ETV Bharat / sports

ক্রিকেটের নন্দনকাননে পেসারদের দাপট, ইডেনে ক্রিকেট ডার্বি ড্র - ইডেনে ক্রিকেট ডার্বি ড্র

Cricket Derby End in a Draw: ড্র হয়ে গেল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর ফার্স্ট ডিভিশন লিগের ক্রিকেট ডার্বি ৷ পেসারদের দাপটে নাস্তানাবুদ দু'পক্ষই ৷

Kolkata Cricket Derby End in a Draw
পেসারদের দাপট, ইডেনে ক্রিকেট ডার্বি ড্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 10:37 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ ডার্বি শেষ হল ড্র-এ । তিন দিনের ম্যাচে জোরে বোলারদের দাপটের সাক্ষী রইল ইডেন । প্রথমে ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গল ক্লাব 60.4 ওভারে 174 রানে অলআউট হয়েছিল । ইস্টবেঙ্গলের অমিতোজ সিং 49 ছাড়া বড় রান ছিল না । মোহনবাগানের রোহিত কুমার বল হাতে 4 উইকেট নিয়ে লাল হলুদকে কম রানে বেঁধে রাখেন ।

প্রত্যুত্তরে প্রথম ইনিংসে বড় স্কোর করতে পারেনি সবুজ মেরুনও ৷ 66.2 ওভারে ব্যাট করে 10 উইকেট খুইয়ে 189 রানে শেষ হয়ে যায় মোহনবাগান এসি । মোহনবাগানের হয়ে 64 রান করেন সুদীপ কুমার ঘরামি । ওপেনিং জুটিতে অঙ্কুর পালের (48 রান) স্থিতধী ব্যাটিংয়ে মোহনবাগান শুরুটা ভালোই করেছিল । কিন্তু অমিত কুইল্যা ও অয়ন ভট্টাচার্য 3টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের দাপুটে ব্যাটিং পারফরম্যান্সের আশা শেষ করে দেন । ম্যাচের রাশ তাও লাল হলুদ বোলারদের হাতেই ছিল ৷ কিন্তু 27 রান অতিরিক্ত দিয়ে সেই রাশ আলগা করে ফেলেন তাঁরা নিজেরাই ।

Kolkata Cricket Derby End in a Draw
ইডেনে ক্রিকেট ডার্বি ড্র, জ্বলে উঠলেন ঈশান পোড়েল

যার জেরে 189 রানে পৌঁছয় মোহনবাগান । ওপেনিং জুটির ভালো শুরুর পরেও বড় ইনিংস গড়া সম্ভব হয়নি সবুজ-মেরুনের জন্য ৷ তবে প্রথম ইনিংসের লিড নেওয়ার কারণে কাজের কাজটি করে ফেলেছিল তাঁরা । দ্বিতীয় ইনিংসে 73.2 ওভারে 169 রানে অলআউট হয়ে যায় ইস্টবেঙ্গল । সৌরভ পালের হাত থেকে 58 রান এলেও আর কেউই বড় রান করতে পারেননি ।

Kolkata Cricket Derby End in a Draw
দাপট দেখালেন লাল হলুদ পেসাররাও

মোহনবাগানের বোলিং আক্রমনের নেতৃত্বে ঈশান পোড়েল । 4 উইকেট নিয়ে লাল-হলুদ ব্যাটিংকে নাস্তানাবুদ করে দেন তিনি। বাংলার রঞ্জি ট্রফির দল নির্বাচনের দিনে জ্বলে উঠলেন চন্দননগরের পেসার । পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব নির্বাচকদের তাঁকে দলে নেওয়ার ব্যাপারে সন্দিহান করেছিল । দ্বিতীয় ইনিংসে মোহনবাগান এসি 13 ওভারে 1 উইকেটে 94 রান তোলে মোহনবাগান । ফলে তিনদিনের শেষে কলকাতা ক্রিকেট ডার্বি শেষ হল ড্র দিয়েই । ম্যাচের সেরা সুদীপ কুমার ঘরামি প্রথম ইনিংসের অর্ধশতরানের পর দ্বিতীয় ইনিংসেও করেন 39 রান। মোহনবাগান এসি পেল 8 পয়েন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাব পেয়েছে 2 পয়েন্ট ।

আরও পড়ুন:

