ETV Bharat / sports

Michael Vaughan : 'স্যার' বোথামকে পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া, বলছেন ভন - ইয়ান বথাম

কিংবদন্তি ইংরেজ অলরাউন্ডার 'স্যার' ইয়ান বোথামের সঙ্গে ভারতীয় দলের এক ক্রিকেটারের তুলনা করলেন অ্যাসেজ জয়ী অধিনায়ক ৷ তিনি আর কেউ নন, সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করা শার্দূল ঠাকুর ৷

Michael Vaughan
ভনের মতে 'স্যার' বথামকে পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া
author img

By

Published : Oct 20, 2021, 9:10 PM IST

লন্ডন, 20 অক্টোবর : সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলিদের কটাক্ষ করে লিখতে তাঁর জুড়ি মেলা ভার ৷ কিন্তু সম্প্রতি ভারতীয় দলের এক ক্রিকেটারের প্রশংসায় এমন পঞ্চমুখ হলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন, যা অবাক করেছে নেটিজেনদের ৷

কিংবদন্তি ইংরেজ অলরাউন্ডার 'স্যার' ইয়ান বোথামের সঙ্গে ভারতীয় দলের এক ক্রিকেটারের তুলনা করলেন অ্যাসেজ জয়ী অধিনায়ক ৷ তিনি আর কেউ নন, সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করা শার্দূল ঠাকুর ৷ একইসঙ্গে টি-20 বিশ্বকাপের পরিবর্তিত স্কোয়াডে অক্ষর প্যাটেলের পরিবর্তে শার্দূলের অন্তর্ভুক্তি ঘটানোকেও সাধুবাদ জানিয়েছেন ভন ৷

একটি গ্লোবাল ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেছেন, "ঠাকুরের মধ্যে বোথামের অনেক ছায়া রয়েছে ৷ বল হাতে 'স্যার' বোথামের মতই ও অসম্ভবকে সম্ভব করে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এমনকি আইপিএলেও তার প্রমাণ দিয়েছে ৷ আইপিএলে ভারতের টি-20 দলের মেন্টর ওর পিছনে ছিল ৷ বিরাট এবং রবির সঙ্গে কথা বলে মেন্টরই সম্ভবত শার্দূলকে দলে নিয়েছে ৷"

আরও পড়ুন : হিটম্যানের অধিনায়কোচিত ব্যাটিংয়ে 'অজি বধ' ভারতের

শার্দূলের মধ্যে ভন 'স্যার' বোথামের ছায়া দেখায় নেটিজেনদের অনেকেই অবাক হয়েছেন ৷ তবে সাম্প্রতিক সময়ে ভনের কথার যুক্তি হিসেবে অনেক প্রমাণই দিয়েছেন শার্দূল ৷ রুটদের বিরুদ্ধে তাঁদের মাটিতে বলের পাশাপাশি ব্য়াট হাতে একাধিক ম্য়াচে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন মুম্বইকর অলরাউন্ডার ৷ সদ্য ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে দুরন্ত পারফর্ম করে চেন্নাইকে চতুর্থবার ট্রফি এনে দিতেও সাহায্য করেছেন শার্দূল ৷

লন্ডন, 20 অক্টোবর : সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলিদের কটাক্ষ করে লিখতে তাঁর জুড়ি মেলা ভার ৷ কিন্তু সম্প্রতি ভারতীয় দলের এক ক্রিকেটারের প্রশংসায় এমন পঞ্চমুখ হলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন, যা অবাক করেছে নেটিজেনদের ৷

কিংবদন্তি ইংরেজ অলরাউন্ডার 'স্যার' ইয়ান বোথামের সঙ্গে ভারতীয় দলের এক ক্রিকেটারের তুলনা করলেন অ্যাসেজ জয়ী অধিনায়ক ৷ তিনি আর কেউ নন, সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করা শার্দূল ঠাকুর ৷ একইসঙ্গে টি-20 বিশ্বকাপের পরিবর্তিত স্কোয়াডে অক্ষর প্যাটেলের পরিবর্তে শার্দূলের অন্তর্ভুক্তি ঘটানোকেও সাধুবাদ জানিয়েছেন ভন ৷

একটি গ্লোবাল ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেছেন, "ঠাকুরের মধ্যে বোথামের অনেক ছায়া রয়েছে ৷ বল হাতে 'স্যার' বোথামের মতই ও অসম্ভবকে সম্ভব করে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এমনকি আইপিএলেও তার প্রমাণ দিয়েছে ৷ আইপিএলে ভারতের টি-20 দলের মেন্টর ওর পিছনে ছিল ৷ বিরাট এবং রবির সঙ্গে কথা বলে মেন্টরই সম্ভবত শার্দূলকে দলে নিয়েছে ৷"

আরও পড়ুন : হিটম্যানের অধিনায়কোচিত ব্যাটিংয়ে 'অজি বধ' ভারতের

শার্দূলের মধ্যে ভন 'স্যার' বোথামের ছায়া দেখায় নেটিজেনদের অনেকেই অবাক হয়েছেন ৷ তবে সাম্প্রতিক সময়ে ভনের কথার যুক্তি হিসেবে অনেক প্রমাণই দিয়েছেন শার্দূল ৷ রুটদের বিরুদ্ধে তাঁদের মাটিতে বলের পাশাপাশি ব্য়াট হাতে একাধিক ম্য়াচে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন মুম্বইকর অলরাউন্ডার ৷ সদ্য ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে দুরন্ত পারফর্ম করে চেন্নাইকে চতুর্থবার ট্রফি এনে দিতেও সাহায্য করেছেন শার্দূল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.