ETV Bharat / sports

Lalchand Rajput Interview: 'এটাই বিশ্বকাপের জন্য সেরা দল', ইটিভি ভারতকে জানালেন বিশ্বকাপজয়ী কোচ - লালচাঁদ রাজপুত

কেমন হল বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল ৷ টেলিফোনিক সাক্ষাৎকারে ইটিভি ভারতের প্রতিনিধি সঞ্জীব গুহকে জানালেন টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রাক্তন কোচ (ক্রিকেট ম্যানেজার) লালচাঁদ রাজপুত ৷ যাঁর প্রশিক্ষণে 24 বছর পর কোনও বিশ্বকাপ জিতেছিল ভারত ৷

Lalchand Rajput Interview
বিশ্বকাপের দল নিয়ে প্রতিক্রিয়া লালচাঁদ রাজপুতের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 8:32 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: সালটা 2013 ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে শেষবার কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ৷ এরপর কেটে গিয়েছে এক দশক ৷ তীরে পৌঁছেও ব্যর্থ হয়ে বারংবার খালি হাতে ফিরতে হয়েছে 'মেন ইন ব্লু'কে ৷ দুয়ারে আরও একটি বিশ্বকাপ ৷ মঙ্গলবার সেই বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ কেমন হল সেই দল ৷ টেলিফোনিক সাক্ষাৎকারে ইটিভি ভারতের প্রতিনিধিকে সেই ভারতীয় দল নিয়ে প্রতিক্রিয়া দিলেন লালচাঁদ রাজপুত ৷ যাঁর প্রশিক্ষণে 24 বছর পর (2007 সাল টি-20) বিশ্বকাপ জিতেছিল ভারত ৷

প্রশ্ন: বিশ্বকাপের জন্য ঘোষিত 15 সদস্যের দল নিয়ে আপনার কী মতামত ?

উত্তর: আমার মনে হয়ে এই দলটা খানিক প্রত্যাশিতই ছিল ৷ বিশ্বকাপের দলে সুযোগ করে নেওয়ার জায়গায় তিলক বর্মা এখনও আসেনি ৷ ও অনেকটাই তরুণ ৷ আর পাঁচ বোলারে যাওয়া সম্ভব নয় বলে প্রসিদ্ধ কৃষ্ণা বাদ পড়েছে ৷ চলতি এশিয়া কাপের স্কোয়াড থেকে এই দু'জনকেই বাদ দেওয়া হয়েছে ৷

প্রশ্ন: এই স্কোয়াডকে কত নম্বর দেবেন ?

উত্তর: যথেষ্ট ভালো দল নির্বাচন হয়েছে ৷ এখানে চমকের কিছু নেই, কঠোর কোনও সিদ্ধান্তও নেওয়া হয়নি ৷ তাই আমার মনে হয় এটাই বিশ্বকাপের জন্য নির্বাচিত সেরা দল ৷

প্রশ্ন: তিলক বর্মা দলে ঢোকার জোরালো দাবিদার হওয়া সত্ত্বেও জায়গা পেলেন না শেষমেশ, কী বলবেন ?

উত্তর: সকলে তিলকের কথা বলছে বটে ৷ কিন্তু আমার মনে হয় বিশ্বকাপের দলে ওর সুযোগ পাওয়ার সময় এখনও আসেনি ৷ দু'টো ম্যাচ দেখে ওর মত তরুণ তুর্কীকে দলে নেওয়া সম্ভব নয় ৷

প্রশ্ন: চোট সারিয়ে দীর্ঘদিন বাদে দলে কেএল রাহুলের অন্তর্ভুক্তি নিয়ে কী বলবেন ?

উত্তর: সত্যি বলতে কেএল রাহুল একজন কোয়ালিটি প্লেয়ার ৷ বিশ্বকাপের আগে ওর হাতে এশিয়া কাপের অবশিষ্ট ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচ রয়েছে ৷ চোট সারিয়ে যখন সুস্থ হয়েই উঠেছে তখন শ্রেয়স আইয়ারের মতো ওর দলে সুযোগ পাওয়া উচিৎ ৷ আমার মনে হয় দ্রুত ওরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে এবং বিশ্বকাপে যথেষ্ট উপযোগী ভূমিকা পালন করবে ৷

প্রশ্ন: আসন্ন বিশ্বকাপে ভারতের সম্ভাবনা কতটা ?

