ETV Bharat / sports

ICC World Cup 2023: ওয়ান ডে ক্রিকেটে 100 উইকেটের ক্লাবে আফগান স্পিনার মুজিব

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 6:43 PM IST

Mujeeb-Ur-Rahman Joins 'Club 100' in ODI: 2023 ক্রিকেট বিশ্বকাপে সকলকে অবাক করে দিয়েছে আফগানিস্তান ৷ এই মুহূর্তে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার থেকেও ভালো জায়গায় রয়েছেন মুজিব-উর-রহমানরা ৷ সেখানেই আফগান এই স্পিনার ওয়ান ডে ক্রিকেটে 100 উইকেটের মাইলস্টোন ছুঁলেন ৷

Image Courtesy: Afghanistan Cricket Board X
Image Courtesy: Afghanistan Cricket Board X

লখনউ, 4 নভেম্বর: এবারের বিশ্বকাপে অন্যান্য বড় দলগুলির বিরুদ্ধে সমানে টক্কর দিয়েছে আফগানিস্তান ৷ এই মুহূর্তে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় 5 নম্বরে রয়েছে তারা ৷ আর এই অসাধারণ পারফর্ম্যান্সে অন্যতম ভূমিকা রয়েছে অফস্পিনার মুজিব-উর-রহমানের ৷ সেই মুজিবের ওয়ান-ডে ক্রিকেটে এক নতুন পালক যুক্ত হল ৷ 100 উইকেট শিকারি বোলারদের তালিকায় নাম লেখালেন তিনি ৷ 73 ওয়ান-ডে ম্যাচে 72 ইনিংসে 100 উইকেট তাঁর নামে ৷ শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে মুজিব 10 ওভারে 40 রান দিয়ে 1 উইকেট নেন ৷

লখনউয়ের ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে নেদারল্যান্ডসের ওপেনার ওয়েসলি ব্যারেসিকে লেগ-বিফর উইকেটের শিকার করেন মুজিব ৷ সেই সঙ্গে ওয়ান-ডে কেরিয়ারের 100তম শিকার তুলে নেন তিনি ৷ এই মুহূর্তে আফগানিস্তানের হয়ে প্রথমস্থানে রয়েছেন রাশিদ খান ৷ তারকা লেগস্পিনার 101 ম্যাচ খেলে 179 উইকেট নিয়েছেন ৷ আর দ্বিতীয়স্থানে থাকা প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি 154 ম্যাচ খেলে 160 উইকেট তুলেছেন ওয়ান ডে ক্রিকেটে ৷ তৃতীয় স্থানে প্রাক্তন আফগান পেসার দওলাত জারদান 115 উইকেট পেয়েছেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সত্যিটা হজম করা কঠিন, বিশ্বকাপ থেকে ছিটকে হতাশ হার্দিক

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান প্রথমের দিকে পরপর কয়েকটি ম্যাচ হারে ৷ এর পর ইংল্যান্ড ম্যাচে বিশ্বকাপের প্রথম জয় পেতেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান দল ৷ একে একে পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারানোর পর গতকাল নেদারল্যান্ডসের বিরুদ্ধেও একপেশে ম্যাচ জিতেছে আফগানরা ৷ উল্লেখ্য, হাসমাতুল্লাহ শাহিদিরা চারটি ম্যাচই দাপটের সঙ্গে জিতেছে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে 69 রানে ম্যাচ জেতে তারা ৷ পাকিস্তানকে 8 উইকেটে এবং শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারায় আফগানিস্তান ক্রিকেট দল ৷

আফগানদের পরবর্তী দুই ম্যাচ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷ দু’টি ম্যাচই কঠিন ৷ তবে, বিশ্বকাপের মঞ্চে যে হারে অঘটন ঘটেছে, তাতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান দলকে হালকাভাবে নিলে ভুল করবে ৷

লখনউ, 4 নভেম্বর: এবারের বিশ্বকাপে অন্যান্য বড় দলগুলির বিরুদ্ধে সমানে টক্কর দিয়েছে আফগানিস্তান ৷ এই মুহূর্তে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় 5 নম্বরে রয়েছে তারা ৷ আর এই অসাধারণ পারফর্ম্যান্সে অন্যতম ভূমিকা রয়েছে অফস্পিনার মুজিব-উর-রহমানের ৷ সেই মুজিবের ওয়ান-ডে ক্রিকেটে এক নতুন পালক যুক্ত হল ৷ 100 উইকেট শিকারি বোলারদের তালিকায় নাম লেখালেন তিনি ৷ 73 ওয়ান-ডে ম্যাচে 72 ইনিংসে 100 উইকেট তাঁর নামে ৷ শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে মুজিব 10 ওভারে 40 রান দিয়ে 1 উইকেট নেন ৷

লখনউয়ের ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে নেদারল্যান্ডসের ওপেনার ওয়েসলি ব্যারেসিকে লেগ-বিফর উইকেটের শিকার করেন মুজিব ৷ সেই সঙ্গে ওয়ান-ডে কেরিয়ারের 100তম শিকার তুলে নেন তিনি ৷ এই মুহূর্তে আফগানিস্তানের হয়ে প্রথমস্থানে রয়েছেন রাশিদ খান ৷ তারকা লেগস্পিনার 101 ম্যাচ খেলে 179 উইকেট নিয়েছেন ৷ আর দ্বিতীয়স্থানে থাকা প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি 154 ম্যাচ খেলে 160 উইকেট তুলেছেন ওয়ান ডে ক্রিকেটে ৷ তৃতীয় স্থানে প্রাক্তন আফগান পেসার দওলাত জারদান 115 উইকেট পেয়েছেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সত্যিটা হজম করা কঠিন, বিশ্বকাপ থেকে ছিটকে হতাশ হার্দিক

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান প্রথমের দিকে পরপর কয়েকটি ম্যাচ হারে ৷ এর পর ইংল্যান্ড ম্যাচে বিশ্বকাপের প্রথম জয় পেতেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান দল ৷ একে একে পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারানোর পর গতকাল নেদারল্যান্ডসের বিরুদ্ধেও একপেশে ম্যাচ জিতেছে আফগানরা ৷ উল্লেখ্য, হাসমাতুল্লাহ শাহিদিরা চারটি ম্যাচই দাপটের সঙ্গে জিতেছে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে 69 রানে ম্যাচ জেতে তারা ৷ পাকিস্তানকে 8 উইকেটে এবং শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারায় আফগানিস্তান ক্রিকেট দল ৷

আফগানদের পরবর্তী দুই ম্যাচ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷ দু’টি ম্যাচই কঠিন ৷ তবে, বিশ্বকাপের মঞ্চে যে হারে অঘটন ঘটেছে, তাতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান দলকে হালকাভাবে নিলে ভুল করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.