ETV Bharat / sports

Virat on MS Dhoni: খারাপ সময়ে পাশে পেয়েছিলেন ধোনিকে, ফের ‘অধিনায়ক’কে ধন্যবাদ কোহলির - MS Dhoni

ফর্ম হারানোর সময়ে তাঁকে ফোন করেছিলেন এমএস ধোনি (Virat on MS Dhoni) ৷ একথা জানিয়ে ফের তাঁর অধিনায়ককে ধন্যবাদ জানালেন বিরাট ৷

Virat on MS Dhoni ETV BHARAT
Virat on MS Dhoni
author img

By

Published : Feb 25, 2023, 5:48 PM IST

মুম্বই, 25 ফেব্রুয়ারি: আগেও বলেছিলেন ৷ ফের একবার মহেন্দ্র সিং ধোনির প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিরাট কোহলি ৷ প্রায় তিনবছর বাইশ গজে খারাপ সময় কাটানোর সময় পরিবার ছাড়া কেবল তাঁর প্রাক্তন অধিনায়ককে পাশে পেয়েছিলেন বলে জানালেন বিরাট (MS Dhoni Only Person to Reaches Out Virat Kohli) ৷ একমাত্র এমএস ধোনিই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই খারাপ সময়ে, জানালেন বিরাট ৷ আইপিএল ফ্র্যাঞ্চাইজি আরসিবি-র পডকাস্টে একথা শেয়ার করলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

উল্লেখ্য, 2019 সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে কেরিয়ারের 70তম সেঞ্চুরিটি করেছিলেন বিরাট ৷ পরবর্তী সেঞ্চুরি পেতে প্রায় তিন বছর অপেক্ষা করতে হয়েছিল তাঁকে ৷ সেই প্রতিক্ষার অবসান হয় 2022 সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপ চলাকালীন ৷ এরপর 2023 সালে 4টি ওয়ান-ডে'র মধ্যে 3টি সেঞ্চুরি করেন মর্ডান ডে গ্রেট ৷ কিন্তু মাঝের সেই 3 বছরের দীর্ঘ সময়ে বিরাটকে বহু সমালোচনার মধ্যে পড়তে হয়েছে ৷ তাঁর বড় রান না করা, ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেও আউট হয়ে যাওয়া নিয়েও বিশেষজ্ঞদের সমালোচনার শিকার হতে হয় 'দিল্লি বয়'কে ৷ এমনকী এই সময়কালে একে একে তিনটি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরতে হয় বিরাটকে ৷

সেই সময় তাঁর পাশে হাতে গোনা কয়েকজনকে পেয়েছিলেন বিরাট কোহলি ৷ যাঁর মধ্যে স্ত্রী অনুষ্কা শর্মা অবশ্যই প্রথমজন ৷ পাশে পেয়েছিলেন ছোটবেলার কোচ এবং অবশ্যই মহেন্দ্র সিং ধোনিকে ৷ বিরাট পডকাস্টে বলেন, ‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই সময় অনুষ্কা আমার অন্যতম চালিকা শক্তি ছিল ৷ কারণ ওই একমাত্র সেই সময় সর্বক্ষণ আমার সঙ্গে থাকত ৷ ও আমাকে খুব কাছ থেকে দেখেছে ৷ আমি কী অনুভব করছিলাম, আমার সঙ্গে কী হচ্ছিল, সেটা ও জানত ৷’’

আরও পড়ুন: হরমনপ্রীতই দিনশেষে 'ভিলেন'! অজিদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

এরপরেই বিরাট বলেন, ‘‘আমার কোচ এবং পরিবারের বাকি সদস্য ছাড়া, একমাত্র ব্যক্তি যিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি হলেন এমএস ধোনি ৷ ও আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং আপনি খুব কমই ওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন ৷ আমি যদি দিনের যে কোনও সময় ওকে ফোন করি, তাহলে 99 শতাংশ সময়ে ও ফোন ধরবে না ৷ কারণ ও ফোনের দিকে ঘুরেও তাকায় না ৷’’

বিরাট জানিয়েছেন, সেই সময় ধোনি তাঁকে অন্তত দু’বার ফোন করেছিলেন ৷ আর সেখানে একটি বার্তা বিরাটের জন্য তাঁর সর্বকালের অধিনায়ক দিয়েছিলেন ৷ বিরাট জানান, সেই বার্তায় এমএস বলেছিলেন, ‘‘যখন তোমাকে লোকে মানসিকভাবে শক্তিশালী মনে করে এবং সেভাবেই দেখতে চায়, তখন তুমি কেমন আছ ? এই প্রশ্নটা করতে ভুলে যায় ৷’’ এমএস-এর সেই বার্তা তাঁর হৃদয়ে দাগ কেটেছিল বলে জানিয়েছেন কোহলি ৷