  1. ইস্টবেঙ্গলকে হারিয়ে কন্যাশ্রী কাপে চ্য়াম্পিয়ন সুজিত বসুর শ্রীভূমি
  2. বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল হিটম্যানের ভারত, বছর শেষে ফিরে দেখা উত্থান পতনের সফর
  3. প্রোটিয়া সফরে টেস্ট সিরিজে শামির বদলি ঘোষণা করল বিসিসিআই

কলকাতা, 29 ডিসেম্বর: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ ডার্বি শেষ হল ড্র-এ । তিন দিনের ম্যাচে জোরে বোলারদের দাপটের সাক্ষী রইল ইডেন । প্রথমে ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গল ক্লাব 60.4 ওভারে 174 রানে অলআউট হয়েছিল । ইস্টবেঙ্গলের অমিতোজ সিং 49 ছাড়া বড় রান ছিল না । মোহনবাগানের রোহিত কুমার বল হাতে 4 উইকেট নিয়ে লাল হলুদকে কম রানে বেঁধে রাখেন ।

প্রত্যুত্তরে প্রথম ইনিংসে বড় স্কোর করতে পারেনি সবুজ মেরুনও ৷ 66.2 ওভারে ব্যাট করে 10 উইকেট খুইয়ে 189 রানে শেষ হয়ে যায় মোহনবাগান এসি । মোহনবাগানের হয়ে 64 রান করেন সুদীপ কুমার ঘরামি । ওপেনিং জুটিতে অঙ্কুর পালের (48 রান) স্থিতধী ব্যাটিংয়ে মোহনবাগান শুরুটা ভালোই করেছিল । কিন্তু অমিত কুইল্যা ও অয়ন ভট্টাচার্য 3টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের দাপুটে ব্যাটিং পারফরম্যান্সের আশা শেষ করে দেন । ম্যাচের রাশ তাও লাল হলুদ বোলারদের হাতেই ছিল ৷ কিন্তু 27 রান অতিরিক্ত দিয়ে সেই রাশ আলগা করে ফেলেন তাঁরা নিজেরাই ।

Kolkata Cricket Derby End in a Draw
ইডেনে ক্রিকেট ডার্বি ড্র, জ্বলে উঠলেন ঈশান পোড়েল

যার জেরে 189 রানে পৌঁছয় মোহনবাগান । ওপেনিং জুটির ভালো শুরুর পরেও বড় ইনিংস গড়া সম্ভব হয়নি সবুজ-মেরুনের জন্য ৷ তবে প্রথম ইনিংসের লিড নেওয়ার কারণে কাজের কাজটি করে ফেলেছিল তাঁরা । দ্বিতীয় ইনিংসে 73.2 ওভারে 169 রানে অলআউট হয়ে যায় ইস্টবেঙ্গল । সৌরভ পালের হাত থেকে 58 রান এলেও আর কেউই বড় রান করতে পারেননি ।

Kolkata Cricket Derby End in a Draw
দাপট দেখালেন লাল হলুদ পেসাররাও

মোহনবাগানের বোলিং আক্রমনের নেতৃত্বে ঈশান পোড়েল । 4 উইকেট নিয়ে লাল-হলুদ ব্যাটিংকে নাস্তানাবুদ করে দেন তিনি। বাংলার রঞ্জি ট্রফির দল নির্বাচনের দিনে জ্বলে উঠলেন চন্দননগরের পেসার । পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব নির্বাচকদের তাঁকে দলে নেওয়ার ব্যাপারে সন্দিহান করেছিল । দ্বিতীয় ইনিংসে মোহনবাগান এসি 13 ওভারে 1 উইকেটে 94 রান তোলে মোহনবাগান । ফলে তিনদিনের শেষে কলকাতা ক্রিকেট ডার্বি শেষ হল ড্র দিয়েই । ম্যাচের সেরা সুদীপ কুমার ঘরামি প্রথম ইনিংসের অর্ধশতরানের পর দ্বিতীয় ইনিংসেও করেন 39 রান। মোহনবাগান এসি পেল 8 পয়েন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাব পেয়েছে 2 পয়েন্ট ।

আরও পড়ুন:

  1. ইস্টবেঙ্গলকে হারিয়ে কন্যাশ্রী কাপে চ্য়াম্পিয়ন সুজিত বসুর শ্রীভূমি
  2. বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল হিটম্যানের ভারত, বছর শেষে ফিরে দেখা উত্থান পতনের সফর
  3. প্রোটিয়া সফরে টেস্ট সিরিজে শামির বদলি ঘোষণা করল বিসিসিআই
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.