হায়দরাবাদ, 17 জুন : হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল মহম্মদ আজহারউদ্দিনকে । একই সঙ্গে তাঁর থেকে সংস্থার সদস্যপদও কেড়ে নেওয়া হল । আজহারের বিরুদ্ধে অভিযোগ, তিনি সংস্থার নিয়ম ভেঙেছেন । তাঁকে এই সংক্রান্ত শো-কজ় নোটিস পাঠিয়েছে অ্যাপেক্স কাউন্সিল ।
শো-কজ় নোটিসে অ্যাপেক্স কাউন্সিল লিখেছে, 10 জুন অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক হয়েছে ৷ সেখানে আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে ৷ আপাতত শো-কজ় নোটিশ ধরানো হচ্ছে ৷ এইচসিএ-র সদস্যদের তোলা অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনার এইচসিএ সদস্যপদ খারিজ করা হচ্ছে ৷ অ্যাপেক্স কাউন্সিলের চিঠিতে আরও জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে শো-কজ়ের যথাযথ উত্তর দিতে না পারলে আজহারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷
আরও পড়ুন: বর্ণময় আজ়হার আজ 58-য়
ভারতীয় ক্রিকটের বিতর্কিত অধিনায়ক হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হন 2019 সালের 27 সেপ্টেম্বর ৷ আজহার সভাপতি হওয়ার কিছুদিন পর থেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি এইচসিএ-র বাকি সদস্যদের অন্ধকারে রেখে বহু বিষয়ে একাই সিদ্ধান্ত নিয়েছেন ৷ একাধিক অভিযোগ ওঠার পর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্তে আজহারকে শো-কজ় নোটিশ ধরানো হল ৷