মুম্বই, 25 ফেব্রুয়ারি: আগেও বলেছিলেন ৷ ফের একবার মহেন্দ্র সিং ধোনির প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিরাট কোহলি ৷ প্রায় তিনবছর বাইশ গজে খারাপ সময় কাটানোর সময় পরিবার ছাড়া কেবল তাঁর প্রাক্তন অধিনায়ককে পাশে পেয়েছিলেন বলে জানালেন বিরাট (MS Dhoni Only Person to Reaches Out Virat Kohli) ৷ একমাত্র এমএস ধোনিই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই খারাপ সময়ে, জানালেন বিরাট ৷ আইপিএল ফ্র্যাঞ্চাইজি আরসিবি-র পডকাস্টে একথা শেয়ার করলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

উল্লেখ্য, 2019 সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে কেরিয়ারের 70তম সেঞ্চুরিটি করেছিলেন বিরাট ৷ পরবর্তী সেঞ্চুরি পেতে প্রায় তিন বছর অপেক্ষা করতে হয়েছিল তাঁকে ৷ সেই প্রতিক্ষার অবসান হয় 2022 সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপ চলাকালীন ৷ এরপর 2023 সালে 4টি ওয়ান-ডে'র মধ্যে 3টি সেঞ্চুরি করেন মর্ডান ডে গ্রেট ৷ কিন্তু মাঝের সেই 3 বছরের দীর্ঘ সময়ে বিরাটকে বহু সমালোচনার মধ্যে পড়তে হয়েছে ৷ তাঁর বড় রান না করা, ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেও আউট হয়ে যাওয়া নিয়েও বিশেষজ্ঞদের সমালোচনার শিকার হতে হয় 'দিল্লি বয়'কে ৷ এমনকী এই সময়কালে একে একে তিনটি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরতে হয় বিরাটকে ৷

সেই সময় তাঁর পাশে হাতে গোনা কয়েকজনকে পেয়েছিলেন বিরাট কোহলি ৷ যাঁর মধ্যে স্ত্রী অনুষ্কা শর্মা অবশ্যই প্রথমজন ৷ পাশে পেয়েছিলেন ছোটবেলার কোচ এবং অবশ্যই মহেন্দ্র সিং ধোনিকে ৷ বিরাট পডকাস্টে বলেন, ‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই সময় অনুষ্কা আমার অন্যতম চালিকা শক্তি ছিল ৷ কারণ ওই একমাত্র সেই সময় সর্বক্ষণ আমার সঙ্গে থাকত ৷ ও আমাকে খুব কাছ থেকে দেখেছে ৷ আমি কী অনুভব করছিলাম, আমার সঙ্গে কী হচ্ছিল, সেটা ও জানত ৷’’

আরও পড়ুন: হরমনপ্রীতই দিনশেষে 'ভিলেন'! অজিদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

এরপরেই বিরাট বলেন, ‘‘আমার কোচ এবং পরিবারের বাকি সদস্য ছাড়া, একমাত্র ব্যক্তি যিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি হলেন এমএস ধোনি ৷ ও আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং আপনি খুব কমই ওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন ৷ আমি যদি দিনের যে কোনও সময় ওকে ফোন করি, তাহলে 99 শতাংশ সময়ে ও ফোন ধরবে না ৷ কারণ ও ফোনের দিকে ঘুরেও তাকায় না ৷’’

বিরাট জানিয়েছেন, সেই সময় ধোনি তাঁকে অন্তত দু’বার ফোন করেছিলেন ৷ আর সেখানে একটি বার্তা বিরাটের জন্য তাঁর সর্বকালের অধিনায়ক দিয়েছিলেন ৷ বিরাট জানান, সেই বার্তায় এমএস বলেছিলেন, ‘‘যখন তোমাকে লোকে মানসিকভাবে শক্তিশালী মনে করে এবং সেভাবেই দেখতে চায়, তখন তুমি কেমন আছ ? এই প্রশ্নটা করতে ভুলে যায় ৷’’ এমএস-এর সেই বার্তা তাঁর হৃদয়ে দাগ কেটেছিল বলে জানিয়েছেন কোহলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.