নয়াদিল্লি, 8 জুন : ভারতীয় ক্রিকেটে শেষ হল রাজের রাজত্ব ৷ 23 বছরের দীর্ঘ এবং বর্ণময় ক্রিকেট কেরিয়ারকে শেষে বাইশ গজকে পাকাপাকিভাবে 'আলবিদা' জানালেন মিতালি রাজ ৷ আজ, বুধবার দুপুরে অনুরাগীদের অবাক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন (mithali raj announces retirement from international cricket) ৷ গোটা কেরিয়ার জুড়ে অসংখ্য মণিমাণিক্য কুড়োলেও অধরাই রয়ে গেল বিশ্বকাপ জয়ের স্বপ্ন ৷ সেই আক্ষেপকে সঙ্গে নিয়েই ব্যাট-প্যাড তুলে রাখলেন 39 বছরের এই ক্রিকেটার ৷
দু'দশকেরও বেশি লম্বা কেরিয়ারে ভারতের মহিলা ক্রিকেটে রীতিমতো রাজ করেছেন মিতালি ৷ দেশের মহিলা ক্রিকেটের পরিচয় হয়ে উঠেছিলেন ৷ 16 বছরের টিনএজ মিতালি 1999 সালে প্রথমবার নীল জার্সি গায়ে তোলেন ৷ সেই শুরু ৷ তারপর 23টা বছর ধরে ছিলেন মেয়েদের ক্রিকেটের মেরুদণ্ড ৷ তরুণদের জায়গা করে দিতে 2019 সালে টি-20 ফরম্যাট থেকে সরে দাঁড়ান ৷ 89টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে মিতালির সংগ্রহে 2 হাজার 364 রান ৷ যা এই ফরম্যাটে যে কোনও ভারতীয় ক্রিকেটারের থেকে বেশি ৷ বছর তিনেক পর ক্রিকেটের সবরকম ফরম্যাট থেকেই বিদায় নিলেন মিতালি ৷ কেরিয়ারে 12টি টেস্ট এবং 232টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৷ ওডিআই ফরম্যাটে রেকর্ড 7,805 রানের মালকিন তিনি ৷ তাঁর সু নেতৃত্বে দেশের মেয়েরা পৌঁছে গিয়েছিল বিশ্বকাপের ফাইনালে ৷
মাইক্রো ব্লগিং সাইটে এক দীর্ঘ পোস্টে মিতালি তাঁর অবসরের সিদ্ধান্ত জানিয়ে লিখলেন, "ছোটবেলা থেকেই ঠিক করে নিয়েছিলাম, নীল জার্সি পরে দেশকে প্রতিনিধিত্ব করব ৷ এই যাত্রাপথের বেশিরভাগ সময়টাই সুখের ৷ তবে কিছু খারাপ সময়ও এসেছে ৷ সেইসব প্রতিটি মুহূর্ত আমাকে শিক্ষা দিয়েছে ৷ শেষ 23টা বছর আমার জীবনের পরিপূর্ণ, চ্যালেঞ্জিং এবং উপভোগ করার মতো সময় ৷ কিন্তু সব যাত্রারই একটা শেষ থাকে ৷ তাই আমিও আজ সবধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলাম ৷"
আরও পড়ুন : Virat Kohli : ইনস্টায় 200 মিলিয়ন ফলোয়ারের 'বিরাট' মাইলস্টোন কোহলির
পোস্টের বাকি অংশের পরতে পরতে নিজের অভিজ্ঞতা, অনুভূতি ভাগ করে নিয়েছেন মিতালি ৷ ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বিশেষভাবে বোর্ড সচিব জয় শাহের ৷ বাইশ গজে মিতালির ব্যাটের রাজ হয়তো দেখা যাবে না, তবে এই অভিজ্ঞতায় টইটম্বুর এই সদ্য প্রাক্তন ক্রিকেটার এরপরও ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকবেন ৷ পোস্টের একদম শেষের দিকে তা জানিয়ে লিখেছেন, আজ আমার যাত্রাপথের পরিসমাপ্তি ঘটল ঠিকই তবে এই খেলাটির সঙ্গে নিজেকে জুড়ে রাখতে পছন্দ করব ৷ ভারতীয় এবং বিশ্বের মহিলা ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে অবদান রাখতে চাইব ৷"