ETV Bharat / sports

MS Dhoni Playing Golf with Trump: ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেললেন ধোনি, ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় - গল্ফে মগ্ন ধোনি এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

MS Dhoni Spotted Playing Golf with Donald Trump: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে গলফ খেলছেন ডোনাল্ড ট্রাম্প ৷ সেই ভিডিয়োই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ ধোনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছেন ৷ সেখানেই ট্রাম্পের সঙ্গে গলফে মাতলেন ।

MS Dhoni Playing Golf with Trump ETV BHARAT
MS Dhoni Playing Golf with Trump
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 5:48 PM IST

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলছেন মহেন্দ্র সিং ধোনি ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে ৷ গত বুধবার যুক্তরাষ্ট্র ওপেনের ম্যাচ দেখতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে গিয়েছিলেন মাহি ৷ সেখানে তাঁকে ক্যামেরাবন্দি করে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা ৷ আর তার পরের দিনই ভাইরাল মাহি এবং ট্রাম্পের গল্ফ কোর্টের ভিডিয়ো ৷ জানা গিয়েছে, দুবাইয়ের এক ব্যবসায়ী হিতেশ সাংঘভি সেই ভিডিয়োটি প্রথম শেয়ার করেন ৷

সাংঘভি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘‘মহেন্দ্র সিং ধোনি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফে ৷ ধন্যবাদ প্রেসিডেন্ট এই অসাধারণ আপ্যায়নের জন্য ৷ শুধু তাই নয় ৷ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেন ওই ব্যবসায়ী ৷ সেখানে ধোনি এবং ট্রাম্পকে গলফ কোর্টে খোশ মেজাজে দেখা যায় ৷ ধোনি বুধবার কার্লোস আলকারাজ এবং অ্যালেকজান্ডার জেরেভের মধ্যে হওয়া যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার-ফাইনাল দেখতে যান ৷

এই মুহূর্তে অবসর জীবন চুটিয়ে উপভোগ করছেন মাহি ৷ সিএসকে-কে 2023 আইপিএলে পঞ্চমবার চ্যাম্পিয়ন করার পর পুরোপুরি ছুটির মুডে রয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক ৷ অবশ্য তার আগে মুম্বইয়ের হাসপাতালে তাঁর হাটুর অস্ত্রোপচার হয় ৷ যে চোট নিয়েই পুরো আইপিএল খেলেছিলেন মাহি ৷ অস্ত্রোপচারের পর ধোনি একাধিক ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ কখনও মুম্বই থেকে রাঁচির বাড়িতে ফেরার সময়, বিমান সেবিকার তাঁর ক্যান্ডি ক্রাশ খেলার ভিডিয়ো পোস্ট করা ৷ আবার স্ত্রী সাক্ষীর ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গে ধোনির গাড়ির গ্যারাজের ছবি ৷

আরও পড়ুন: অমিতাভের পর সচিনের হাতে গোল্ডেন টিকিট তুলে দিল বিসিসিআই

এমনকি রাঁচির রাস্তায় নিজের গাড়ির অ্যান্টিক কালেকশন নিয়ে বেরিয়ে পড়ার ভিডিয়ো রাস্তায় ভাইরাল হয়েছে ৷ কখনও 1970 সালের আবার কখনও 80’র দশকের বিদেশি গাড়ি নিয়ে রাঁচির রাজপথে দাপিয়ে বেরিয়েছেন মাহি ৷ আর এবার তাঁকে দেখা গেল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৷ তাও আবার গলফ কোর্টে ৷ আর ক্রিকেট মাঠে তাঁকে হয়তো ফের আইপিএল-এর মঞ্চে দেখা যাবে ৷

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলছেন মহেন্দ্র সিং ধোনি ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে ৷ গত বুধবার যুক্তরাষ্ট্র ওপেনের ম্যাচ দেখতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে গিয়েছিলেন মাহি ৷ সেখানে তাঁকে ক্যামেরাবন্দি করে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা ৷ আর তার পরের দিনই ভাইরাল মাহি এবং ট্রাম্পের গল্ফ কোর্টের ভিডিয়ো ৷ জানা গিয়েছে, দুবাইয়ের এক ব্যবসায়ী হিতেশ সাংঘভি সেই ভিডিয়োটি প্রথম শেয়ার করেন ৷

সাংঘভি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘‘মহেন্দ্র সিং ধোনি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফে ৷ ধন্যবাদ প্রেসিডেন্ট এই অসাধারণ আপ্যায়নের জন্য ৷ শুধু তাই নয় ৷ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেন ওই ব্যবসায়ী ৷ সেখানে ধোনি এবং ট্রাম্পকে গলফ কোর্টে খোশ মেজাজে দেখা যায় ৷ ধোনি বুধবার কার্লোস আলকারাজ এবং অ্যালেকজান্ডার জেরেভের মধ্যে হওয়া যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার-ফাইনাল দেখতে যান ৷

এই মুহূর্তে অবসর জীবন চুটিয়ে উপভোগ করছেন মাহি ৷ সিএসকে-কে 2023 আইপিএলে পঞ্চমবার চ্যাম্পিয়ন করার পর পুরোপুরি ছুটির মুডে রয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক ৷ অবশ্য তার আগে মুম্বইয়ের হাসপাতালে তাঁর হাটুর অস্ত্রোপচার হয় ৷ যে চোট নিয়েই পুরো আইপিএল খেলেছিলেন মাহি ৷ অস্ত্রোপচারের পর ধোনি একাধিক ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ কখনও মুম্বই থেকে রাঁচির বাড়িতে ফেরার সময়, বিমান সেবিকার তাঁর ক্যান্ডি ক্রাশ খেলার ভিডিয়ো পোস্ট করা ৷ আবার স্ত্রী সাক্ষীর ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গে ধোনির গাড়ির গ্যারাজের ছবি ৷

আরও পড়ুন: অমিতাভের পর সচিনের হাতে গোল্ডেন টিকিট তুলে দিল বিসিসিআই

এমনকি রাঁচির রাস্তায় নিজের গাড়ির অ্যান্টিক কালেকশন নিয়ে বেরিয়ে পড়ার ভিডিয়ো রাস্তায় ভাইরাল হয়েছে ৷ কখনও 1970 সালের আবার কখনও 80’র দশকের বিদেশি গাড়ি নিয়ে রাঁচির রাজপথে দাপিয়ে বেরিয়েছেন মাহি ৷ আর এবার তাঁকে দেখা গেল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৷ তাও আবার গলফ কোর্টে ৷ আর ক্রিকেট মাঠে তাঁকে হয়তো ফের আইপিএল-এর মঞ্চে দেখা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.