মুম্বই, 23 এপ্রিল : ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চলতি মরশুমে টস জিতে প্রথম কোনও অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ৷ আর প্রথমে ব্যাট করে হার্দিক পান্ডিয়ার অধিনায়কোচিত ইনিংসেই কলকাতা নাইট রাইডার্সকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দিল গুজরাত টাইটান্স ৷ শেষ ওভারে বল করতে এসে 4টি উইকেট আন্দ্রে রাসেলের ঝুলিতে ৷ পাশাপাশি প্রত্যাবর্তনে উজ্জ্বল টিম সাউদির 24 রানে 3 উইকেট সত্ত্বেও নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 156 রান তুলল টাইটান্স (KKR need 157 runs to win against GT) ৷
গুজরাতের আজকের লড়াই মূলত শীর্ষে ওঠার ৷ অন্যদিকে হারের হ্যাটট্রিকের পর জয়ের সরণিতে ফিরতে মরিয়া কেকেআরের ৷ সেই লক্ষ্যে তিনটি পরিবর্তন নিয়ে এদিন মাঠে নেমেছে শ্রেয়স আইয়ারের দল ৷ শুরুতেই গুজরাত ওপেনার শুভমান গিলকে আউট করেন টিম সাউদি ৷ কিন্তু প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে 75 রান যোগ করে গুজরাতকে লড়াইয়ে ফেরান আরেক ওপেনার ঋদ্ধিমান সাহা এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ ঋদ্ধির ইনিংস লম্বা হয়নি ৷ মাত্র 25 রানে ফেরেন বঙ্গ উইকেটরক্ষক ৷ এরপর ডেভিড মিলারের সঙ্গে জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যান অধিনায়ক পান্ডিয়া ৷
আরও পড়ুন : জরিমানা 'সাহসী' পন্থের, এক ম্যাচ নির্বাসিত আমরে
36 বলে অর্ধশতরান পূর্ণ করেন হার্দিক ৷ 20 বলে 27 রানে আউট হন মিলার ৷ রাহুল তেওয়াটিয়া করেন 12 বলে 17 ৷ হার্দিক শেষ পর্যন্ত ক্রিজে থাকলে নিঃসন্দেহে নাইটদের ঘাড়ে আরও রানের বোঝা চাপত ৷ কিন্তু 18তম ওভারে 67 রানে ফিরে যান গুজরাত অধিনায়ক (Hardik Pandya scores 67 runs) ৷ তাঁর 49 বলের ইনিংসে ছিল 4টি চার, 2টি ছয় ৷ শেষ ওভারে এসে মাত্র 5 রান খরচ করে অভিনব মনোহর, লকি ফার্গুসন, তেওয়াটিয়া এবং যশ দয়ালকে ফেরান দ্রে রাস (Andre Russell takes 4 wickets in last over) ৷ 24 রান দিয়ে 3 উইকেট নেন সাউদি ৷