আমেদাবাদ, 11 অক্টোবর: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হামলার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলেন আমেদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ইমেল করে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন স্টেডিয়ামে বিস্ফোরণ করার হুমকি দিয়েছিলেন ৷ যে ঘটনার তদন্তে নেমে গুজরাতের রাজকোট থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ আমেদাবাদ পুলিশের গোয়েন্দা সূত্রে খবর, ওই ধৃতের আগে কোনও অপরাধের রেকর্ড নেই ৷
উল্লেখ্য, কয়েকদিন আগে ওই ব্যক্তি 14 অক্টোবর বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন একটি হুমকি মেল করেন ৷ সেখানে তিনি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের হুমকি দেন বলে অভিযোগ ৷ সেই ঘটনার পরেই আমেদাবাদ শহর জুড়ে বাড়তি নিরাপত্তা জারি করা হয় ৷ বিমানবন্দর, রেল স্টেশন সর্বত্র বাড়তি নজরদারি শুরু হয় ৷ সেই সঙ্গে স্টেডিয়ামের নিরাপত্তায় বাড়তি নিরাপত্তা জারি করা হয় ৷ এর পরেই পুরো বিষয়টির তদন্ত শুরু করে আমেদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ দল ৷
সেই তদন্তে নেমে পুলিশ হুমকি ইমেল-এর সূত্র কোথায় তার খোঁজ শুরু করে ৷ জানা যায়, যে ব্যক্তি এই ইমেলটি করেছিলেন, তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা এবং বর্তমানে রাজকোটে থাকছিলেন ৷ পুলিশ সূত্রে বলা হয়েছে, ‘‘ওই ব্যক্তি তাঁর ফোন থেকে একটি সংক্ষিত ইমেল পাঠিয়েছিলেন ৷ এমনকি সেখানে তাঁর নামও ছিল ৷ তাঁর বিরুদ্ধে আগে কোনও অপরাধের অভিযোগ নেই ৷’’
আরও পড়ুন: স্টেডিয়ামে নাশকতার হুমকি মেইল! ভারত-পাক ম্যাচ নিয়ে আরও সতর্ক আমেদাবাদ পুলিশ
তবে, ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রেখেছে পুলিশ প্রশাসন ৷ ম্যাচের দিন স্টেডিয়ামে অতিরিক্ত নিরাপত্তাবাহিনীর ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামে ৷ ওই দিন মাঠে বিশ্বকাপের হাইভোল্টেজ এই ম্যাচ দেখতে একাধিক ভিভিআইপি ব্যক্তিত্বা উপস্থিত থাকবেন ৷ তাঁদের, মাঠে থাকা দর্শক এবং সর্বোপরি দুই দলের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনওরকম খামতি রাখতে নারাজ প্রশাসন ৷