ETV Bharat / sports

'ধোনি রিভিউ সিস্টেম' যখন 'ডিসিশন রাহুল সিস্টেম' - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

KL Rhaul Keeper of India's Fortunes in ICC Cricket World Cup: চলতি বিশ্বকাপে ভারতের পঞ্চাশ শতাংশ রিভিউ সফল ৷ আর এই সাফল্যের পিছনে অন্যতম অবদান উইকেট-কিপার কেএল রাহুলের ৷ তার থেকেও বেশি সাফল্য, বোলারের আবেগকে উপেক্ষা করে অধিনায়ককে রিভিউ নেওয়া থেকে আটকানো ৷ তাই ভারতের 'ডিআরএস' ভাগ্য এখন নির্ভর করছে কিপার রাহুলের উপরেই ৷

Image Courtesy: X
Image Courtesy: X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 4:34 PM IST

আমেদাবাদ, 17 নভেম্বর: কয়েকবছর আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে একটি শো-তে একটি অসম্পূর্ণ ডিআরএস দেখিয়ে অতিথিকে উপস্থাপক প্রশ্ন করেছিলেন, এটি আউট নাকি নট-আউট ? ভিডিয়োর দিকে না-তাকিয়েই আত্মবিশ্বাসের সঙ্গে অতিথি জবাব দিয়েছিলেন, 'আউট স্যর' ৷ জবাব দিয়েই উপস্থাপককে তিনি বলেন, ভিডিয়োটিকে বড় করতে ৷ দেখা যায় উইকেটের পিছনে আর কেউ নন, স্বয়ং মহেন্দ্র সিং ধোনি দাঁড়িয়ে ৷ অতিথি জবাব দিয়েছিলেন, ‘‘ধোনি রিভিউ সিস্টেম স্যর, ভুল হতেই পারে না ৷’’

এই গল্পটা বলার আসল কারণে এবার আসা যাক ৷ চলতি বিশ্বকাপে ডিআরএস বা বাস্তবিক অর্থে, ‘ডিসিশন রিভিউ সিস্টেম’ নেওয়ার ক্ষেত্রে ভারত এক নম্বরে ৷ ভারতের নেওয়া পঞ্চাশ শতাংশ রিভিউ সফল হয়েছে ৷ যার অধিকাংশ বোলিং করার সময় ৷ আর এখানে আসল কারিগর কেএল রাহুল ৷ যিনি এই বিশ্বকাপে ভারতের হয়ে উইকেট-কিপিং করছেন ৷ শুধু তাই নয়, ফিল্ডিংয়ের সময় এমন অনেক ক্ষেত্রে অধিনায়ক রোহিত শর্মাকে ডিআরএস নেওয়া থেকে আটকেছেন তিনি ৷ পরবর্তী সময়ে দেখা গিয়েছে, আম্পায়ারের সিদ্ধান্ত বিরুদ্ধে ডিআরএস নিলে, তা ভারতের বিপক্ষে যেত ৷

উল্লেখ্য, কেএল রাহুল এই বিশ্বকাপে একটি সেঞ্চুরিও করেছেন ৷ 10 ম্যাচে 77-এর গড় ও 99 স্ট্রাইকরেটে 386 রান করেছেন ৷ কিন্তু, রোহিত, বিরাট, শুভমন, শ্রেয়স এবং শামিদের পারফর্ম্যান্সের নীচে তাঁর কৃতিত্ব অনেকটাই চাপা পড়ে গিয়েছে ৷ বিশেষত, উইকেটের পিছন থেকে রোহিতকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করেছেন তিনি ৷ রাহুল এই বিশ্বকাপের আগে দলে নিয়মিত উইকেটকিপার ছিলেন না ৷

আইপিএলে উইকেট কিপিং করেছিলেন ঠিকই ৷ কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে তা কখনই মাপকাঠি ছিল না ৷ কিন্তু, সেখানেও কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা তাঁকে দিয়ে কিপিং করিয়েছিলেন বেশ কয়েকটি ম্যাচে ৷ যার পর এশিয়া কাপে দলে ফিরে উইকেট-কিপার হিসেবে খেলেছেন ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কিপিং করেন ৷ আর বিশ্বকাপে কুইন্টন ডি’ককদের মতো নিয়মিত কিপারদের থেকেও উচ্চস্তরের কিপিং করে ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন কেএল ৷

খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই

আরও পড়ুন:

  1. ফাইনালে ভারত-অজি দ্বৈরথ, রোহিতদের রোখা কঠিন; মত সৌরভের
  2. বাংলার মাটিতে উত্থানের গল্প ভোলেননি, সিএবি'র জন্য এবার পেসার তৈরি করবেন শামি
  3. মহারণের জন্য আমেদাবাদ পৌঁছল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিয়ো

আমেদাবাদ, 17 নভেম্বর: কয়েকবছর আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে একটি শো-তে একটি অসম্পূর্ণ ডিআরএস দেখিয়ে অতিথিকে উপস্থাপক প্রশ্ন করেছিলেন, এটি আউট নাকি নট-আউট ? ভিডিয়োর দিকে না-তাকিয়েই আত্মবিশ্বাসের সঙ্গে অতিথি জবাব দিয়েছিলেন, 'আউট স্যর' ৷ জবাব দিয়েই উপস্থাপককে তিনি বলেন, ভিডিয়োটিকে বড় করতে ৷ দেখা যায় উইকেটের পিছনে আর কেউ নন, স্বয়ং মহেন্দ্র সিং ধোনি দাঁড়িয়ে ৷ অতিথি জবাব দিয়েছিলেন, ‘‘ধোনি রিভিউ সিস্টেম স্যর, ভুল হতেই পারে না ৷’’

এই গল্পটা বলার আসল কারণে এবার আসা যাক ৷ চলতি বিশ্বকাপে ডিআরএস বা বাস্তবিক অর্থে, ‘ডিসিশন রিভিউ সিস্টেম’ নেওয়ার ক্ষেত্রে ভারত এক নম্বরে ৷ ভারতের নেওয়া পঞ্চাশ শতাংশ রিভিউ সফল হয়েছে ৷ যার অধিকাংশ বোলিং করার সময় ৷ আর এখানে আসল কারিগর কেএল রাহুল ৷ যিনি এই বিশ্বকাপে ভারতের হয়ে উইকেট-কিপিং করছেন ৷ শুধু তাই নয়, ফিল্ডিংয়ের সময় এমন অনেক ক্ষেত্রে অধিনায়ক রোহিত শর্মাকে ডিআরএস নেওয়া থেকে আটকেছেন তিনি ৷ পরবর্তী সময়ে দেখা গিয়েছে, আম্পায়ারের সিদ্ধান্ত বিরুদ্ধে ডিআরএস নিলে, তা ভারতের বিপক্ষে যেত ৷

উল্লেখ্য, কেএল রাহুল এই বিশ্বকাপে একটি সেঞ্চুরিও করেছেন ৷ 10 ম্যাচে 77-এর গড় ও 99 স্ট্রাইকরেটে 386 রান করেছেন ৷ কিন্তু, রোহিত, বিরাট, শুভমন, শ্রেয়স এবং শামিদের পারফর্ম্যান্সের নীচে তাঁর কৃতিত্ব অনেকটাই চাপা পড়ে গিয়েছে ৷ বিশেষত, উইকেটের পিছন থেকে রোহিতকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করেছেন তিনি ৷ রাহুল এই বিশ্বকাপের আগে দলে নিয়মিত উইকেটকিপার ছিলেন না ৷

আইপিএলে উইকেট কিপিং করেছিলেন ঠিকই ৷ কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে তা কখনই মাপকাঠি ছিল না ৷ কিন্তু, সেখানেও কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা তাঁকে দিয়ে কিপিং করিয়েছিলেন বেশ কয়েকটি ম্যাচে ৷ যার পর এশিয়া কাপে দলে ফিরে উইকেট-কিপার হিসেবে খেলেছেন ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কিপিং করেন ৷ আর বিশ্বকাপে কুইন্টন ডি’ককদের মতো নিয়মিত কিপারদের থেকেও উচ্চস্তরের কিপিং করে ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন কেএল ৷

খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই

আরও পড়ুন:

  1. ফাইনালে ভারত-অজি দ্বৈরথ, রোহিতদের রোখা কঠিন; মত সৌরভের
  2. বাংলার মাটিতে উত্থানের গল্প ভোলেননি, সিএবি'র জন্য এবার পেসার তৈরি করবেন শামি
  3. মহারণের জন্য আমেদাবাদ পৌঁছল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.