ETV Bharat / sports

KL Rahul on Kuldeep Yadav: কোনও আক্ষেপ নেই, কুলদীপকে বাদ দেওয়া প্রসঙ্গে জানালেন রাহুল - India Win by 3 Wickets Against Bangladesh

কুলদীপকে মীরপুর টেস্টে বসানোর সিদ্ধান্তে কোনও আক্ষেপ নেই কেএল রাহুলের (No Regrets on Kuldeep Yadav Decision) ৷ এদিন কষ্টার্জিত জয়ের পর সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ভারতের স্ট্যান্ড-বাই অধিনায়ক (KL Rahul Defending Himself After Match) ৷

No Regrets on Kuldeep Yadav Decision KL Rahul  ETV BHARAT
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে উইকেট সেলিব্রেশন রাহুল-অশ্বিনদের
author img

By

Published : Dec 25, 2022, 10:50 PM IST

মীরপুর, 25 ডিসেম্বর: কুলদীপ যাদবকে দ্বিতীয় টেস্ট দলে না-রাখার জন্য কোনও আক্ষেপ নেই স্ট্যান্ড-বাই অধিনায়ক কেএল রাহুলের ৷ বাংলাদেশের বিরুদ্ধে হারের মুখে ম্যাচ জিতে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কেএল (No Regrets on Kuldeep Yadav Decision KL Rahul Defending Himself After Match) ৷ তবে, এটাও স্বীকার করে নিয়েছেন, বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সময় তাঁর তৃতীয় স্পিনারের অভাব বোধ হয়েছিল ৷ তবে চায়নাম্যান বোলারকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার জন্য কোনও আক্ষেপ তাঁর মধ্যে নেই, যা অবাক করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের ৷

প্রসঙ্গত, মীরপুর টেস্টে এদিন হারের মুখ থেকে ভারতীয় দলকে ফিরিয়ে নিয়ে এসেছেন শ্রেয়স আইয়ার এবং রবিচন্দ্রন অশ্বিনের 71 রানের অপরাজিত পার্টনারশিপ (India Win by 3 Wickets Against Bangladesh) ৷ যেখানে হাতে 2 দিনের বেশি সময় নিয়ে মাত্র 145 রান তাড়া করতে নেমে মাত্র 74 রানে ভারত 7 উইকেট হারিয়ে ম্যাচ হারতে বসেছিল ৷ সেখান থেকে প্রথমে অক্ষর প্যাটেল এবং পরবর্তী সময়ে শ্রেয়স ও অশ্বিন ভারতকে টেনে তোলেন ৷ এমনকি মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এর আগে সর্বোচ্চ 209 রান তাড়া করে জিতেছে কোনও দল ৷ সেখানে 145 রান মীরপুরের ঘূর্ণ পিচে 445-এর সমান মনে হচ্ছিল একটা সময় ৷

প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র 227 রানে অলআউট হয়ে যায় ৷ সেখানে ভারত তোলে 314 রান ৷ 87 রানের যে লিড ভারত নিয়েছিল, তার চাপ শুরু থেকেই ছিল বাংলাদেশ ব্যাটারদের উপর ৷ একটা সময়ে 70 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ ৷ সেখান থেকে লিটন দাস এবং লোয়ার অর্ডারের ব্যাটাররা মিলে বাংলাদেশকে 231 রানে পর্যন্ত নিয়ে যায় ৷ তৃতীয়দিনের মীরপুরের পিচে প্রথম ম্যাচে 8 উইকেট নেওয়া কুলদীপ থাকলে বাংলাদেশ হয়তো 150 রানের মধ্যে গুটিয়ে যেত ৷ সেক্ষেত্রে হারের মুখ থেকে বেঁচে ফিরতে হতো না ভারতকে ৷

আরও পড়ুন: শ্রেয়স-অশ্বিনের ব্যাটে দ্বিতীয় টেস্টে কষ্টার্জিত জয়, 2-0 সিরিজ ভারতের

এদিন কুলদীপকে প্রথম একাদশে না রাখা নিয়ে কেএল বলেন, ‘‘আমি ওই সিদ্ধান্তের জন্য আক্ষেপ করছি না ৷ ওটা সঠিক সিদ্ধান্ত ছিল ৷ আপনারা যদি উইকেট দেখেন, তাহলে আমাদের ফাস্ট বোলাররাও অনেক উইকেট নিয়েছেন ৷ আর তাঁরা অনেক সাহায্যও পেয়েছেন পিচ থেকে ৷ পিচে অসমতল বাউন্স ছিল ৷’’ কিন্তু শ্রেয়স বা অশ্বিনের মধ্যে কেউ আউট হয়ে গেলে ভারত আজ নিশ্চিতভাবে দ্বিতীয় টেস্ট হারত ৷ কারণ, দু’দিক থেকেই শ্রেয়স এবং অশ্বিন বাংলাদেশ বোলারদের উপরে আক্রমণ করেছিলেন ৷ সেখানে উমেশ যাদব এবং মহম্মদ সিরাজকে নিয়ে অশ্বিন বা শ্রেয়সের পক্ষে সেই ইনিংস খেলা সম্ভব হত না ৷ আর ম্যাচ হারার পর কুলদীপকে দলে না-রাখার সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ না-থাকার কথা তিনি বলতে পারতেন কি !