উত্তর: দেশের মাটিতে খেলা সবসময়ই কঠিন ৷ আর সে কারণেই দলকে এত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷ দেশের মাটিতে খেলার সুবিধে-অসুবিধে দুই'ই রয়েছে ৷ সেখানে যেমন তুমি ঘরের মাঠের জনসমর্থন পাবে, তেমনই অন্যদিকে সকলেই চাইবে প্রত্যেকে নামের প্রতি সুবিচার করুক ৷

প্রশ্ন: ভারতীয় দলের ব্যাটিং এবং বোলিং বিভাগকে কীভাবে মূল্যায়ণ করবেন ?

উত্তর: আমার মতে ভারতের ফাস্ট বোলিং ভীষণই ভালো ৷ বুমরা ফিরেছে, সিরাজ সেরা ছন্দে রয়েছে ৷ পাশাপাশি মহম্মদ শামি রয়েছে ৷ হার্দিক পান্ডিয়াও বল হাতে কার্যকরী ৷ এছাড়া শার্দূলের অলরাউন্ড ক্ষমতা ভুলে গেলে চলবে না ৷ স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের সঙ্গে রয়েছে প্যাটেল (অক্ষর) ৷ সবমিলিয়ে ভারতের বোলিং বিভাগ দুর্দান্ত ৷ ব্যাটিংয়ের ক্ষেত্রে দলটায় তারুণ্য এবং অভিজ্ঞতার সঙ্গে কোয়ালিটির সংমিশ্রণ রয়েছে ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল এবং ঈশান কিষাণ যথেষ্ট ভালো ব্যাট করছে ৷ সঙ্গে হার্দিক পান্ডিয়ার পরিণত ব্যাটিং ভরসা দিচ্ছে ৷ ও ব্যাট হাতে দু'ধরনের ক্রিকেটই খেলতে স্বচ্ছন্দ ৷ হার্দিক ব্যাট হাতে যেমন স্টেডি ইনিংস খেলতে পারে, তেমনই ফিনিশও করতে পারে ৷ তরুণদের মধ্যে শুভমন গিলও রানের মধ্যেই রয়েছে ৷

প্রশ্ন: 2007 সালে আপনার প্রশিক্ষণে টি-20 বিশ্বকাপজয়ী দলের সঙ্গে এই দলের তুলনা কীভাবে করবেন ?

উত্তর: (হেসে) 2007-এর ওই টিমের সঙ্গে এই দলের কোনওভাবেই তুলনা চলে না ৷ ওটা ছিল টি-20 আর এটা ওডিআই ৷ দু'টো সম্পূর্ণ আলাদা ৷ তবুও বলব, 2007-এর দলটা যেমন তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ ছিল; এই দলটাও ঠিক তাই ৷ এই দলে গিল, ঈশান কিষাণ, শ্রেয়স এবং কুলদীপ যাদবের তারুণ্যের সঙ্গে মিশবে রোহিত, বিরাট, বুমরা, শামিদের অভিজ্ঞতা ৷

কলকাতা, 5 সেপ্টেম্বর: সালটা 2013 ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে শেষবার কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ৷ এরপর কেটে গিয়েছে এক দশক ৷ তীরে পৌঁছেও ব্যর্থ হয়ে বারংবার খালি হাতে ফিরতে হয়েছে 'মেন ইন ব্লু'কে ৷ দুয়ারে আরও একটি বিশ্বকাপ ৷ মঙ্গলবার সেই বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ কেমন হল সেই দল ৷ টেলিফোনিক সাক্ষাৎকারে ইটিভি ভারতের প্রতিনিধিকে সেই ভারতীয় দল নিয়ে প্রতিক্রিয়া দিলেন লালচাঁদ রাজপুত ৷ যাঁর প্রশিক্ষণে 24 বছর পর (2007 সাল টি-20) বিশ্বকাপ জিতেছিল ভারত ৷

প্রশ্ন: বিশ্বকাপের জন্য ঘোষিত 15 সদস্যের দল নিয়ে আপনার কী মতামত ?

উত্তর: আমার মনে হয়ে এই দলটা খানিক প্রত্যাশিতই ছিল ৷ বিশ্বকাপের দলে সুযোগ করে নেওয়ার জায়গায় তিলক বর্মা এখনও আসেনি ৷ ও অনেকটাই তরুণ ৷ আর পাঁচ বোলারে যাওয়া সম্ভব নয় বলে প্রসিদ্ধ কৃষ্ণা বাদ পড়েছে ৷ চলতি এশিয়া কাপের স্কোয়াড থেকে এই দু'জনকেই বাদ দেওয়া হয়েছে ৷

প্রশ্ন: এই স্কোয়াডকে কত নম্বর দেবেন ?

