে, মোটিভেশন্যাল বার্তার থেকে বেশি হ্যান্ড আই কো-অর্ডিনেশন বেশি কার্যকরী হবে বলেই মত বিশেষজ্ঞদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.