ETV Bharat / sports

IND vs PAK : বাইশ গজে ভারত-পাক লড়াই নিয়ে উচ্ছ্বসিত হেডেন - ভারত-পাক মহারণ

পাঁচ দিনের ক্রিকেটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ যুদ্ধ ক্রিকেটপ্রেমীদের কাছে ঐতিহ্যের লড়াই ৷ তবে বাইশ গজে ভারত-পাক মহারণের কাছে হার মানবে যে কোনও প্রতিদ্বন্দ্বিতা ৷ এমনটাই মনে করেন প্রচুর অ্যাশেজ খেলে প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন ৷

IND vs PAK
বাইশ গজে ভারত-পাক লড়াই নিয়ে উচ্ছ্বসিত হেডেন
author img

By

Published : Oct 21, 2021, 10:41 PM IST

দুবাই, 21 অক্টোবর : রবিবার ভারত-পাক ম্যাচ দিয়েই শুরু হচ্ছে সপ্তম টি-20 বিশ্বকাপ ৷ এই ম্যাচ যে টুর্নামেন্টের ইউএসপি, তা বলার অপেক্ষা রাখে না ৷ এই লড়াই বিশ্বের যে কোনও ম্যাচের প্রতিদ্বন্দ্বিতাকে হার মানাবে বলে মনে করেন ম্যাথু হেডেন ৷ দু'বছর পর ফের বাইশ গজে মুখোমুখি ভারত-পাকিস্তান ৷ শেষবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাইশ গজে লড়েছিল 2019 বিশ্বকাপে ৷

বার্মিংহ্যামে এই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাকিস্তানকে 89 রানে হারিয়েছিল ভারত ৷ দু'বছর পর ফের বাইশ গজে আমনে-সামনে ভারত ও পাকিস্তান ৷ এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে টানা পাঁচবার হারিয়েছে টিম ইন্ডিয়া ৷ এর মধ্যে 2007 সালে উদ্বোধনী সংস্করণে গ্রুপ পর্ব ও ফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-20 বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত ৷ তারপর 2012, 2014 এবং 2016 টি-20 বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখে টিম ইন্ডিয়া ৷ এছাড়াও ওয়ান ডে বিশ্বকাপে সাতবারের সাক্ষাতে প্রতিবারই ভারতের কাছে হেরেছে পাকিস্তান ৷

ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে বাবর আজমদের ব্যাটিং পরামর্শদাতা হেডেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "এই ম্যাচের সব দিক বিবেচনা করে বলতে পারি, ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা যে কোনও ম্যাচের লড়াইকে হারা মানাবে ৷" দীর্ঘদিন ধরে খুব কাছ থেকে ভারতীয় ক্রিকেটকে পর্যবেক্ষণ করেছেন প্রাক্তন অজি ওপেনার ৷ টিম ইন্ডিয়ার ডানহাতি ব্যাটার লোকেশ রাহুলকে পাকিস্তানের চিন্তার কারণ বলেন মনে করছেন হেডেন ৷

আরও পড়ুন : রবিবাসরীয় ভারত-পাক মহারণ বিশ্বকাপে ফাইনালের আগে 'ফাইনাল', বললেন ইনজামাম

তিনি বলেন, "পাকিস্তানের চিন্তার কারণ হতে পারে লোকেশ রাহুল ৷ রাহুলকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি ৷ সীমিত ওভারের ফরম্যাটে ওর লড়াই এবং প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাটিং আধিপত্যও দেখেছি ৷ " এছাড়াও ঋষভ পন্তের ব্যাটিং স্টাইলের প্রশংসা করেন প্রাক্তন অজি ওপেনার ৷

দুবাই, 21 অক্টোবর : রবিবার ভারত-পাক ম্যাচ দিয়েই শুরু হচ্ছে সপ্তম টি-20 বিশ্বকাপ ৷ এই ম্যাচ যে টুর্নামেন্টের ইউএসপি, তা বলার অপেক্ষা রাখে না ৷ এই লড়াই বিশ্বের যে কোনও ম্যাচের প্রতিদ্বন্দ্বিতাকে হার মানাবে বলে মনে করেন ম্যাথু হেডেন ৷ দু'বছর পর ফের বাইশ গজে মুখোমুখি ভারত-পাকিস্তান ৷ শেষবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাইশ গজে লড়েছিল 2019 বিশ্বকাপে ৷

বার্মিংহ্যামে এই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাকিস্তানকে 89 রানে হারিয়েছিল ভারত ৷ দু'বছর পর ফের বাইশ গজে আমনে-সামনে ভারত ও পাকিস্তান ৷ এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে টানা পাঁচবার হারিয়েছে টিম ইন্ডিয়া ৷ এর মধ্যে 2007 সালে উদ্বোধনী সংস্করণে গ্রুপ পর্ব ও ফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-20 বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত ৷ তারপর 2012, 2014 এবং 2016 টি-20 বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখে টিম ইন্ডিয়া ৷ এছাড়াও ওয়ান ডে বিশ্বকাপে সাতবারের সাক্ষাতে প্রতিবারই ভারতের কাছে হেরেছে পাকিস্তান ৷

ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে বাবর আজমদের ব্যাটিং পরামর্শদাতা হেডেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "এই ম্যাচের সব দিক বিবেচনা করে বলতে পারি, ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা যে কোনও ম্যাচের লড়াইকে হারা মানাবে ৷" দীর্ঘদিন ধরে খুব কাছ থেকে ভারতীয় ক্রিকেটকে পর্যবেক্ষণ করেছেন প্রাক্তন অজি ওপেনার ৷ টিম ইন্ডিয়ার ডানহাতি ব্যাটার লোকেশ রাহুলকে পাকিস্তানের চিন্তার কারণ বলেন মনে করছেন হেডেন ৷

আরও পড়ুন : রবিবাসরীয় ভারত-পাক মহারণ বিশ্বকাপে ফাইনালের আগে 'ফাইনাল', বললেন ইনজামাম

তিনি বলেন, "পাকিস্তানের চিন্তার কারণ হতে পারে লোকেশ রাহুল ৷ রাহুলকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি ৷ সীমিত ওভারের ফরম্যাটে ওর লড়াই এবং প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাটিং আধিপত্যও দেখেছি ৷ " এছাড়াও ঋষভ পন্তের ব্যাটিং স্টাইলের প্রশংসা করেন প্রাক্তন অজি ওপেনার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.