কলকাতা, 25 জানুয়ারি : আইপিএল’র নয়া ফ্র্য়াঞ্চাইজি লখনউ তাদের দলের নাম ঘোষণা করল ৷ আইপিএলের নতুন এই দলের নাম ‘লখনউ সুপার জায়েন্টস’ (Lucknow Super Giants is Name of Lucknow Franchise IPL Team) ৷ আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নিজে একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে লখনউ দলের নাম ঘোষণা করেন ৷ লখনউ সুপার জায়েন্টসের ক্যাচ লাইন রাখা হয়েছে, ‘নাম বানাও, নাম কামাও’ ৷
লখনউ ফ্র্যাঞ্চাইজির দলের নামকরণ একটি বিশেষ পদ্ধতিতে করেছে আরপিএসজি গ্রুপ ৷ সংস্থার তরফে গত 3 জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় তাদের উপভোক্তাদের নিয়ে একটি ক্যাম্প করা হয় ৷ যে ক্যাম্পে লখনউ ফ্র্যাঞ্চাইজির সমর্থকরা অংশ নিয়েছিলেন ৷ সেখানে সমর্থক এবং উপভোক্তা সকলে একটি করে নাম প্রস্তাব করেন ৷ সেখান থেকেই লখনউ সুপার জায়েন্টস নামটিকে বেছে নেওয়া হয়েছে (Lucknow Franchise Declare Their Team Name) ৷ সঞ্জীব গোয়েঙ্কা দলের নাম ঘোষণা করার পর সমর্থকদের ধন্যবাদ জানান ৷
আরও পড়ুন : IPL 2022 : লখনউয়ের নেতা রাহুল, হার্দিক আমেদাবাদের ; মেগা নিলামের আগে নয়া ফ্র্যাঞ্চাইজিতে রশিদ-শুভমনরাও
-
Team owner, Dr. Sanjiv Goenka, Chairman @rpsggroup unveils the name for the Lucknow IPL team. 😊👏🏼#LucknowSuperGiants #NaamBanaoNaamKamao #IPL2022 @IPL @BCCI @GautamGambhir @klrahul11 pic.twitter.com/TvGaZlIgFR
— Lucknow Super Giants (@LucknowIPL) January 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Team owner, Dr. Sanjiv Goenka, Chairman @rpsggroup unveils the name for the Lucknow IPL team. 😊👏🏼#LucknowSuperGiants #NaamBanaoNaamKamao #IPL2022 @IPL @BCCI @GautamGambhir @klrahul11 pic.twitter.com/TvGaZlIgFR
— Lucknow Super Giants (@LucknowIPL) January 24, 2022Team owner, Dr. Sanjiv Goenka, Chairman @rpsggroup unveils the name for the Lucknow IPL team. 😊👏🏼#LucknowSuperGiants #NaamBanaoNaamKamao #IPL2022 @IPL @BCCI @GautamGambhir @klrahul11 pic.twitter.com/TvGaZlIgFR
— Lucknow Super Giants (@LucknowIPL) January 24, 2022
কয়েকদিন আগেই লখনউ ফ্র্যাঞ্চাইজি তাদের ড্রাফ্ট থেকে তোলা 3 জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছিল ৷ যেখানে কেএল রাহুল, মার্কস স্টইনিস এবং রবি বিষ্ণোইকে দলে নেয় লখনউ সুপার জায়েন্টস ৷ আরপিএসজি গ্রুপ এর আগেও আইপিএল’র অংশ নিয়েছিল ৷ সেবার তাদের ফ্র্যাঞ্চাইজি ছিল পুনে ৷ 2016 ও 2017 সালে চেন্নাই সুপার কিংসকে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বহিষ্কার হতে হয়েছিল ৷ সেই সময় দু’বছরের জন্য পুনে ফ্র্যাঞ্চাইজি থেকে দল কিনেছিল আরপিএসজি গ্রুপ ৷ যে দলের নাম ছিল রাইজিং পুনে সুপার জায়েন্ট ৷ চেন্নাই 2018 সালে আইপিএল-এ প্রত্যাবর্তন করার পর, চুক্তি অনুযায়ী রাইজিং পুনে সুপার জায়েন্টকে বিদায় নিতে হয়েছিল ৷