ETV Bharat / sports

IND vs NZ: ফার্গুসন নেই, কোহলিদের বিরুদ্ধে অনিশ্চিত গাপটিলও

author img

By

Published : Oct 27, 2021, 9:13 PM IST

অভিজ্ঞ ওপেনার যদি সত্যিই ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলতে না পারেন তাহলে তা বড় ধাক্কা কিউই শিবিরে ৷ কারণ 24 ঘন্টা আগেই কাফ মাসলের চোটে চলতি টি-20 বিশ্বকাপের বাইরে হয়ে গিয়েছেন ফাস্ট বোলার লকি ফার্গুসন ৷ পরিবর্তে ডাক পড়েছে অ্য়াডাম মিলনের ৷

IND vs NZ
কোহলিদের বিরুদ্ধে অনিশ্চিত গাপটিল

শারজা : 2019 বিশ্বকাপের শেষ চারে তাঁর থ্রো'য়েই স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার ৷ স্বাভাবিকভাবেই মার্টিন গাপটিলের প্রতি ভারতীয়দের একটা বিষোদগার রয়েই গিয়েছে সেই থেকে ৷ তবে আগামী রবিবার টি-20 বিশ্বকাপে কোহলিদের বিরুদ্ধে নাও খেলা হতে পারে নিউজিল্যান্ডের তারকা ওপেনারের ৷ মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে সুপার 12-এর প্রথম ম্যাচে পায়ের পাতায় চোট পেয়ে ভারতের বিরুদ্ধে অনিশ্চিত গাপটিল ৷

মঙ্গলবার ম্য়াচের পর এ ব্যাপারে বড়সড় আপডেট দিলেন কিউইদের হেড কোচ গ্যারি স্টিড ৷ সাংবাদিকদের স্টিড এদিন বলেন, ম্য়াচের পর গাপটিলকে দেখে খুব একটা ভাল মনে হয়নি ৷ আগামী 24-48 ঘন্টা ওর জন্য খুব গুরুত্বপূর্ণ ৷

তবে অভিজ্ঞ ওপেনার যদি সত্যিই ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলতে না পারেন তাহলে তা বড় ধাক্কা কিউই শিবিরে ৷ কারণ 24 ঘন্টা আগেই কাফ মাসলের চোটে চলতি টি-20 বিশ্বকাপের বাইরে হয়ে গিয়েছেন ফাস্ট বোলার লকি ফার্গুসন ৷ পরিবর্তে ডাক পড়েছে অ্য়াডাম মিলনের ৷ ফার্গুসনের ছিটকে যাওয়ায় পাক ম্যাচের পর হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন ৷

আরও পড়ুন : ইংরেজদের কাছে খড়কুটোর মত উড়ে গেল বাংলাদেশ

তাছাড়া পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচে হার টেস্টের বিশ্ব চ্য়াম্পিয়নদের সেমিফাইনাল যাত্রাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে ৷ সেদিক থেকে দেখতে গেলে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচে হার আগামী রবিবার ভারত-নিউজিল্যান্ড দু'দলকেই কার্যত 'মাস্ট উইন' সিচুয়েশনে দাঁড় করিয়েছে ৷ তবে ভারতকে হারালেই তারা আবার শেষ চারের দৌড়ে দারুণভাবে ফিরে আসবেন, পাক ম্যাচে হারের পর জানিয়েছেন উইলিয়ামসনদের হেড স্য়ার ৷

শারজা : 2019 বিশ্বকাপের শেষ চারে তাঁর থ্রো'য়েই স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার ৷ স্বাভাবিকভাবেই মার্টিন গাপটিলের প্রতি ভারতীয়দের একটা বিষোদগার রয়েই গিয়েছে সেই থেকে ৷ তবে আগামী রবিবার টি-20 বিশ্বকাপে কোহলিদের বিরুদ্ধে নাও খেলা হতে পারে নিউজিল্যান্ডের তারকা ওপেনারের ৷ মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে সুপার 12-এর প্রথম ম্যাচে পায়ের পাতায় চোট পেয়ে ভারতের বিরুদ্ধে অনিশ্চিত গাপটিল ৷

মঙ্গলবার ম্য়াচের পর এ ব্যাপারে বড়সড় আপডেট দিলেন কিউইদের হেড কোচ গ্যারি স্টিড ৷ সাংবাদিকদের স্টিড এদিন বলেন, ম্য়াচের পর গাপটিলকে দেখে খুব একটা ভাল মনে হয়নি ৷ আগামী 24-48 ঘন্টা ওর জন্য খুব গুরুত্বপূর্ণ ৷

তবে অভিজ্ঞ ওপেনার যদি সত্যিই ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলতে না পারেন তাহলে তা বড় ধাক্কা কিউই শিবিরে ৷ কারণ 24 ঘন্টা আগেই কাফ মাসলের চোটে চলতি টি-20 বিশ্বকাপের বাইরে হয়ে গিয়েছেন ফাস্ট বোলার লকি ফার্গুসন ৷ পরিবর্তে ডাক পড়েছে অ্য়াডাম মিলনের ৷ ফার্গুসনের ছিটকে যাওয়ায় পাক ম্যাচের পর হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন ৷

আরও পড়ুন : ইংরেজদের কাছে খড়কুটোর মত উড়ে গেল বাংলাদেশ

তাছাড়া পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচে হার টেস্টের বিশ্ব চ্য়াম্পিয়নদের সেমিফাইনাল যাত্রাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে ৷ সেদিক থেকে দেখতে গেলে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচে হার আগামী রবিবার ভারত-নিউজিল্যান্ড দু'দলকেই কার্যত 'মাস্ট উইন' সিচুয়েশনে দাঁড় করিয়েছে ৷ তবে ভারতকে হারালেই তারা আবার শেষ চারের দৌড়ে দারুণভাবে ফিরে আসবেন, পাক ম্যাচে হারের পর জানিয়েছেন উইলিয়ামসনদের হেড স্য়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.