কলম্বো, 27 জুলাই : করোনা আক্রান্ত ক্রুণাল পাণ্ডিয়া ৷ স্থগিত হয়ে গেল শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচ ৷ দলের বাকি ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ এলে বুধবার এই ম্যাচ অনুষ্ঠিত হবে ৷
সংবাদ সংস্থা এএনআই একটি সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, ক্রুণাল পাণ্ডিয়া করোনা আক্রান্ত হওয়ায়, দুটি দেশের বাকি ক্রিকেটারদের আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ পরবর্তী রিপোর্ট না আসা পর্যন্ত দুই দেশের বাকি ক্রিকেটারও আইসোলেশনে থাকবেন ৷ সেই সূত্র জানিয়েছে, ‘‘ক্রুণালের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ মঙ্গলবারের টি-20 ম্যাচটি স্থগিত করা হয়েছে ৷ বাকি ক্রিকেটাররা নেগেটিভ হলে বুধবার এই ম্যাচটি হবে ৷’’
সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক আধিকারিক জানায়, ‘‘ হ্যাঁ, ক্রুণালের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এবং আজকের টি-20 ম্যাচটি স্থগিত করা হয়েছে ৷ ভারতীয় দলের বাকিদের আরটি-পিসিআর রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে ৷ আজ সন্ধ্যায় রিপোর্ট চলে আসবে ৷ যদি সবাই নেগেটিভ থাকে, তাহলে বুধবার এই ম্যাচটি হবে ৷’’
আরও পড়ুন : Tokyo Olympics : দীপিকার পদকের লড়াই, আগামী কাল নামছেন সিন্ধু
তবে ক্রুণালের কোভিড আক্রান্ত হওয়ায় পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবের ইংল্যান্ড যাওয়া প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেল ৷ কারণ তাঁরাও যদি করোনা আক্রান্ত হন, সেক্ষেত্রে ইংল্যান্ডে যেতে পারবেন না ৷
তিন ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে আয়োজক শ্রীলঙ্কাকে 38 রানে হারায় ভারত ৷ দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ় জয় হয়ে যেত শিখর ধাওয়ানের ভারতের ৷