ETV Bharat / sports

Rohit on Siraj Bowling Leadership: নিজেই পেস বোলিংয়ের নেতৃত্বভার নিয়েছিলেন সিরাজ, জানালেন রোহিত - ভারত

Mohammed Siraj Has Lead Pace Bowling in West Indies: ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের পেস বোলিংয়ের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ ৷ যা দেখে খুশি রোহিত শর্মা ৷ জানালেন, দায়িত্বশীল পরিণত সিরাজকে দেখে তিনি খুশি ৷

Rohit on Siraj Bowling Leadership ETV BHARAT
Rohit on Siraj Bowling Leadership
author img

By

Published : Jul 25, 2023, 2:34 PM IST

পোর্ট অফ স্পেন, 25 জুলাই: টেস্ট কেরিয়ারের প্রথম প্লেয়ার অফ দ্য় ম্যাচ পুরস্কার জিতলেন মহম্মদ সিরাজ ৷ তাও আবার সিনিয়র পেসারদের অনুপস্থিতিতে ভারতের পেস বোলিংকে নেতৃত্ব দিয়ে ৷ আর সেই নিয়েই সিরাজের প্রশংসা শোনা গেল অধিনায়ক রোহিত শর্মার মুখে ৷ জানালেন, সিরাজের এই পরিণত ও দায়িত্বশীল আচরণ তাঁকে মুগ্ধ করেছে ৷ তিনি নিজে থেকেই পেস বোলিং বিভাগের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বলে জানান রোহিত ৷ জানালেন, ভারতীয় দল এই মুহূর্তে সঠিক জায়গায় রয়েছে ৷

টানা আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল-এর পর এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন মহম্মদ শামি ৷ জসপ্রীত বুমরাও গত দেড় বছরে চোটের কারণে ক্রিকেট থেকে দূরে ৷ তিনি এই মুহূর্তে রিহ্যাবে রয়েছেন ৷ চোট রয়েছে উমেশ যাদবেরও ৷ আর ইশান্ত শর্মাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কী ভাবছে ? তা স্পষ্ট নয় ৷ এই পরিস্থিতিতে ভারতীয় পেস বোলিং আক্রমণের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেই দায়িত্বটাই পালন করতে দেখা গেল সিরাজকে ৷

আর সিরাজের এই বদলে যাওয়া রূপ দেখে মুগ্ধ অধিনায়ক রোহিত শর্মা ৷ ম্যাচ শেষের সাক্ষাৎকারে জানালেন, সিরাজকে কেউ বলে দেয়নি এই কাজটা করার জন্য ৷ কিন্তু, তিনি নিজে থেকে সেই দায়িত্বটা পালন করেছেন ৷ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বয়সে বড় মুকেশ কুমার এবং জয়দেব উনাদকটদের ৷ রোহিত বলেন, ‘‘সিরাজকে আমি খুব কাছ থেকে দেখেছি ৷ ও অনেক বড় একটা পদক্ষেপ নিয়েছে ৷ ও নিজে থেকেই এই আক্রমণে নেতৃত্ব দিয়েছে ৷ আমি কাউকে বলিনি পেস বোলিংকে নেতৃত্ব দেওয়ার জন্য ৷ কারণ, আমি চাই সব বোলারই নেতৃত্ব দিক, যখন তাঁর হাতে বল থাকছে ৷ আমি সবসময় চাই পুরো পেস আক্রমণ নিজেদের কাঁধে ম্যাচের দায়িত্ব নিক ৷’’

আরও পড়ুন: পরিকাঠামোহীন ত্রিনিদাদে বৃষ্টির বলি দ্বিতীয় টেস্ট, দুরন্ত পারফর্ম্যান্সে সিরিজ ভারতের

