ETV Bharat / sports

Ollie Robinson: সাসপেন্ড হওয়ার পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন ওলি রবিসন - ওলি রবিসন

সপ্তাহ খানেক আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে নিজের অভিষেক ম্যাচ খেলেন রবিসন ৷ সেই ম্যাচই তাঁর শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় ৷ নেমে আসে নির্বাসনের খাঁড়া ৷ তাঁর সাসপেনশনের পর পরিবর্ত ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড দলে যোগ দেন ওলি স্টোন ৷

ওলি রবিসন
ওলি রবিসন
author img

By

Published : Jun 10, 2021, 10:07 PM IST

লন্ডন, 10 জুন : আগেই সাসপেন্ড হয়েছেন ৷ এবার ক্রিকেট থেকে কিছুদিনের বিরতি নিলেন ওলি রবিসন ৷ আট বছর আগে করা তাঁর একটি টুইট ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ বর্ণবিদ্বেষমূলক ও যৌনতামূলক শব্দ টুইট করেন বলে অভিযোগ ৷ এরপরই তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ তবে পুরো বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ ৷

সপ্তাহ খানেক আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে নিজের অভিষেক ম্যাচ খেলেন রবিসন ৷ সেই ম্যাচই তাঁর শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় ৷ নেমে আসে নির্বাসনের খাঁড়া ৷ তাঁর সাসপেনশনের পর পরিবর্ত ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড দলে যোগ দেন ওলি স্টোন ৷

তাঁর কাউন্টি দল সাসেক্স একটি বিবৃতি দিয়ে জানায়, ওলি রবিসন প্রথম দুটি ম্যাচের জন্য সাসেক্স দলে নেই ৷ কঠিন সময়ের পর ওলি স্বল্প বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান ৷ সাসেক্স ক্রিকেট ক্লাব তাঁর সিদ্ধান্তকে সম্মান করে ৷

আরও পড়ুন : WTC final : একসঙ্গে অনুশীলন শুরু করলেন বিরাট-রোহিতরা

তবে শুধু ওলি রবিসন নন, কয়েক বছর আগে বিতর্কিত টুইট করার জন্য ইংল্যান্ড টেস্ট দলের সর্বাধিক উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন, ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগ্যান ও জস বাটলারের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷

লন্ডন, 10 জুন : আগেই সাসপেন্ড হয়েছেন ৷ এবার ক্রিকেট থেকে কিছুদিনের বিরতি নিলেন ওলি রবিসন ৷ আট বছর আগে করা তাঁর একটি টুইট ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ বর্ণবিদ্বেষমূলক ও যৌনতামূলক শব্দ টুইট করেন বলে অভিযোগ ৷ এরপরই তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ তবে পুরো বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ ৷

সপ্তাহ খানেক আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে নিজের অভিষেক ম্যাচ খেলেন রবিসন ৷ সেই ম্যাচই তাঁর শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় ৷ নেমে আসে নির্বাসনের খাঁড়া ৷ তাঁর সাসপেনশনের পর পরিবর্ত ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড দলে যোগ দেন ওলি স্টোন ৷

তাঁর কাউন্টি দল সাসেক্স একটি বিবৃতি দিয়ে জানায়, ওলি রবিসন প্রথম দুটি ম্যাচের জন্য সাসেক্স দলে নেই ৷ কঠিন সময়ের পর ওলি স্বল্প বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান ৷ সাসেক্স ক্রিকেট ক্লাব তাঁর সিদ্ধান্তকে সম্মান করে ৷

আরও পড়ুন : WTC final : একসঙ্গে অনুশীলন শুরু করলেন বিরাট-রোহিতরা

তবে শুধু ওলি রবিসন নন, কয়েক বছর আগে বিতর্কিত টুইট করার জন্য ইংল্যান্ড টেস্ট দলের সর্বাধিক উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন, ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগ্যান ও জস বাটলারের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.