নয়াদিল্লি, 26 জানুয়ারি : এবছর 73তম সাধারণতন্ত্র দিবস পালন করছে দেশবাসী ৷ 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে প্রতিবছরই পালন করা হয় মর্যাদার সঙ্গে ৷ সেই উদযাপনেই অভিনবত্ব এল ৷ সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশবাসীর পক্ষ থেকে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়াবিদদের ‘ভারতের সাধারণতন্ত্র দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন তিনি । প্রত্যুত্তরে আবার তাঁকে ধন্যবাদ জানালেন জন্টি রোডস, ক্রিস গেইলরা (Modi sends Republic Day wishes to Jonty Rhodes Chris Gayle) ৷
-
Thank you @narendramodi ji for the very kind words. I have indeed grown so much as an individual on every visit to India. My whole family celebrates #RepublicDay with all of India, honouring the importance of a #Constitution that protects the rights of the Indian people #JaiHind pic.twitter.com/olovZ8Pgvn
— Jonty Rhodes (@JontyRhodes8) January 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you @narendramodi ji for the very kind words. I have indeed grown so much as an individual on every visit to India. My whole family celebrates #RepublicDay with all of India, honouring the importance of a #Constitution that protects the rights of the Indian people #JaiHind pic.twitter.com/olovZ8Pgvn
— Jonty Rhodes (@JontyRhodes8) January 26, 2022Thank you @narendramodi ji for the very kind words. I have indeed grown so much as an individual on every visit to India. My whole family celebrates #RepublicDay with all of India, honouring the importance of a #Constitution that protects the rights of the Indian people #JaiHind pic.twitter.com/olovZ8Pgvn
— Jonty Rhodes (@JontyRhodes8) January 26, 2022
প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জন্টি রোডসের ভারত প্রেমের কথা প্রত্যেকেরই জানা ৷ এই দেশের প্রতি ভালবাসায় তিনি নিজের সন্তানের নামই রেখেছেন ‘ইন্ডিয়া’ ৷ যা উদ্ধৃত করে প্রধানমন্ত্রী তাঁকে লিখেছেন, ‘‘বহু বছর ধরেই, আপনি ভারত এবং এই দেশের সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন ৷ আপনি দেশের নামেই আপনার মেয়ের নাম রেখেছেন । দুই দেশের পারস্পারিক সম্পর্ক মজবুত রাখতে আপনার যথেষ্ট ভূমিকা রয়েছে ৷’’
-
I would like to congratulate India on their 73rd Republic Day. I woke up to a personal message from Prime Minister Modi @narendramodi reaffirming my close personal ties with him and to the people of India. Congratulations from the Universe Boss and nuff love 🇮🇳🇯🇲❤️🙏🏿
— Chris Gayle (@henrygayle) January 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I would like to congratulate India on their 73rd Republic Day. I woke up to a personal message from Prime Minister Modi @narendramodi reaffirming my close personal ties with him and to the people of India. Congratulations from the Universe Boss and nuff love 🇮🇳🇯🇲❤️🙏🏿
— Chris Gayle (@henrygayle) January 26, 2022I would like to congratulate India on their 73rd Republic Day. I woke up to a personal message from Prime Minister Modi @narendramodi reaffirming my close personal ties with him and to the people of India. Congratulations from the Universe Boss and nuff love 🇮🇳🇯🇲❤️🙏🏿
— Chris Gayle (@henrygayle) January 26, 2022
টুইটারে প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার লেখেন, ‘‘মোদিজি আপনাকে ধন্যবাদ । আমি সত্যিই ভারতে প্রতিটি সফরে একজন মানুষ হিসেবে অনেক বড় হয়েছি । আমার পুরো পরিবার সমগ্র ভারতের সঙ্গে সাধারণতন্ত্র দিবস উদযাপন করে ৷ সংবিধানের গুরুত্বকে সম্মান করে ৷ জয়হিন্দ ।’’
আরও পড়ুন : ‘জয় শ্রী রাম’ লিখে সিরিজ জয়ের উচ্ছ্বাস, আলোচনায় কেশব মহারাজ
ক্রিস গেইলও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন । গেইল লিখেছেন, ‘‘আমি ভারতকে তাদের 73তম সাধারণতন্ত্র দিবসে অভিনন্দন জানাই । প্রধানমন্ত্রী মোদি তাঁর একটি ব্যক্তিগত বার্তায় তাঁর এবং ভারতের জনগণের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলেছেন ৷ ইউনিভার্স বসের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন, ভালবাসা ৷’’