ETV Bharat / sports

Arshdeep Singh: গদ্দার থেকে 'সর্দার', এমসিজি-তে সেই পাকিস্তানের বিরুদ্ধেই শাপমুক্তি আর্শদীপের! - Netizens react as Arshdeep Singh takes 3 wickets

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আসিফ আলির ক্যাচ ফেলে বিশ্বাসঘাতকের তকমা জুটেছিল তাঁর ৷ সোশাল মিডিয়ার তিরস্কারে সেদিন তরুণ আর্শদীপের (Arshdeep Singh) চোখের কোণে জল চিকচিক করে উঠেছিল বৈকি ৷ মনে মনে আর্শদীপ সেদিনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন হয়তো ৷ যা ঝরে পড়ল রবিবাসরীয় এমসিজি-তে (MCG) ৷

Arshdeep Singh
এমসিজি-তে সেই পাকিস্তানের বিরুদ্ধেই শাপমুক্তি আর্শদীপের
author img

By

Published : Oct 23, 2022, 4:47 PM IST

Updated : Oct 23, 2022, 4:53 PM IST

মেলবোর্ন, 23 অক্টোবর: দু'মাসেরও কম সময়ের ঘটনা ৷ এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আসিফ আলির ক্যাচ ফেলে বিশ্বাসঘাতকের তকমা জুটেছিল তাঁর ৷ সোশাল মিডিয়ার তিরস্কারে সেদিন তরুণ আর্শদীপের (Arshdeep Singh) চোখের কোণে জল চিকচিক করে উঠেছিল বৈকি ৷ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার রাস্তা সাফ হয়েছিল ভারতের ৷ মনে মনে আর্শদীপ সেদিনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন হয়তো ৷ বছর তেইশের বাঁ-হাতি পেসারের সেই সংকল্প এবং জেদ রবিবাসরীয় এমসিজি-তে (MCG) ঝরে পড়ল বারেবারে ৷ টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই পাকিস্তানের বিরুদ্ধেই 3 উইকেট নিয়ে যেন শাপমোচন করলেন আর্শদীপ ৷

এদিন প্রথম বলেই ফেরালেন বিপক্ষের অধিনায়ক তথা তারকা ব্যাটার বাবর আজমকে (Babar Azam) ৷ পরের ওভারে আর্শদীপের শিকার বিশ্বের পয়লা নম্বর মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ৷ প্রাথমিক ধাক্কা সামলে পাকিস্তান ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু ততক্ষণে আসমুদ্র-হিমাচলের চোখে গদ্দার থেকে 'সর্দার' বনে গিয়েছেন আর্শদীপ ৷

এদিন পাক অধিনায়ককে বিষাক্ত ইনসুইংগারে লেগ বিফোর উইকেট করেন শিখ পেসার ৷ আর রিজওয়ান ঠকে যান আর্শদীপের শর্ট বলের ফাঁদে পা দিয়ে ৷ যে আসিফ আলির ক্য়াচ ফেলে এশিয়া কাপে খলনায়ক তকমা জুটেছিল, এদিন সেই আসিফ আলিকেও ডাগ-আউটে ফেরান তিনি ৷ 4 ওভারে 32 রানে 3 উইকেট নেওয়ার পর এদিন সোশাল মিডিয়ায় দেদার প্রশংসা কুড়োলেন আর্শদীপ (Netizens react as Arshdeep Singh takes 3 wickets against Pakistan) ৷

আরও পড়ুন: দুবাইয়ের বদলা নিতে মেলবোর্নে ভারতের দরকার 160

এক নেটাগরিক লিখলেন, "নামটা মনে রাখবেন আর্শদীপ সিং ৷ আগামিদিনে জাতীয় দলের সেরা বোলার ৷" আরেক অনুরাগী লিখলেন, "মুখের কথার চেয়ে কাজে জবাব দেওয়াটাই শ্রেয় ৷ আজ আর্শদীপ প্রমাণ করল ও গেম চেঞ্জার ৷" আরও একজন লিখলেন, "আর্শদীপ শেখাল প্রত্যাবর্তন কাকে বলে ৷"

মেলবোর্ন, 23 অক্টোবর: দু'মাসেরও কম সময়ের ঘটনা ৷ এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আসিফ আলির ক্যাচ ফেলে বিশ্বাসঘাতকের তকমা জুটেছিল তাঁর ৷ সোশাল মিডিয়ার তিরস্কারে সেদিন তরুণ আর্শদীপের (Arshdeep Singh) চোখের কোণে জল চিকচিক করে উঠেছিল বৈকি ৷ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার রাস্তা সাফ হয়েছিল ভারতের ৷ মনে মনে আর্শদীপ সেদিনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন হয়তো ৷ বছর তেইশের বাঁ-হাতি পেসারের সেই সংকল্প এবং জেদ রবিবাসরীয় এমসিজি-তে (MCG) ঝরে পড়ল বারেবারে ৷ টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই পাকিস্তানের বিরুদ্ধেই 3 উইকেট নিয়ে যেন শাপমোচন করলেন আর্শদীপ ৷

এদিন প্রথম বলেই ফেরালেন বিপক্ষের অধিনায়ক তথা তারকা ব্যাটার বাবর আজমকে (Babar Azam) ৷ পরের ওভারে আর্শদীপের শিকার বিশ্বের পয়লা নম্বর মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ৷ প্রাথমিক ধাক্কা সামলে পাকিস্তান ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু ততক্ষণে আসমুদ্র-হিমাচলের চোখে গদ্দার থেকে 'সর্দার' বনে গিয়েছেন আর্শদীপ ৷

এদিন পাক অধিনায়ককে বিষাক্ত ইনসুইংগারে লেগ বিফোর উইকেট করেন শিখ পেসার ৷ আর রিজওয়ান ঠকে যান আর্শদীপের শর্ট বলের ফাঁদে পা দিয়ে ৷ যে আসিফ আলির ক্য়াচ ফেলে এশিয়া কাপে খলনায়ক তকমা জুটেছিল, এদিন সেই আসিফ আলিকেও ডাগ-আউটে ফেরান তিনি ৷ 4 ওভারে 32 রানে 3 উইকেট নেওয়ার পর এদিন সোশাল মিডিয়ায় দেদার প্রশংসা কুড়োলেন আর্শদীপ (Netizens react as Arshdeep Singh takes 3 wickets against Pakistan) ৷

আরও পড়ুন: দুবাইয়ের বদলা নিতে মেলবোর্নে ভারতের দরকার 160

এক নেটাগরিক লিখলেন, "নামটা মনে রাখবেন আর্শদীপ সিং ৷ আগামিদিনে জাতীয় দলের সেরা বোলার ৷" আরেক অনুরাগী লিখলেন, "মুখের কথার চেয়ে কাজে জবাব দেওয়াটাই শ্রেয় ৷ আজ আর্শদীপ প্রমাণ করল ও গেম চেঞ্জার ৷" আরও একজন লিখলেন, "আর্শদীপ শেখাল প্রত্যাবর্তন কাকে বলে ৷"

Last Updated : Oct 23, 2022, 4:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.