ETV Bharat / sports

Sanjiv Goenka on Gautam Gambhir: লখনউ সুপার জায়ান্টস ছাড়ছেন গম্ভীর? গোয়েঙ্কাকে প্রশ্ন সাংবাদিকদের - Kolkata Knight Riders

Sanjiv Goenka on LSG Franchies Plans on Gautam Gambhir: গৌতম গম্ভীরের সঙ্গে আগামী মরশুমেও কি যাচ্ছে লখনউ সুপার জায়ান্টস ? আজ সঞ্জীব গোয়েঙ্কার সামনে এই প্রশ্ন রাখা হল ৷ যার জবাবও দিলেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ৷

Sanjiv Goenka on Gautam Gambhir ETV BHARAT
Sanjiv Goenka on Gautam Gambhir
author img

By

Published : Jul 25, 2023, 6:51 PM IST

কলকাতা, 25 জুলাই: গৌতম গম্ভীর কি লখনউ সুপার জায়ান্টস ছাড়ছেন ? গত এক সপ্তাহে এমনই খবর ভাসছে আইপিএলের চৌহদ্দিতে ৷ এ ব্যাপারে মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ৷ জবাবে তিনি জানালেন, সবই সংবাদ মাধ্যমের তৈরি গুজব ৷ তবে, ফ্র্যাঞ্চাইজির যা পরিকল্পনা রয়েছে ৷ তারা সেটাই করবে ৷ কিন্তু, কী পরিকল্পনা ? সে জবাব দিলেন না সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ৷

সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘‘আপনারাই এই ধরনের বিতর্ক তৈরি করেন ৷ আবার এর উত্তরও চান আমাদের কাছ থেকে ৷ আমি এখন এইটুকু বলতে পারি ৷ আমরা যা করার পরিকল্পনা করেছি সেটাই করব ৷ এখনও এই ব্যাপারে কিছু চূড়ান্ত হয়নি ৷’’ লখনউয়ের অন্য কর্তাদের দাবি, এখনও পর্যন্ত গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের সঙ্গেই রয়েছেন ৷ তবে, গম্ভীর আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডাগআউটে থাকতে পারেন, এমন খবরও রয়েছে ৷ উল্লেখ্য, গম্ভীর অধিনায়ক হিসেবে কেকেআর'কে দু’টি কাপ জিতিয়েছেন ৷

কেকেআর তাঁকে 2018 সালে ছেড়ে দিলেও, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট ভালো ৷ সেক্ষেত্রে তাঁকে কলকাতার মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়াটা অস্বাভাবিক কিছু নয় ৷ কিন্তু, গম্ভীর কী করবেন ? সেটা তিনিই ঠিক করবেন ৷ লখনউ সুপার জায়ান্টসের মেন্টর পদে প্রথম থেকে রয়েছেন তিনি ৷ দুই মরশুমেই প্লে-অফে উঠেছিল এলএসজি ৷ তাই এখনই গম্ভীরের কেকেআরে যোগ দেওয়ার সম্ভাবনা এখনই নেই বললেই চলে ৷

আরও পড়ুন: নিজেই পেস বোলিংয়ের নেতৃত্বভার নিয়েছিলেন সিরাজ, জানালেন রোহিত

উল্লেখ্য, আগামী মরশুমে লখনউ সুপার জায়ান্টসের কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারকে সই করিয়েছে ফ্র্যাঞ্চাইজি ৷ এলএসজি কর্তৃপক্ষ অফিসিয়ালি তা ঘোষণা করেছে ইতিমধ্যে ৷ গত দুই মরশুমে এলএসজি'র কোচ হিসেবে থাকা অ্যান্ডি ফ্লাওয়ারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ৷

কলকাতা, 25 জুলাই: গৌতম গম্ভীর কি লখনউ সুপার জায়ান্টস ছাড়ছেন ? গত এক সপ্তাহে এমনই খবর ভাসছে আইপিএলের চৌহদ্দিতে ৷ এ ব্যাপারে মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ৷ জবাবে তিনি জানালেন, সবই সংবাদ মাধ্যমের তৈরি গুজব ৷ তবে, ফ্র্যাঞ্চাইজির যা পরিকল্পনা রয়েছে ৷ তারা সেটাই করবে ৷ কিন্তু, কী পরিকল্পনা ? সে জবাব দিলেন না সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ৷

সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘‘আপনারাই এই ধরনের বিতর্ক তৈরি করেন ৷ আবার এর উত্তরও চান আমাদের কাছ থেকে ৷ আমি এখন এইটুকু বলতে পারি ৷ আমরা যা করার পরিকল্পনা করেছি সেটাই করব ৷ এখনও এই ব্যাপারে কিছু চূড়ান্ত হয়নি ৷’’ লখনউয়ের অন্য কর্তাদের দাবি, এখনও পর্যন্ত গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের সঙ্গেই রয়েছেন ৷ তবে, গম্ভীর আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডাগআউটে থাকতে পারেন, এমন খবরও রয়েছে ৷ উল্লেখ্য, গম্ভীর অধিনায়ক হিসেবে কেকেআর'কে দু’টি কাপ জিতিয়েছেন ৷

কেকেআর তাঁকে 2018 সালে ছেড়ে দিলেও, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট ভালো ৷ সেক্ষেত্রে তাঁকে কলকাতার মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়াটা অস্বাভাবিক কিছু নয় ৷ কিন্তু, গম্ভীর কী করবেন ? সেটা তিনিই ঠিক করবেন ৷ লখনউ সুপার জায়ান্টসের মেন্টর পদে প্রথম থেকে রয়েছেন তিনি ৷ দুই মরশুমেই প্লে-অফে উঠেছিল এলএসজি ৷ তাই এখনই গম্ভীরের কেকেআরে যোগ দেওয়ার সম্ভাবনা এখনই নেই বললেই চলে ৷

আরও পড়ুন: নিজেই পেস বোলিংয়ের নেতৃত্বভার নিয়েছিলেন সিরাজ, জানালেন রোহিত

উল্লেখ্য, আগামী মরশুমে লখনউ সুপার জায়ান্টসের কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারকে সই করিয়েছে ফ্র্যাঞ্চাইজি ৷ এলএসজি কর্তৃপক্ষ অফিসিয়ালি তা ঘোষণা করেছে ইতিমধ্যে ৷ গত দুই মরশুমে এলএসজি'র কোচ হিসেবে থাকা অ্যান্ডি ফ্লাওয়ারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.