ETV Bharat / sports

ICC World Cup 2023: এই ভারতীয় দল আমার দেখা সেরা, মত ফারুক ইঞ্জিনিয়ারের

Farokh Engineer Praises Team India's ICC Cricket World Cup Performance: ক্রিকেট বিশ্বকাপ 2023-এর সেরা চারটি দল পাওয়া হয়ে গিয়েছে ৷ যেখানে ভারত রয়েছে সবার প্রথমে ৷ এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে, নক-আউটে অপরাজেয় হয়ে যাচ্ছে ভারত ৷ মেন ইন ব্লু-র এই দাপুটে পারফর্ম্যান্স নিয়ে ইটিভি ভারতের পুষ্কর পান্ডকে একান্ত সাক্ষাৎকার দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 4:10 PM IST

হায়দরাবাদ, 12 নভেম্বর: বিশ্বকাপের শেষচারের দল নির্ধারণ হয়ে গিয়েছে ৷ আগামী 15 নভেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এক নম্বর ভারত এবং চার নম্বরে থাকা নিউজিল্যান্ড ৷ আর পরের দিন বৃহস্পতিবার দুই ও তিনে থাকা দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ৷ লিগের আজ শেষ ম্যাচে ভারত এবং নেদারল্যান্ডস মুখোমুখি ৷ ভারতীয় দলের লক্ষ্য এই ম্যাচ জিতে অপরাজেয় হয়ে সেমিফাইনাল খেলতে নামা ৷ ভারতীয় দলের এই একছত্র দাপট বিশ্বকাপের ইতিহাসে কখনই দেখা যায়নি ৷ তাই প্রাক্তন ভারতীয় উইকেট-কিপার ব্যাটার ফারুক ইঞ্জিনিয়ারের কাছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল সবচেয়ে ভয়ংকর ৷

ইটিভি ভারতকে 'মেন ইন ব্লু'-র এই অসাধারণ পারফরম্যান্স নিয়ে ম্যাঞ্চেস্টার থেকে ফোনে বিশেষ সাক্ষাৎকার দিলেন ফারুক ইঞ্জিনিয়ার ৷ যেখান তাঁর প্রথম প্রতিক্রিয়াই ছিল, 'এই দলটা চ্যাম্পিয়ন' ৷ তিনি বলেন, "আয়োজক দেশ হিসেবে ভারতীয় দলের পারফরম্যান্স এখনও পর্যন্ত অসাধারণ ৷ আমরা বিশ্বকাপের সেরা দল ৷ আমার দেখা সবচেয়ে শক্তিশালী ভারতীয় দল ৷ এই দলটার মধ্যে সবদিক থেকে ভারসাম্য রয়েছে ৷"

বিশেষত ভারতীয় দলের গ্রাউন্ড ফিল্ডিংয়ে মুগ্ধ ফারুক ৷ তিনি বলেন, "ফিল্ডিংয়ে এই দলটা অভূতপূর্ব উন্নতি করেছে ৷ ভারতের প্রথম ম্যাচের পর আমার বন্ধুদের বলেছিলাম, 'এই দলটাই চ্যাম্পিয়ন' ৷ ওরা বিশ্বকাপের সেরা দাবিদার ৷" 1961-75 সাল চোদ্দো বছরের ক্রিকেট কেরিয়ারে বিশ্বের তাবড় ক্রিকেটারদের বিরুদ্ধে খেলেছেন ইঞ্জিনিয়ার ৷ 85 বছরের প্রাক্তন এই ক্রিকেটার মনে করেন, রোহিত শর্মাদের ব্যর্থ হওয়ার কোনও কারণ নেই ৷ এই দাপট এবং আক্রমণ বজায় রাখলে যে কোনও দলকে নিমেষে পর্যুদস্ত করতে সক্ষম ভারত ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি বলেন, ‘‘2015-র বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং 2019 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হারতে হয়েছিল ভারতকে ৷ তবে, এই বিশ্বকাপের অভিযান সম্পূর্ণ আলাদা ৷ ভারতের ব্যাটিং ও বোলিংয়ে এত গভীরতা আগে কখনও ছিল না ৷ এই বিশ্বকাপে ভারতের ব্যর্থ হওয়ার কোনও কারণ আমি দেখছি না ৷’’

কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা শোনা গেল ইঞ্জিনিয়ারের মুখে ৷ তিনি বলেন, ‘‘কোচ হিসেবে রাহুল দ্রাবিড় অসাধারণ কাজ করছেন ৷ রবি শাস্ত্রী যে ধারাটা তৈরি করে দিয়েছিলেন, সেটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে রাহুল ৷ ওর কারণেই ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটার আকর্ষণীয় ও ইতিবাচক ক্রিকেট খেলতে পারছে ৷ যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জেতার জন্য এটা খুব প্রয়োজন ৷ এমনকি রোহিত শর্মা সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন ৷’’ উল্লেখ্য, ওপেন করতে নেমে রোহিত আগ্রাসী ক্রিকেট ফারুক ইঞ্জিনিয়ারকে মুগ্ধ করেছে ৷

তবে, ভারতীয় দলের বাইরে ফারুক ইঞ্জিনিয়ারকে মুগ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট দল ৷ জানালেন, তিনি আফগানিস্তান ক্রিকেট দলের একজন বড় সমর্থক ৷ এর কারণ, আফগানদের লড়াই ৷ আইসিসি-তে স্বীকৃতি পাওয়ার জন্য এই দলটা নিজেদের পারফরম্যান্সকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছে ৷ আর এই টুর্নামেন্টে সেটা প্রতিফলিত হয়েছে বলে মনে করেন তিনি ৷ 9 ম্যাচের মধ্যে চারটিতে জয় এর উদাহরণ বলে জানান ইঞ্জিনিয়ার ৷ তবে, শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে দলটা সেমিফাইনালে উঠতে পারেনি ৷ আগামী দিনে বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে আফগানিস্তান উঠে আসবে বলে বিশ্বাস তাঁর ৷

আরও পড়ুন:

  1. বিরাটের মানসিক দৃঢ়তায় মুগ্ধ স্যর ভিভ, নকআউটে আগ্রাসী ক্রিকেট বজায় রাখার পরামর্শ ভারতকে
  2. রূপকথার ইনিংসে হাফ-ডজন রেকর্ডের মালিক 'ম্যাড ম্যাক্স'
  3. সচিনই অনুপ্রেরণা, জানালেন বিশ্বকাপে আফগানদের প্রথম সেঞ্চুরিয়ন

হায়দরাবাদ, 12 নভেম্বর: বিশ্বকাপের শেষচারের দল নির্ধারণ হয়ে গিয়েছে ৷ আগামী 15 নভেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এক নম্বর ভারত এবং চার নম্বরে থাকা নিউজিল্যান্ড ৷ আর পরের দিন বৃহস্পতিবার দুই ও তিনে থাকা দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ৷ লিগের আজ শেষ ম্যাচে ভারত এবং নেদারল্যান্ডস মুখোমুখি ৷ ভারতীয় দলের লক্ষ্য এই ম্যাচ জিতে অপরাজেয় হয়ে সেমিফাইনাল খেলতে নামা ৷ ভারতীয় দলের এই একছত্র দাপট বিশ্বকাপের ইতিহাসে কখনই দেখা যায়নি ৷ তাই প্রাক্তন ভারতীয় উইকেট-কিপার ব্যাটার ফারুক ইঞ্জিনিয়ারের কাছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল সবচেয়ে ভয়ংকর ৷

ইটিভি ভারতকে 'মেন ইন ব্লু'-র এই অসাধারণ পারফরম্যান্স নিয়ে ম্যাঞ্চেস্টার থেকে ফোনে বিশেষ সাক্ষাৎকার দিলেন ফারুক ইঞ্জিনিয়ার ৷ যেখান তাঁর প্রথম প্রতিক্রিয়াই ছিল, 'এই দলটা চ্যাম্পিয়ন' ৷ তিনি বলেন, "আয়োজক দেশ হিসেবে ভারতীয় দলের পারফরম্যান্স এখনও পর্যন্ত অসাধারণ ৷ আমরা বিশ্বকাপের সেরা দল ৷ আমার দেখা সবচেয়ে শক্তিশালী ভারতীয় দল ৷ এই দলটার মধ্যে সবদিক থেকে ভারসাম্য রয়েছে ৷"