মীরপুর, 25 ডিসেম্বর: কুলদীপ যাদবকে দ্বিতীয় টেস্ট দলে না-রাখার জন্য কোনও আক্ষেপ নেই স্ট্যান্ড-বাই অধিনায়ক কেএল রাহুলের ৷ বাংলাদেশের বিরুদ্ধে হারের মুখে ম্যাচ জিতে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কেএল (No Regrets on Kuldeep Yadav Decision KL Rahul Defending Himself After Match) ৷ তবে, এটাও স্বীকার করে নিয়েছেন, বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সময় তাঁর তৃতীয় স্পিনারের অভাব বোধ হয়েছিল ৷ তবে চায়নাম্যান বোলারকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার জন্য কোনও আক্ষেপ তাঁর মধ্যে নেই, যা অবাক করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের ৷

প্রসঙ্গত, মীরপুর টেস্টে এদিন হারের মুখ থেকে ভারতীয় দলকে ফিরিয়ে নিয়ে এসেছেন শ্রেয়স আইয়ার এবং রবিচন্দ্রন অশ্বিনের 71 রানের অপরাজিত পার্টনারশিপ (India Win by 3 Wickets Against Bangladesh) ৷ যেখানে হাতে 2 দিনের বেশি সময় নিয়ে মাত্র 145 রান তাড়া করতে নেমে মাত্র 74 রানে ভারত 7 উইকেট হারিয়ে ম্যাচ হারতে বসেছিল ৷ সেখান থেকে প্রথমে অক্ষর প্যাটেল এবং পরবর্তী সময়ে শ্রেয়স ও অশ্বিন ভারতকে টেনে তোলেন ৷ এমনকি মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এর আগে সর্বোচ্চ 209 রান তাড়া করে জিতেছে কোনও দল ৷ সেখানে 145 রান মীরপুরের ঘূর্ণ পিচে 445-এর সমান মনে হচ্ছিল একটা সময় ৷

প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র 227 রানে অলআউট হয়ে যায় ৷ সেখানে ভারত তোলে 314 রান ৷ 87 রানের যে লিড ভারত নিয়েছিল, তার চাপ শুরু থেকেই ছিল বাংলাদেশ ব্যাটারদের উপর ৷ একটা সময়ে 70 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ ৷ সেখান থেকে লিটন দাস এবং লোয়ার অর্ডারের ব্যাটাররা মিলে বাংলাদেশকে 231 রানে পর্যন্ত নিয়ে যায় ৷ তৃতীয়দিনের মীরপুরের পিচে প্রথম ম্যাচে 8 উইকেট নেওয়া কুলদীপ থাকলে বাংলাদেশ হয়তো 150 রানের মধ্যে গুটিয়ে যেত ৷ সেক্ষেত্রে হারের মুখ থেকে বেঁচে ফিরতে হতো না ভারতকে ৷

আরও পড়ুন: শ্রেয়স-অশ্বিনের ব্যাটে দ্বিতীয় টেস্টে কষ্টার্জিত জয়, 2-0 সিরিজ ভারতের

এদিন কুলদীপকে প্রথম একাদশে না রাখা নিয়ে কেএল বলেন, ‘‘আমি ওই সিদ্ধান্তের জন্য আক্ষেপ করছি না ৷ ওটা সঠিক সিদ্ধান্ত ছিল ৷ আপনারা যদি উইকেট দেখেন, তাহলে আমাদের ফাস্ট বোলাররাও অনেক উইকেট নিয়েছেন ৷ আর তাঁরা অনেক সাহায্যও পেয়েছেন পিচ থেকে ৷ পিচে অসমতল বাউন্স ছিল ৷’’ কিন্তু শ্রেয়স বা অশ্বিনের মধ্যে কেউ আউট হয়ে গেলে ভারত আজ নিশ্চিতভাবে দ্বিতীয় টেস্ট হারত ৷ কারণ, দু’দিক থেকেই শ্রেয়স এবং অশ্বিন বাংলাদেশ বোলারদের উপরে আক্রমণ করেছিলেন ৷ সেখানে উমেশ যাদব এবং মহম্মদ সিরাজকে নিয়ে অশ্বিন বা শ্রেয়সের পক্ষে সেই ইনিংস খেলা সম্ভব হত না ৷ আর ম্যাচ হারার পর কুলদীপকে দলে না-রাখার সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ না-থাকার কথা তিনি বলতে পারতেন কি !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.