তবে, বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া ম্যাচ নিয়ে আক্ষেপ শোনা গেল রোহিতের মুখে ৷ সঙ্গে এও জানালেন, যেটা তাঁদের হাতে নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করতে চান না ৷ তবে, ম্যাচ পুরো খেলা হলে তাঁরা জিততেন এই বিশ্বাসটা ছিল রোহিতের ৷ কারণ, এই মুহূর্তে ভারতীয় দল একেবার সঠিক জায়গায় রয়েছে বলে জানালেন তিনি ৷

পোর্ট অফ স্পেন, 25 জুলাই: টেস্ট কেরিয়ারের প্রথম প্লেয়ার অফ দ্য় ম্যাচ পুরস্কার জিতলেন মহম্মদ সিরাজ ৷ তাও আবার সিনিয়র পেসারদের অনুপস্থিতিতে ভারতের পেস বোলিংকে নেতৃত্ব দিয়ে ৷ আর সেই নিয়েই সিরাজের প্রশংসা শোনা গেল অধিনায়ক রোহিত শর্মার মুখে ৷ জানালেন, সিরাজের এই পরিণত ও দায়িত্বশীল আচরণ তাঁকে মুগ্ধ করেছে ৷ তিনি নিজে থেকেই পেস বোলিং বিভাগের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বলে জানান রোহিত ৷ জানালেন, ভারতীয় দল এই মুহূর্তে সঠিক জায়গায় রয়েছে ৷

টানা আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল-এর পর এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন মহম্মদ শামি ৷ জসপ্রীত বুমরাও গত দেড় বছরে চোটের কারণে ক্রিকেট থেকে দূরে ৷ তিনি এই মুহূর্তে রিহ্যাবে রয়েছেন ৷ চোট রয়েছে উমেশ যাদবেরও ৷ আর ইশান্ত শর্মাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কী ভাবছে ? তা স্পষ্ট নয় ৷ এই পরিস্থিতিতে ভারতীয় পেস বোলিং আক্রমণের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেই দায়িত্বটাই পালন করতে দেখা গেল সিরাজকে ৷

আর সিরাজের এই বদলে যাওয়া রূপ দেখে মুগ্ধ অধিনায়ক রোহিত শর্মা ৷ ম্যাচ শেষের সাক্ষাৎকারে জানালেন, সিরাজকে কেউ বলে দেয়নি এই কাজটা করার জন্য ৷ কিন্তু, তিনি নিজে থেকে সেই দায়িত্বটা পালন করেছেন ৷ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বয়সে বড় মুকেশ কুমার এবং জয়দেব উনাদকটদের ৷ রোহিত বলেন, ‘‘সিরাজকে আমি খুব কাছ থেকে দেখেছি ৷ ও অনেক বড় একটা পদক্ষেপ নিয়েছে ৷ ও নিজে থেকেই এই আক্রমণে নেতৃত্ব দিয়েছে ৷ আমি কাউকে বলিনি পেস বোলিংকে নেতৃত্ব দেওয়ার জন্য ৷ কারণ, আমি চাই সব বোলারই নেতৃত্ব দিক, যখন তাঁর হাতে বল থাকছে ৷ আমি সবসময় চাই পুরো পেস আক্রমণ নিজেদের কাঁধে ম্যাচের দায়িত্ব নিক ৷’’

আরও পড়ুন: পরিকাঠামোহীন ত্রিনিদাদে বৃষ্টির বলি দ্বিতীয় টেস্ট, দুরন্ত পারফর্ম্যান্সে সিরিজ ভারতের

তবে, বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া ম্যাচ নিয়ে আক্ষেপ শোনা গেল রোহিতের মুখে ৷ সঙ্গে এও জানালেন, যেটা তাঁদের হাতে নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করতে চান না ৷ তবে, ম্যাচ পুরো খেলা হলে তাঁরা জিততেন এই বিশ্বাসটা ছিল রোহিতের ৷ কারণ, এই মুহূর্তে ভারতীয় দল একেবার সঠিক জায়গায় রয়েছে বলে জানালেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.