উত্তর: যথেষ্ট ভালো দল নির্বাচন হয়েছে ৷ এখানে চমকের কিছু নেই, কঠোর কোনও সিদ্ধান্তও নেওয়া হয়নি ৷ তাই আমার মনে হয় এটাই বিশ্বকাপের জন্য নির্বাচিত সেরা দল ৷

প্রশ্ন: তিলক বর্মা দলে ঢোকার জোরালো দাবিদার হওয়া সত্ত্বেও জায়গা পেলেন না শেষমেশ, কী বলবেন ?

উত্তর: সকলে তিলকের কথা বলছে বটে ৷ কিন্তু আমার মনে হয় বিশ্বকাপের দলে ওর সুযোগ পাওয়ার সময় এখনও আসেনি ৷ দু'টো ম্যাচ দেখে ওর মত তরুণ তুর্কীকে দলে নেওয়া সম্ভব নয় ৷

প্রশ্ন: চোট সারিয়ে দীর্ঘদিন বাদে দলে কেএল রাহুলের অন্তর্ভুক্তি নিয়ে কী বলবেন ?

উত্তর: সত্যি বলতে কেএল রাহুল একজন কোয়ালিটি প্লেয়ার ৷ বিশ্বকাপের আগে ওর হাতে এশিয়া কাপের অবশিষ্ট ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচ রয়েছে ৷ চোট সারিয়ে যখন সুস্থ হয়েই উঠেছে তখন শ্রেয়স আইয়ারের মতো ওর দলে সুযোগ পাওয়া উচিৎ ৷ আমার মনে হয় দ্রুত ওরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে এবং বিশ্বকাপে যথেষ্ট উপযোগী ভূমিকা পালন করবে ৷

প্রশ্ন: আসন্ন বিশ্বকাপে ভারতের সম্ভাবনা কতটা ?

উত্তর: দেশের মাটিতে খেলা সবসময়ই কঠিন ৷ আর সে কারণেই দলকে এত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷ দেশের মাটিতে খেলার সুবিধে-অসুবিধে দুই'ই রয়েছে ৷ সেখানে যেমন তুমি ঘরের মাঠের জনসমর্থন পাবে, তেমনই অন্যদিকে সকলেই চাইবে প্রত্যেকে নামের প্রতি সুবিচার করুক ৷

প্রশ্ন: ভারতীয় দলের ব্যাটিং এবং বোলিং বিভাগকে কীভাবে মূল্যায়ণ করবেন ?

উত্তর: আমার মতে ভারতের ফাস্ট বোলিং ভীষণই ভালো ৷ বুমরা ফিরেছে, সিরাজ সেরা ছন্দে রয়েছে ৷ পাশাপাশি মহম্মদ শামি রয়েছে ৷ হার্দিক পান্ডিয়াও বল হাতে কার্যকরী ৷ এছাড়া শার্দূলের অলরাউন্ড ক্ষমতা ভুলে গেলে চলবে না ৷ স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের সঙ্গে রয়েছে প্যাটেল (অক্ষর) ৷ সবমিলিয়ে ভারতের বোলিং বিভাগ দুর্দান্ত ৷ ব্যাটিংয়ের ক্ষেত্রে দলটায় তারুণ্য এবং অভিজ্ঞতার সঙ্গে কোয়ালিটির সংমিশ্রণ রয়েছে ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল এবং ঈশান কিষাণ যথেষ্ট ভালো ব্যাট করছে ৷ সঙ্গে হার্দিক পান্ডিয়ার পরিণত ব্যাটিং ভরসা দিচ্ছে ৷ ও ব্যাট হাতে দু'ধরনের ক্রিকেটই খেলতে স্বচ্ছন্দ ৷ হার্দিক ব্যাট হাতে যেমন স্টেডি ইনিংস খেলতে পারে, তেমনই ফিনিশও করতে পারে ৷ তরুণদের মধ্যে শুভমন গিলও রানের মধ্যেই রয়েছে ৷

প্রশ্ন: 2007 সালে আপনার প্রশিক্ষণে টি-20 বিশ্বকাপজয়ী দলের সঙ্গে এই দলের তুলনা কীভাবে করবেন ?

উত্তর: (হেসে) 2007-এর ওই টিমের সঙ্গে এই দলের কোনওভাবেই তুলনা চলে না ৷ ওটা ছিল টি-20 আর এটা ওডিআই ৷ দু'টো সম্পূর্ণ আলাদা ৷ তবুও বলব, 2007-এর দলটা যেমন তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ ছিল; এই দলটাও ঠিক তাই ৷ এই দলে গিল, ঈশান কিষাণ, শ্রেয়স এবং কুলদীপ যাদবের তারুণ্যের সঙ্গে মিশবে রোহিত, বিরাট, বুমরা, শামিদের অভিজ্ঞতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.