বিশেষত ভারতীয় দলের গ্রাউন্ড ফিল্ডিংয়ে মুগ্ধ ফারুক ৷ তিনি বলেন, "ফিল্ডিংয়ে এই দলটা অভূতপূর্ব উন্নতি করেছে ৷ ভারতের প্রথম ম্যাচের পর আমার বন্ধুদের বলেছিলাম, 'এই দলটাই চ্যাম্পিয়ন' ৷ ওরা বিশ্বকাপের সেরা দাবিদার ৷" 1961-75 সাল চোদ্দো বছরের ক্রিকেট কেরিয়ারে বিশ্বের তাবড় ক্রিকেটারদের বিরুদ্ধে খেলেছেন ইঞ্জিনিয়ার ৷ 85 বছরের প্রাক্তন এই ক্রিকেটার মনে করেন, রোহিত শর্মাদের ব্যর্থ হওয়ার কোনও কারণ নেই ৷ এই দাপট এবং আক্রমণ বজায় রাখলে যে কোনও দলকে নিমেষে পর্যুদস্ত করতে সক্ষম ভারত ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি বলেন, ‘‘2015-র বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং 2019 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হারতে হয়েছিল ভারতকে ৷ তবে, এই বিশ্বকাপের অভিযান সম্পূর্ণ আলাদা ৷ ভারতের ব্যাটিং ও বোলিংয়ে এত গভীরতা আগে কখনও ছিল না ৷ এই বিশ্বকাপে ভারতের ব্যর্থ হওয়ার কোনও কারণ আমি দেখছি না ৷’’

কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা শোনা গেল ইঞ্জিনিয়ারের মুখে ৷ তিনি বলেন, ‘‘কোচ হিসেবে রাহুল দ্রাবিড় অসাধারণ কাজ করছেন ৷ রবি শাস্ত্রী যে ধারাটা তৈরি করে দিয়েছিলেন, সেটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে রাহুল ৷ ওর কারণেই ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটার আকর্ষণীয় ও ইতিবাচক ক্রিকেট খেলতে পারছে ৷ যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জেতার জন্য এটা খুব প্রয়োজন ৷ এমনকি রোহিত শর্মা সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন ৷’’ উল্লেখ্য, ওপেন করতে নেমে রোহিত আগ্রাসী ক্রিকেট ফারুক ইঞ্জিনিয়ারকে মুগ্ধ করেছে ৷

তবে, ভারতীয় দলের বাইরে ফারুক ইঞ্জিনিয়ারকে মুগ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট দল ৷ জানালেন, তিনি আফগানিস্তান ক্রিকেট দলের একজন বড় সমর্থক ৷ এর কারণ, আফগানদের লড়াই ৷ আইসিসি-তে স্বীকৃতি পাওয়ার জন্য এই দলটা নিজেদের পারফরম্যান্সকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছে ৷ আর এই টুর্নামেন্টে সেটা প্রতিফলিত হয়েছে বলে মনে করেন তিনি ৷ 9 ম্যাচের মধ্যে চারটিতে জয় এর উদাহরণ বলে জানান ইঞ্জিনিয়ার ৷ তবে, শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে দলটা সেমিফাইনালে উঠতে পারেনি ৷ আগামী দিনে বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে আফগানিস্তান উঠে আসবে বলে বিশ্বাস তাঁর ৷

আরও পড়ুন:

  1. বিরাটের মানসিক দৃঢ়তায় মুগ্ধ স্যর ভিভ, নকআউটে আগ্রাসী ক্রিকেট বজায় রাখার পরামর্শ ভারতকে
  2. রূপকথার ইনিংসে হাফ-ডজন রেকর্ডের মালিক 'ম্যাড ম্যাক্স'
  3. সচিনই অনুপ্রেরণা, জানালেন বিশ্বকাপে আফগানদের প্রথম সেঞ্চুরিয়ন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.