ETV Bharat / sports

Dhoni Joins Team India : ভারতীয় দলে 'প্রত্যাবর্তন' মেন্টর ধোনির, শুরু করলেন পাক বধের প্রস্তুতি

author img

By

Published : Oct 18, 2021, 7:26 AM IST

প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান ৷ হাইভোল্টেজ ম্যাচের আগে আলাদা একটা চাপ থাকবেই ৷ তাই সময় হাতে রেখেই শাস্ত্রীদের সঙ্গে বসে পাক বধের প্রস্তুতি শুরু করে দিলেন মেন্টর ধোনি ৷

Dhoni Joins Team India
Dhoni Joins Team India

দুবাই, 18 অক্টোবর : ধোনি ইজ ব্যাক ৷ এবং এক নতুন ভূমিকায় ৷ ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির 'প্রত্যাবর্তন'কে উষ্ণ স্বাগত জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ গতকাল থেকে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের খেলা ৷ সেদিনই মেন্টর হিসেবে ভারতীয় দলে যোগ দিলেন মাহি ৷ বিসিসিআইয়ের অফিশিয়াল টুইটার পেজে নীল জার্সি গায়ে ধোনিকে দেখে আবেগতাড়িত ক্রিকেটপ্রেমীরা ৷ টুইটারে তাঁকে 'কিং' বলে উল্লেখ করেছে বিসিসিআই ৷ নিঃসন্দেহে যিনি ভারতীয় ক্রিকেটের রাজা ৷

রবিবার হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে মাঠে দেখা গিয়েছে ধোনিকে ৷ ছবিতে ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরও রয়েছেন ৷ কোহলি-শাস্ত্রী জুটি সঙ্গে মাহির ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক কুড়ি বিশের বিশ্বকাপে ভারতীয় দলের সম্পদ ৷ আগামী 24 অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত ৷ প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান ৷ হাইভোল্টেজ ম্যাচের আগে আলাদা একটা চাপ থাকবেই ৷ তাই সময় হাতে রেখেই শাস্ত্রীদের সঙ্গে বসে পাক বধের প্রস্তুতি শুরু করে দিলেন মেন্টর ধোনি ৷

আরও পড়ুন : T-20 World Cup : কোহলির জন্য কাপ জেতো, 'বিরাট' বার্তা রায়নার

টি-20 বিশ্বকাপে ধোনিকে মেন্টর হিসেবে পাওয়ায় বেজায় খুশি অধিনায়ক বিরাট কোহলি ৷ দুই ফরম্যাটে দুটি বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের উপস্থিতি দলের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দেবে ৷ এছাড়া বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে ধোনির সান্নিধ্যে মেন ইন ব্লু-র তরুণ ক্রিকেটারদের ফায়দা হবে ৷ বলছেন বিরাট ৷ অধিনায়ক হিসেবে এটাই তাঁর শেষ টি-20 বিশ্বকাপ ৷ দেখা যাক নেতৃত্ব ছাড়ার আগে অধরা আইসিসি ট্রফি জিততে পারেন কি না ৷ মাহির ছোঁয়ায় সেই আক্ষেপ মিটতেই পারে ৷

দুবাই, 18 অক্টোবর : ধোনি ইজ ব্যাক ৷ এবং এক নতুন ভূমিকায় ৷ ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির 'প্রত্যাবর্তন'কে উষ্ণ স্বাগত জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ গতকাল থেকে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের খেলা ৷ সেদিনই মেন্টর হিসেবে ভারতীয় দলে যোগ দিলেন মাহি ৷ বিসিসিআইয়ের অফিশিয়াল টুইটার পেজে নীল জার্সি গায়ে ধোনিকে দেখে আবেগতাড়িত ক্রিকেটপ্রেমীরা ৷ টুইটারে তাঁকে 'কিং' বলে উল্লেখ করেছে বিসিসিআই ৷ নিঃসন্দেহে যিনি ভারতীয় ক্রিকেটের রাজা ৷

রবিবার হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে মাঠে দেখা গিয়েছে ধোনিকে ৷ ছবিতে ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরও রয়েছেন ৷ কোহলি-শাস্ত্রী জুটি সঙ্গে মাহির ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক কুড়ি বিশের বিশ্বকাপে ভারতীয় দলের সম্পদ ৷ আগামী 24 অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত ৷ প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান ৷ হাইভোল্টেজ ম্যাচের আগে আলাদা একটা চাপ থাকবেই ৷ তাই সময় হাতে রেখেই শাস্ত্রীদের সঙ্গে বসে পাক বধের প্রস্তুতি শুরু করে দিলেন মেন্টর ধোনি ৷

আরও পড়ুন : T-20 World Cup : কোহলির জন্য কাপ জেতো, 'বিরাট' বার্তা রায়নার

টি-20 বিশ্বকাপে ধোনিকে মেন্টর হিসেবে পাওয়ায় বেজায় খুশি অধিনায়ক বিরাট কোহলি ৷ দুই ফরম্যাটে দুটি বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের উপস্থিতি দলের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দেবে ৷ এছাড়া বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে ধোনির সান্নিধ্যে মেন ইন ব্লু-র তরুণ ক্রিকেটারদের ফায়দা হবে ৷ বলছেন বিরাট ৷ অধিনায়ক হিসেবে এটাই তাঁর শেষ টি-20 বিশ্বকাপ ৷ দেখা যাক নেতৃত্ব ছাড়ার আগে অধরা আইসিসি ট্রফি জিততে পারেন কি না ৷ মাহির ছোঁয়ায় সেই আক্ষেপ মিটতেই পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.