ETV Bharat / sports

KL Rahul: ফিটনেস পরীক্ষার আগেই কুড়ি-বিশের সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল - KL Rahul

বিসিসিআই জানিয়ে দিয়েছিল, ফিট থাকলে দলে যোগ দেবেন কেএল এবং কুলদীপ যাদব ৷ ফিটনেস পরীক্ষা হওয়ার আগেই করোনা আক্রান্ত হয়ে ছিটকে গেলেন রাহুল (KL Rahul to miss out T20I series) ৷

KL Rahul to miss out T20I series against WI
KL Rahul to miss out T20I series against WI
author img

By

Published : Jul 27, 2022, 3:14 PM IST

Updated : Jul 27, 2022, 4:23 PM IST

মুম্বই, 27 জুলাই: ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল ৷ দল ঘোষণার সময়েই বিসিসিআই জানিয়ে দিয়েছিল, ফিট থাকলে দলে যোগ দেবেন কেএল রাহুল এবং কুলদীপ যাদব ৷ ফিটনেস পরীক্ষা হওয়ার আগেই করোনা আক্রান্ত হয়ে ছিটকে গেলেন রাহুল ৷ ফলে কর্নাটকী ব্যাটারকে ছাড়াই কুড়ি-বিশের লড়াইয়ে নামবে 'মেন ইন ব্লু' (KL Rahul to miss out T20I series) ৷

দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাহুলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ চলে এসেছে ৷ বুধবারই তাঁর নিভৃতবাস-পর্বও শেষ হয়ে গিয়েছে ৷ যদিও চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ ফলে ক্যারিবিয়ান সফরে পাঁচটি টি-20 ম্যাচে থাকছেন না রাহুল ৷ সম্ভবত অগস্টে জিম্বাবোয়ে সফরে নীল জার্সিতে প্রত্যাবর্তন হবে তাঁর ৷

আরও পড়ুন : টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হলেন প্যাডি আপটন, চুক্তি টি-20 বিশ্বকাপ পর্যন্ত

আগেই ওয়ান ডে-তে সিরিজ পকেটে পুরেছে ভারত ৷ এদিন নিয়মরক্ষার ম্যাচে নামছে দুই দল ৷ শুক্রবার থেকে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলতে মাঠে নামবে দুই দল ৷ টিমে যোগ দিতে ইতিমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, দীনেশ কার্তিকরা ৷

মুম্বই, 27 জুলাই: ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল ৷ দল ঘোষণার সময়েই বিসিসিআই জানিয়ে দিয়েছিল, ফিট থাকলে দলে যোগ দেবেন কেএল রাহুল এবং কুলদীপ যাদব ৷ ফিটনেস পরীক্ষা হওয়ার আগেই করোনা আক্রান্ত হয়ে ছিটকে গেলেন রাহুল ৷ ফলে কর্নাটকী ব্যাটারকে ছাড়াই কুড়ি-বিশের লড়াইয়ে নামবে 'মেন ইন ব্লু' (KL Rahul to miss out T20I series) ৷

দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাহুলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ চলে এসেছে ৷ বুধবারই তাঁর নিভৃতবাস-পর্বও শেষ হয়ে গিয়েছে ৷ যদিও চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ ফলে ক্যারিবিয়ান সফরে পাঁচটি টি-20 ম্যাচে থাকছেন না রাহুল ৷ সম্ভবত অগস্টে জিম্বাবোয়ে সফরে নীল জার্সিতে প্রত্যাবর্তন হবে তাঁর ৷

আরও পড়ুন : টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হলেন প্যাডি আপটন, চুক্তি টি-20 বিশ্বকাপ পর্যন্ত

আগেই ওয়ান ডে-তে সিরিজ পকেটে পুরেছে ভারত ৷ এদিন নিয়মরক্ষার ম্যাচে নামছে দুই দল ৷ শুক্রবার থেকে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলতে মাঠে নামবে দুই দল ৷ টিমে যোগ দিতে ইতিমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, দীনেশ কার্তিকরা ৷

Last Updated : Jul 27, 2022, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.